আরো খবর...
বেনাপোলে দাঁড়িয়ে থাকা নসিমন উল্টে যুবক নিহত
যশোর-বেনাপোল হাইওয়ে সড়কে দাঁড়িয়ে থাকা নসিমন উল্টে জামাল হোসেন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছে। শনিবার বিকালে বেনাপোল সড়কের কাগজ পুকুর নামক স্থানে নসিমন থেকে কাঁচ নামানোর সময় এ দূর্ঘটনা ঘটে। নিহত জামাল হোসেন শার্শা উপজেলার কাজিরবেড় গ্রামের গোলাম রসুলের ছেলে।
হাসপাতাল ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, শনিবার বিকালে যাত্রী বেশে বেনাপোল যাচ্ছিল জামাল হোসেন। কাগজপুকুর নামক স্থানে আসলে নসিমন থেকে কাঁচ নামাচ্ছিল আরেক এক যাত্রী। অসাবধানতা বসত নসিমন উল্টে গিয়ে চাপা পড়ে ঘটনাস্থলে মারাত্বক ভাবে আহত হয় সে। স্থানীয় লোকজন জামালকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।
নাভারণ হাইওয়ে পুলিশের ইনচার্জ সার্জেন্ট পলিটন মিয়া জানান, যেহেতু নসিমন দাঁড়িয়ে থাকা অবস্থায় উল্টে গিয়ে এ দূর্ঘটনা ঘটেছে সেহেতু এটাকে সড়ক দূর্ঘনার আওতায় পড়েনা। তাই নিহত জামালের লাশ হাসপাতাল থেকে সরাসরি তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন
যশোরের শার্শা উপজেলার সোনানদীয়া-গাতিপাড়া দারুস সুন্নাত দাখিল মাদ্রাসায় ৪তলা নতুন ভবন সরকারী ভাবে বরাদ্দ পাওয়ায় সংবাদ সম্মেলন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন প্রতিষ্ঠানের সভাপতি, শিক্ষক-কর্মচারী, ছাত্র-ছাত্রী, অভিভাবক ও এলাকার সুধিসমাজ। শনিবার বেলা ১১টায় মাদ্রাসার অভিস কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সোনানদীয়া গাতিপাড়া দারুস সুন্নাত দাখিল মাদ্রাসার সুপার আসাদুজ্জামান বলেন, ১৯৭৫ সালে এলাকাবাসীর একান্ত প্রচেষ্টায় প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে ছাত্র-ছাত্রীদের লেখা-পড়ার মান খুব ভাল হয়ে আসছে যা গর্ব করে বলা যায়। ভাঙ্গাচুরা বিল্ডিং ও গাছের তলায় শিক্ষার্থীদের ক্লাস নিতে হয়। গরমে ও বর্ষা মৌসুমে শিক্ষার্থীদের ক্লাস নেওয়া ছিল দুরুহ ব্যাপার। এর পরও প্রতিবছর দাখিল পরীক্ষায় শতভাগ পাশ করে আসছে। মাদ্রাসার ম্যানেজিং কমিটির বর্তমান সভাপতি ও ইউনয়িন পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদের চেষ্টার ফলে সংসদ সদস্য শেখ আফিল উদ্দিনের মাধ্যমে প্রধান মন্ত্রী শেখ হাসিনা আমাদের মাদ্রাসার জন্য ৪তলা ভবন সরকারীভাবে বরাদ্দ বরাদ্দ করেছেন। এই ৪তলা ভবনটি নির্মান হওয়ার পর আমাদের আর কষ্ট করে গাছ তলায় শিক্ষার্থীদের ক্লাস নিতে হবেনা। এজন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনকে আমরা স্থানীয় গণমাধ্যম কর্মীদের মাধ্যমে প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মাদ্রাসার ম্যানেজিং কমিটির বর্তমান সভাপতি ও ইউনয়িন পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার নিতু, ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ইসমাইল হোসেন, ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মিকাইল হোসেন, ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল জব্বার প্রমুখ।
প্যানেল চেয়ারম্যান রানা গোল্ড মেডেল পদকে ভূষিত
বাল্য বিবাহ, মাদক প্রতিরোধ ও সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় যশোরের শার্শার ডিহি ইউপি প্যানেল চেয়ারম্যান আমির হোসেন রানা বিশ্ব শান্তি গোল্ড মেডেল স্মৃতি পদক লাভ করেছেন। এ নিয়ে এই চেয়ারম্যান পাঁচ বারের মতো গোল্ড মেডেলে ভূষিত হলেন। বিশ্ব মানবতা ও শান্তি দিবস উপলক্ষে শুক্রবার সকাল ১১টায় খুলনার উমেশ চন্দ্র পাবলিক লাইব্রেরী মিলনায়তনে এ সন্মাননা প্রদান করা হয়।
বাংলাদেশ ঐতিহ্য সংরক্ষণ ও গবেষণা কেন্দ্র, ডিআরএফ ও (বাশিসাসাপ) এর উদ্যোগে গৌরবময় কৃতিত্বের স্বীকৃতি স্বরুপ প্রশংসা পত্র ও ক্রেষ্ট তুলে দেন খুলনা সদর- ২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মিজানুর রহমান মিজান এবং সিনিয়র সাংবাদিক ও চলচ্চিত্রকার ভাষা সৈনিক রফিকুজ্জামান।
এ সময় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ ঐতিহ্য সংরক্ষণ ও গবেষণা কেন্দ্র সাধারণ সম্পাদক গোলাম রাব্বানি খান, প্রধান অনুষ্ঠান সমন্বয়কারী কবি নুসরাত আরা টুম্পা, বীর মুক্তিযোদ্ধা আজগর চৌধুরী, শার্শা উপজেলা ইউনিয়ন পরিষদ ভাইস চেয়ারম্যান মেহেদি হাসান প্রমুখ। এ ছাড়াও বিভিন্ন গন্যমান্য ব্যক্তিবর্গ। আমির হোসেন রানা এর আগে মাদার তেরেসা পদক, ন্যালসেন ম্যন্ডেলা পদক, মানবাধিকার পদক ও শের -ই-বাংলা ফজলুল হক পদক লাভ করেন।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ
১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন
বেনাপোলে নৌ-পরিবহন প্রতিমন্ত্রীর বৈঠক বর্জন করলো সাংবাদিকরা
বেনাপোল স্থলবন্দর আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের দ্বিতীয়তলায় নৌ-পরিবহন প্রতিমন্ত্রী ও স্থলবিস্তারিত পড়ুন
ঝিকরগাছায় বাস চাপায় মোটরসাইকেল আরোহী শিশুসহ দু’জন নিহত
যশোরে বাস চাপায় এক শিশু ও এক মোটসাইকেল আরোহীর মৃত্যুবিস্তারিত পড়ুন