বুধবার, নভেম্বর ২০, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

আরো খবর...

আশাশুনিতে সরকারের উন্নয়ন প্রচারে সভা

আশাশুনি উপজেলা সদরে সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপির পক্ষে সরকারের উন্নয়ন তুলে ধরে প্রচার উপলক্ষে বিশাল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকালে আশাশুনি বাজার চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।
আশাশুনি সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের আয়োজনে সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ সভাপতি সমীরণ কুমার বাইনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে আলোচনা রাখেন জেলা স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক মীর মোস্তাক আলী।
প্রধান বক্তা ছিলেন জেলা সহ-সভাপতি এড. সাইদুজ্জামান জিকো।
সম্মানিত অতিথি ছিলেন জেলা সহ-সভাপতি ইঞ্জিঃ মফিজুর রহমান ও গোলাম মোস্তফা।
বিশেষ বক্তা ছিলেন সদর উপজেলা আহবায়ক এড. ফারুক হোসেন।
বিশেষ অতিথি ছিলেন আশাশুনি উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি এস এম সাহেব আলি, সাংগঠনিক সম্পাদক জি এম মঞ্জুরুল ইসলাম ও যুগ্ম সম্পাদক বিকাশ মন্ডল। সদর ইউনিয়ন সেক্রেটারী পলাশ কুমার গাইনের সঞ্চালনায় সভায় বিভিন্ন ইউনিয়ন সভাপতি ও সাধারণ সম্পাদকদের মধ্যে আঃ মাজেদ সরদার, শেখ আরাফাত, রামপদ সানা, বিধান, বাপ্পী, সাইদ, আজিজ, নুরুজ্জামান, সালাম, মঞ্জু, কুদ্দুছ, তন্ময়, মনিরুল, উজ্জল ও মইনুর।

বক্তাগণ আওয়ামীলীগ সরকারের বিগত দিনের উন্নয়নের চিত্র তুলে ধরে আগামী নির্বাচনে এই ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান। সাথে সাথে জামাত-বিএনপির নৈরাজ্য, জালাও পোড়াও কর্মকান্ডের বর্ণনা দিয়ে সতর্কতার সাথে তাদেরকে প্রতিহত করতে মাঠে থাকতে আহবান জানান। আশাশুনির মাটি স্বেচ্ছাসেবকলীগের ঘাটি, এ ঘাটি থেকে স্বাধীনতা বিরোধীদের স্থান নেই। আশাশুনি নৌকার ঘাটি হিসাবে আজ প্রতিষ্ঠিত। এইধারা নষ্ট করতে ষড়যন্ত্রকারীরা অপতৎপরতা চালাতে পারে, সকল ভেদাভেদ ভুলে স্বেচ্ছাসেবকলীগ কর্মীদের শেষ সময় পর্যন্ত মাঠে থাকতে আহবান জানান হয়।

সাংস্কৃতিক উৎসব ও মেলা

আশাশুনিতে সৃজনে উন্নয়নে বাংলাদেশ শীর্ষক সাংস্কৃতিক উৎসব ও মেলা- ২০১৮ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলা প্রশাসনের আয়োজনে এ উপলক্ষে সকাল ১০ টায় র‌্যালি বের করা হয়।
র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।
এখানে সাংস্কৃতিক উৎসব ও মেলার আয়োজন করা হয়।
সিনি. উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম সুলতানের সভাপতিত্বে ও ইউআরসি ইন্সট্রাক্টর মহিতোষ কর্মকারের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, কৃষি অফিসার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ রাজিবুল হাসান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা আজিজুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নান, আশাশুনি প্রেসক্লাব সভাপতি জি এম মুজিবুর রহমান, প্রধান শিক্ষক কামরুন নাহার কচি প্রমুখ আলোচনা রাখেন।
বিকালে একই স্থানে সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় ও আমন্ত্রিত শিল্পীবৃন্দ সঙ্গীত পরিবেশন করেন।

আহলে হাদীছ যুব সংঘের সমাবেশ

আশাশুনি উপজেলার বুধহাটায় আহলে হাদীছ যুব সংঘের উদ্যোগে যুব ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে বুধহাটা কেন্দ্রীয় আহলে হাদীছ জামে মসজিদে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
শফিউল আলমের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আহলে হাদীছ আন্দোলনের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাও আলতাফ হোসেন।
বিশেষ অতিথি ছিলেন জেলা যুব সংঘের সভাপতি মাওঃ মুজাহিদুর রহমান, সহ-সভাপতি আছাদুল্লাহ বিন মুসলিম, সাধারণ সম্পাদক নাজমুল আহসান, সাংগঠনিক সম্পাদক মাওঃ দেলোয়ার হোসেন, উপজেলা আন্দোলনের সাধারণ সম্পাদক আলহাজ কেরামত আলি, সহ-সভাপতি লুৎফর রহমান গাজী, আলহাজ আঃ ক্দ্দুুছ গাজী, খোন্দকার মোছাদ্দেকুজ্জামান, এলাকা সহ-সভাপতি আলহাজ মোজাম্মেল হক, মাওঃ মিজানুর রহমান, আলহাজ আজিজুর রহমান গাজী, আলহাজ আঃ সামাদ প্রমুখ।
সমাবেশ শেষে শফিউল আলমকে সভাপতি, খলিলুর রহমানকে সহ-সভাপতি, মাওঃ দেলোয়ার হোসেনকে সাধারণ সম্পাদক, ফজলুর রহমানকে সাংগঠনিক সম্পাদক, কামরুল ইসলামকে অর্থ সম্পাদক, শিহাব উদ্দিনকে প্রচার সম্পাদক, মাওঃ মহিব্বুল্লাহকে প্রশিক্ষণ সম্পাদক, আজিজুর রহমানকে সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক, ওয়াজেদ আলিকে সমাজ কল্যান সম্পাদক, রুস্তম আলিকে দপ্তর সম্পাদক করে ১০ সদস্য বিশিষ্ট আহলে হাদীছ যুব সংঘ আশাশুনি উপজেলা কমিটি গঠন করা হয়।

জেএসসি ও জেডিসি পরীক্ষার্থী ৫২৪৪ জন

আগামী ১ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া জেএসসি ও জেডিসি পরীক্ষায় আশাশুনি উপজেলার ৬টি কেন্দ্রে ৫ হাজার ২ শত ৪৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করবে। সুষ্ঠু ও নকল মুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।
৫২৪৪ জন পরীক্ষার্থীর মধ্যে জেএসসিতে ৪ হাজার ৭৫ জন এবং জেডিসিতে ১ হাজার ১ শত ৬৯ জন পরীক্ষার্থী রয়েছে। জেএসসি কেন্দ্রের মধ্যে আশাশুনি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ১৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫৭৪ জন ছাত্রী ও ৭৫৭ জন ছাত্র, মোট ১৩৩১ জন। দরগাহপুর কলেঃ স্কুল কেন্দ্রে ৯টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩০৮ জন ছাত্রী ও ২৫৬ জন ছাত্র, মোট ৫৬৪ জন, বুধহাটা কলেঃ স্কুল কেন্দ্রে ১৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ৬০৪ জন ছাত্রী ও ৬৪৭ জন ছাত্র, মোট ১২৫১ জন এবং বড়দল কলেঃ স্কুল কেন্দ্রে ১৩ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৯২৯ জন শিক্ষার্থী জেএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। জেডিসি কেন্দ্রের মধ্যে আশাশুনি আলিয়া মাদরাসা কেন্দ্রে ২১টি মাদরাসার ৮১১ জন এবং গুনাকরকাটি কামিল মাদরাসা কেন্দ্রে ৮টি মাদরাসার ৩৫৮ জন পরীক্ষার্থী জেডিসি পরীক্ষায় অংশ নেবে।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে

সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ বা আয়না। এই আয়নায় সমাজেরবিস্তারিত পড়ুন

আশাশুনিতে পূর্বের বিয়ের তথ্য গোপন করে আবারো অন্যত্র বিয়ে দেয়ার অভিযোগ!

সাতক্ষীরার আশাশুনিতে পূর্ববর্তী বিয়ের তথ্য গোপন করে অধিক লাভ ওবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৩, ইয়াবা-ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ৩৭, গাঁজা উদ্ধার
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ২৪ ।। ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা উদ্ধার
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৯ ।। ইয়াবা-ফেন্সিডিল উদ্ধার
  • পরিশ্রম আর ইচ্ছাশক্তিতে গ্যারেজে কাজে করে পড়ালেখা কলারোয়ার মোশাররফের
  • সাতক্ষীরায় জেলা ব্যাপী গ্রেফতার ১৯ ।। ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • ‘ক্লিন সাতক্ষীরা, গ্রীন সাতক্ষীরা’র যাত্রা শুরু : জেলা প্রশাসকের সংবাদ সম্মেলন
  • আশাশুনি সরকারি কলেজ অধ্যক্ষের ওপর হামলার ঘটনায় আটক-২
  • আশাশুনির শোভনালীতে বিনামূল্যে মশার কয়েল বিতরণ
  • সাতক্ষীরা জেলাব্যাপী মাদক গ্রেফতার ১৯, ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • আশাশুনিতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
  • সাতক্ষীরায় পাউবো’র প্রায় ২৫০ কিলোমিটার বেড়িবাঁধ ঝুকিপূর্ন ॥ হুমকির মুখে উপকূলীয় জনপদ