আরো খবর...
আশাশুনিতে আন্তর্জাতিক অহিংস দিবসে মানববন্ধন ও পদযাত্রা
আশাশুনিতে আন্তর্জাতিক অহিংস দিবস ২০১৮ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।
মঙ্গলবার বুধহাটা বাজার মেইন রোডে এ কর্মসূচি পালন করা হয়।
পিস প্রেসার গ্রুপ, সুজন- সুশানরে জন্য নাগরিক ও দি হাঙ্গার প্রজেক্টের আয়োজনে “সন্ত্রাস নয়, জঙ্গিবাদ নয়- এসো ঐক্য ও সম্প্রীতির স্বদেশ গড়ি” শ্লোগান সামনে রেখে প্রথমে মানববন্ধন অনুষ্ঠিত হয়। সকল শ্রেণি-পেশার মানুষ এক সারিতে দাঁড়িয়ে মানববন্ধন চলাকালে দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তাগণ বক্তব্য রাখেন। পেভ উপজেলা সমন্বয়কারী আব্দুস সামাদ বাচ্ছুর সভাপতিত্বে ও অ্যাম্বাসেডর এস কে হাসানের পরিচালনায় এসময় প্রধান অতিথি হিসেবে আলোচনা রাখেন, বুধহাটা ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আ ব ম মোছাদ্দেক।
বিশেষ অতিথি ছিলেন ইউপি সদস্য রবিউল ইসলাম, উপজেলা তাঁতিলীগ সভাপতি সেলিম রেজা সেলিম, যুবলীগ নেতা এজদান আলী, ইউনিয়ন শ্রমিকলীগ সভাপাতি হাতেম আলি, শ্রমিক লীগ নেতা আব্দুস সামাদ, ছাত্রলীগ সাবেক সভাপতি জহিরুল ইসলাম বাবু, আ’লীগ নেতা চন্দন দেবনাথ, মইনুল ইসলাম, রুবেল হোসেন, অভিলাষ প্রমুখ। সার্বিক সহযোগিতায় ছিলেন এ্যাম্বাসেডার গোলাম মোস্তফা ও দিপন কুমার মন্ডল। মানবন্ধন শেষে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী এবং শান্তি ও অহিংসার পক্ষে বিভিন্ন শ্লোগান সহকারে পদযাত্রা শুরু হয়।
পদযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় মেইন সড়কে গিয়ে শেষ হয়।
সাব-রেজিষ্ট্রি অফিসের মাসিক সভা
আশাশুনি উপজেলার সাব-রেজিষ্ট্রি অফিসের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১০টায় আশাশুনি সাব-রেজিষ্ট্রি অফিসে সাব-রেজিষ্টার পার্থ প্রতীম মুখার্জীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান অফিস সহকারী প্রশাস্ত কুমার হালদার, দলীল লেখক বদরুদ্দোজা বদর, রাবিদ মাহমুদ চঞ্চল, দীপঙ্কর মন্ডল, নিরাপদ মন্ডল, রমজান আলী, মোরশেদ মামুদ লিপ্টন, আইয়ুব আলী, আহসান হাবিব, রনদা প্রসাদ মন্ডল, আহসান উল্লাহ আছু, বরুণ মন্ডল প্রমুখ।
সভায় সভাপতি বলেন আশাশুনি সাব-রেজিষ্ট্রি অফিসের সকল কাজে স্বচ্ছতা থাকতে হবে, জনগনকে সেবা দেওয়ার মানুষিকতা নিয়ে কাজ করতে হবে। সকল দলিল লেখকদের তিনি বলেন এ অফিসের যে দলিল রেজিষ্ট্রি হবে তাতে কোন প্রকার আইনগত ত্রুটি থাকলে হবে না। কোন প্রকার যেন সরকারী রাজস্ব ফাঁকি না হয় সেদিকে সকলকে সজাক থাকতে উল্লেখ করে তিনি বলেন যতি কোন লেখক বা অফিসের কর্মচারী এহেন কর্মকান্ড করে তাহলে তাকে সর্বচ্চো শাস্তি ভোগ করতে হবে।
২ আসামী আটক
আশাশুনি থানা পুলিশের অভিযানে দুই গ্রেফতারী পরোয়ানার আসামীকে আটক করেছে পুলিশ।
সোমবার দিবাগত রাতে থানা পুলিশের এএসআই মাহাবুব হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে জিআর-৭৫/১৮ (ওয়ারেন্ট) আসামী বড়দল ইউনিয়নের মৃত জেহের গাজীর পুত্র আঃ হাকিম গাজীকে গ্রেফতার করেন অপরদিকে বড়দল মধ্যপাড়া গ্রামের জিআর-৫৩/১৮ (ওয়ারেন্ট) এর আসামী মৃত মফেজ সরদারের পুত্র রফিকুল ইসলামকে গ্রেফতার করেন।
মঙ্গলবার আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে।
বিশ্ব হার্ট দিবস পালন
আশাশুনিতে বিশ্ব হার্ট দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে এ অনুষ্ঠানের আয়োজন করে।
সকাল ১০ টায় স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে প্রথমে একটি র্যালী বের করা হয়।
র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে গিয়ে শেষ হয়।
পরে স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অরুন কুমার ব্যানার্জী।
আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সুমন ঘোষের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন, মেডিকেল অফিসার ডা. সাউফুল আলম, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ মাহাবুবুর রহমান, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডাঃ ফাহাদ বিন সাদ, সিনিঃ স্টাফ নার্স হাসিনা খাতুন, স্বপ্না রাণী প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন স্যানিটারী ইন্সপেক্টর জি এম গোলাম মোস্তফা ও তার সহযোগি মোক্তারুজ্জামান স্বপন।
অহিংস দিবস পালন
আশাশুনি উপজেলার কাদাকাটি আরার মাধ্যমিক বিদ্যালয়ে বিশ্ব অহিংস দিবস পালন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে স্কুলের পক্ষ থেকে এ দিবস পালন করা হয়।
স্কুলের শিক্ষক-কর্মচারী ও ছাত্রছাত্রীদের অংশ গ্রহনে স্কুল চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় স্কুল চত্বরে ফিরে আসে।
পরে স্কুল চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পিচ কনসোর্টিয়ামের সহযোগিতায় সহকারী প্রধান শিক্ষক ফজলুল হকের সভাপতিত্বে সভায় দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক বদিউজ্জামান খান, শিক্ষক নিজাম উদ্দিন, নজরুল ইসলাম, সাবেলুর রাশেদ প্রমুখ।
কুল্যা ইউনিয়ন তরুনলীগের পূর্ণাঙ্গ কমিটি
আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়ন আওয়ামী তরুনলীগের পুর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। জি এম মনিরুল ইসলামকে সভাপতি ও মোকফুর রহমানকে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
আশাশুনি উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে মঙ্গলবার অনুষ্ঠিত সভায় এ কমিটি অনুমোদন দেওয়া হয়।
উপজেলা তরুনলীগের সভাপতি প্রভাষক জি এম আখতার-উজ-জামান প্রিন্সের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, সদ্য সাবেক আশাশুনি উপজেলা ছাত্রলীগ সভাপতি ও বর্তমান উপজেলা আ’লীগের সদস্য এস এম হুমায়ুন কবির সুমন। তরুনলীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবির সঞ্চালনায় সভায় মোতাহার হোসেন, আখতারুল ইসলাম, হাবিবুর রহমান (বাবু), ফুলবারী প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় জি এম মনিরুল ইসলামকে সভাপতি, আলতাফ হোসেন, আঃ লতিফ, মজনুর রহমান ও আবুল কাশেমকে সহ-সভাপতি, মোকফুর রহমানকে সাধারণ সম্পাদক, চঞ্চল আলম ও ওলিউল ইসলামকে যুগ্ম সম্পাদক, রমজান আলিকে সাংগঠনিক সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট কুল্যা ইউনিয়ন পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
ছাত্রলীগের উঠান বৈঠক
শেখ হাসিনা সরকারের উন্নয়ন সফলতা তুল ধরা সহ আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বড়দল ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে বড়দল দূর্গা মন্দির প্রাঙ্গণে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা-৩ আসনে দলীয় এমপি মনোনয়ন প্রত্যাশী উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম এর পক্ষে আয়োজিত উঠান বৈঠকে সভাপতিত্ব করেন, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নাহিদ রানা বাবু।
বক্তব্য রাখেন আ’লীগ নেতা শিক্ষক বাসুদেব মন্ডল, প্রসাদ মন্ডল, পুলকেশ মন্ডল, সুবোল বিশ্বাস, ডাঃ পরিমল রায়, কিশোর মন্ডল, উপজেলা যুবলীগ নেতা সাংবাদিক এমএম সাহেব আলী,উপজেলা ছাত্রলীগের সভাপতি আসমাউল হুসাইন, সাবেক ইউপি সদস্য সমীরন সরকার, ছাত্রলীগ নেতা আমিরুল ইসলাম, আশাশুনি সরকারী কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর রহমান (রাজ), হুমায়ুন কবীর রানা, আল-আমিন, তারিক, মিজান, শাহারুল, রাফসান, জাহিদুল, ছাব্বির, নাইমুরম মুকুলম সৌরভ, রেজওয়ান আনাম, বড়দল ইউনিয়ন কৃষকলীগ মহিলা বিষয়ক সম্পাদিকা হাফিজা খাতুন তমা।
বড়দল ইউনিয়ন ছাত্রলীগর সহ-সভাপতি অলিউর রহমান বাপ্পীর পরিচালনায় বৈঠকে বক্তাগণ বলেন, বর্তমান সরকারের আমলে দেশের মানুষ শান্তিতে রয়েছে। আ’লীগ সরকার ক্ষমতায় থাকলে দেশে ও জাতির ভাগ্যোন্নয়ন হয়। তাই আ’লীগকে আবারও ক্ষমতায় আনতে সকল দ্বিধা দ্বন্দ ভুলে উপজেলা আ,লীগের সভাপতি এবিএম মোস্তাকিমের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয় সুনিশ্চিত করার আহবান জানান।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ
১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন
‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ বা আয়না। এই আয়নায় সমাজেরবিস্তারিত পড়ুন
আশাশুনিতে পূর্বের বিয়ের তথ্য গোপন করে আবারো অন্যত্র বিয়ে দেয়ার অভিযোগ!
সাতক্ষীরার আশাশুনিতে পূর্ববর্তী বিয়ের তথ্য গোপন করে অধিক লাভ ওবিস্তারিত পড়ুন