শনিবার, নভেম্বর ১৬, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

আরো খবর...

আশাশুনিতে বিশ্ব শান্তি দিবসে বিভিন্ন কর্মসূচি পালন

আশাশুনিতে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা ও পটগান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রূপান্তর ও অগ্রগতি সংস্থার সহযোগিতায় পিচ কনসোর্টিয়াম বিডির আওতায় উপজেলা প্রশাসনের আয়োজনে সকালে বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও প্লাকার্ড সহকারে বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়।
র‌্যালিটি বিভিন্ন সড়ক ঘুরে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। র‌্যালী শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মাফফারা তাসনীনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ বি এম মোস্তাকিম। ইউআরসি ইনস্ট্রাক্টর মহিতোষ কর্মকারের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন পিচ কনসোর্টিয়াম ডিরেক্টর শাহাদাৎ হোসেন বাচ্চু, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নান, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা জোহরা, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমীক সুপারভাইজার হাসানুজ্জামান, আশাশুনি প্রেসক্লাব সভাপতি জি এম মুজিবুর রহমান, প্রধান শিক্ষক বদিউজ্জামান। স্বাগত বক্তব্য রাখেন অগ্রগতি সংস্থার উপজেলা কর্মকর্তা তহিদুজ্জামান তহিদ। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখে এপিএস ডিগ্রী কলেজের আল রাজীব ও চাপড়া হাই স্কুলের সাদিয়া সুলতানা। আলোচনা সভা শেষে রূপান্তরের শিল্পীদের সমন্বয়ে গঠিন পটগান দলের নেতৃত্বে শান্তি সম্প্রীতি প্রতিষ্ঠার তথ্য সম্বলিত পটগান অনুষ্ঠিত হয়।

কুঁন্দুড়িয়া মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভা

আশাশুনি উপজেলার কুঁন্দুড়িয়া পিএন মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার স্কুলের প্রধান শিক্ষকের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
পরিচালনা কমিটির সভাপতি এস এম হুমায়ুন কবির সুমনের সভাপতিত্বে সভায় প্রধান শিক্ষক আরিফুল হক, সদস্য গণেশ গাইন, হযরত আলি, গোলাম রব্বানী, আলতাফ হোসেন, মিজানুর রহমান, জুড়োন হালদার, রঘুনাথ বিশ্বাস, জি এম গাওছুল আলম, সুস্মিতা রানী সরকার ও সহকারী শিক্ষক সুভাস চন্দ্র দাশ প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এমপি মহোদয়ের সুপারিশক্রমে বরাদ্দকৃত ৯৪ লক্ষ টাকা দিয়ে স্কুলে ভবন নির্মানের জন্য স্থান নির্বাচন করা হয়। বরাদ্দকৃত টাকা দিয়ে নির্ধারিত স্থানে ভবন নির্মানের প্রাথমিক কার্যক্রম বুধবার থেকে শুরু করা হয়েছে। সভায় টাকা বরাদ্দের জন্য মাননীয় এমপি মহোদয়কে ধন্যবাদ জানিয়ে প্রস্তাব গৃহীত হয়।

নর্দান ইউনিভার্সিটির ভিসি ড. আবু ইউসুফের শো-ডাউন সফল করতে মতবিনিময়

নর্দান ইউনিভার্সিটির ভিসি আওয়ামীলীগ নেতা নৌকা প্রতীক প্রত্যাশী ড. আবু ইউসুফ মোহাম্মদ আব্দুল্লাহ’র পক্ষ থেকে আগামী ২৯ সেপ্টেম্বর শো-ডাউন ও পথ সভা সফল করতে আশাশুনিতে মতবিনিময় করা হয়েছে।
বুধবার তার পক্ষ থেকে একটি প্রতিনিধি দল আশাশুনিতে আগমন করে মতবিনিময় করেন।
ড. আবু ইউসুফের পক্ষে জন সমর্থন আদায়ের সাথে সাথে জননেত্রী শেখ হাসিনা যাকে নৌকা প্রতীক দেবেন তার পক্ষে কাজ করার ঘোষণা দিয়ে প্রতিনিধি দলটি উপজেলার প্রবীন আওয়ামীলীগ নেতা এবং আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন।
আগামী ২৯ সেপ্টেম্বর ড. আবু ইউসুফ মোহাম্মদ আব্দুল্লাহ এবং তার সমর্থকদের নিয়ে সাতক্ষীরা-৩ (আশাশুনি, দেবহাটা ও কালিগঞ্জের অংশ বিশেষ) আসনের বিভিন্ন সড়কে শো-ডাউন ও গুরুত্বপূর্ণ স্থানে পথ সভা করা হবে।
প্রতিনিধি দলের মধ্যে ছিলেন জেলা আ’লীগের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় বিষয়ক সম্পাদক সাবেক দেবহাটা উপজেলা ভাইস চেয়ারম্যান এড. গোলাম মোস্তফা, উপজেলা কৃষকলীগ আহবায়ক আলহাজ রফিকুল ইসলাম, উপজেলা আ.লীগ সহ-সভাপতি নজরুল ইসলাম, উপদেষ্টা শিক্ষক আ. হাই, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আ. আজিজ, সদস্য ওহিদুজ্জামান, সদস্য আ. রশিদ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সেক্রেটারী সাইফুজ্জামান, জাতীয় শ্রমিকলীগ সাবেক সেক্রেটারী রাশিদুল ইসলাম, যুবলীগ সাবেক সেক্রেটারী মনিরুল ইসলাম, ছাত্রলীগ সহ-সভাপতি ফরহাদ হোসেন, কৃষকলীগ সেক্রেটারী সুভাস ঘোষ, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মনিরুজ্জামান কেন্টু, সেক্রেটারী রেজাউল ইসলাম, বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক ফোরাম সহ-প্রচার সম্পাদক আলাল হোসেন, মেম্বার শেখ আঃ কাদের, পারুলিয়া ইউনিয়ন আ’লীগ সভাপতি শাহাবুদ্দিন বিশ্বাস, কুলিয়া ইউনিয়ন আ’লীগ সাংগঠনিক মঞ্জুর রহমান, ভাড়াশিমলা ইউনিয়ন আ’লীগের সাবেক সেক্রেটারী আ. সোবহানসহ দলীয় নেতাকর্মী।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে

সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ বা আয়না। এই আয়নায় সমাজেরবিস্তারিত পড়ুন

আশাশুনিতে পূর্বের বিয়ের তথ্য গোপন করে আবারো অন্যত্র বিয়ে দেয়ার অভিযোগ!

সাতক্ষীরার আশাশুনিতে পূর্ববর্তী বিয়ের তথ্য গোপন করে অধিক লাভ ওবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৩, ইয়াবা-ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ৩৭, গাঁজা উদ্ধার
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ২৪ ।। ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা উদ্ধার
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৯ ।। ইয়াবা-ফেন্সিডিল উদ্ধার
  • পরিশ্রম আর ইচ্ছাশক্তিতে গ্যারেজে কাজে করে পড়ালেখা কলারোয়ার মোশাররফের
  • সাতক্ষীরায় জেলা ব্যাপী গ্রেফতার ১৯ ।। ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • ‘ক্লিন সাতক্ষীরা, গ্রীন সাতক্ষীরা’র যাত্রা শুরু : জেলা প্রশাসকের সংবাদ সম্মেলন
  • আশাশুনি সরকারি কলেজ অধ্যক্ষের ওপর হামলার ঘটনায় আটক-২
  • আশাশুনির শোভনালীতে বিনামূল্যে মশার কয়েল বিতরণ
  • সাতক্ষীরা জেলাব্যাপী মাদক গ্রেফতার ১৯, ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • আশাশুনিতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
  • সাতক্ষীরায় পাউবো’র প্রায় ২৫০ কিলোমিটার বেড়িবাঁধ ঝুকিপূর্ন ॥ হুমকির মুখে উপকূলীয় জনপদ