আরো খবর...
কালিগঞ্জে চেয়ারম্যান মোশারাফ হত্যা মামলায় যুবলীগ সভাপতিসহ দু‘জন আটক
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান জাতীয় পার্টির নেতা কেএম মোশারাফ হোসেন হত্যা মামলায় আরো দু’জনকে আটক করেছে পুলিশ।
গত দুইদিনে (শুক্রবার দিবাগত রাত একটার দিকে ও শনিবার সকাল ১০টার দিকে) আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন, উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের হোসেনপুর গ্রামের অজিত ওরফে বাটুল হালদারের পুত্র নন্দ লাল হালদার ও কৃষ্ণনগর গ্রামের ফজর আলী গাজীর পুত্র ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ইউপি সদস্য ফজলুর রহমান গাজী।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ হাসান হাফিজুর রহমান জানান, চেয়ারম্যান মোশাররফ হোসেন হত্যার ঘটনায় অর্থ যোগানদাতা হিসেবে সন্দিগ্ধ আসামী নন্দ হালদারকে শুক্রবার দিবাগত রাত একটার দিকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। একইভাবে যুবলীগ নেতা ফজলুর রহমানকে শনিবার সকাল ১০ টার দিকে কৃষ্ণনগর বাজারের সহিলউদ্দিন এন্ড করিমুন্নেছা কিণ্টার গার্টেন স্কুলের সামনে তেকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রসঙ্গত, গত ৮ সেপ্টেম্বর রাতে কৃষ্ণনগর বাজারে যুবলীগ অফিসের সামনে ইউপি চেয়ারম্যান কেএম মোশাররফ হোসেনকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়।
এ ঘটনায় ১৫ সেপ্টেম্বর হত্যা মামলার প্রধান আসামী ইউপি সদস্য আব্দুল জলিলকে জনতা পুলিশের কাছ থেকে ছিনিয়ে পিটিয়ে হত্যা করে। এ পর্যন্ত এ মামলায় ১০ জনকে গ্রেফতার করা হলো। তিনজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
গনসংযোগে ও সমাবেশ
কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের পিরোজপুর হাটখোলা প্রাঙ্গনে স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগের আয়োজনে ২২ সেপ্টেম্বর বিকাল ৫ টায় সাতক্ষীরা ৪ আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা আলহাজ শেখ আতাউর রহমান এর পক্ষ থেকে শ্যামনগর উপজেলা ও কালিগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে গনসংযোগ ও হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, জাতির জনক বঙ্গবন্ধু‘র কন্য, গনতন্ত্রের মানষ কন্যা জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন মূলক কর্মকান্ড, দুর্নীতি, মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ এবং মানবতা বিরোধী বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়।
মৌতলা ইউনিয়নের পিরোজপুর স্থানীয় ওয়ার্ড আওয়াীলীগের সভাপতি শহীদুল ইসলামবের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌতলা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক রুহুল আমিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক আহবায়ক খান জাহিদুল ইসলমা বাবু, কালিগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি শেখ আনোয়ারুল কবির লিটু, আওয়ামীলীগ নেতা এ্যাডঃ শেখ আব্দুস সত্তার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সদস্য সচিব মঞ্জরুল কবির মিঠু প্রমুখ।
গন সমাবেশে বক্তারা বলেন দেশের উন্নয়ন অগ্রযাত্রার অববাহিকা বজায় রাখতে হলে পুনরায় নৌকা প্রতিকে ভোর্ট দেওয়ার জন্য আহবান কারা হয়।
সমাবেশ শেষে সরকারের উন্নয়ন মূলক কর্মকান্ড তুলে ধরে আলহাজ শেখ আতাউর রহমানের পক্ষ থেকে পিরোজপুর হাটখোলায় সকল জনসাধারনের মাঝে লিপলেট বিতরন করা হয় এবং শেখ হাসিনার উন্নয়ন প্রামান্য চিত্র প্রদর্শন, বঙ্গবন্ধু‘র ৭-ই মার্চের ঐতিহাসিক ভাষন ও মুক্তিযোদ্ধা ভিত্তিক টেলিফিল্ম প্রদর্শন করা হয়। এলাকার শত শত সাধারন মানুষ এটা মুগ্ধ হয়ে উপভোগ করেন।
গনসংযোগ ও বিশাল সমাবেশে, ইউপি সদস্য-সদস্যা, এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ, ব্যবসায়ী ও সুধিবৃন্দ উপস্থিত ছিলেন।
জন্মদিন পালিত
কালিগঞ্জ উপজেলার দক্ষিন শ্রীপুর ইউনিয়ানে গত ২১-০৯-২০১৮ তারিখে রাত ১০ টা৩০ মিনিটে কালিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক সাহিত্য বি চৌধুরির ৩১ তম জন্মদিন পালিত হয়েছে।উক্ত জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিগঞ্জ থানা আওয়ামীলীগের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জনাব আল মামুন সরদার,কালিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক ক্রিড়া সম্পাদক অনিক মেহেদী,কালিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক সাজিদুল হক সাজু,সাংবাদিক মাসুদ পারভেজ ক্যাপ্টেন,ছাত্রলীগের নেতা রাশিদুল ইসলাম (জয় বাংলা),দক্ষিন শ্রীপুর ইউনিয়ান যুবলীগের সভাপতি মেহেদী হাসান।আরো উপস্থিত ছিলেন আব্দুল হামিদ,সিরাজুল ইসলাম,আমিনুর ইসলাম,সাংবাদিক শিমুল সহ আত্মীয়-স্বজন।
জন্মদিন পালন
সুশীলনের নির্বাহী প্রধান বিশিষ্ট এনজিও ব্যক্তিত্ব ও আবৃত্তি শিল্পী মোস্তফা নুরুজ্জামানের ৫৬ তম জন্মদিন উপলক্ষ্যে কেককাটা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২২ সেপ্টেম্বর শনিবার বিকালে কালিগঞ্জ সুশীলন কার্যালয়ে সুশীলনের নির্বাহী প্রধানের জন্মদিন উপলক্ষ্যে আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট সাহিত্যিক গাজী আজিজুর রহমান। বক্তব্য রাখেন নির্বাহী প্রধান বিশিষ্ট আবৃত্তি শিল্পী মোস্তফা নুরুজ্জামান। সুশীলনের এরিয়া ম্যানেজার রিয়াজুল ইসলামের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন উপ- পরিচালক মোস্তফা আক্তারুজ্জামান পল্টু, প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারন সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, শ্যামনগর উপজেলার নবযাত্রার ম্যানেজার জাকির হোসেন, ফিল্ড ফ্যাসিলিটেটর আনোয়ারুল ইসলাম, প্রোগ্রাম অফিসার আবু জাফর সিদ্দিক মিলন, ম্যানেজার রবিউল ইসলাম, কালিগঞ্জ উপজেলা নবযাত্রা উপজেলা কো-অডিনেটর হাবিবুর রহমান, সুশীলনের শংকর কুমার সিং, সামিমা পারভীন, শাহিদা খাতুন, কামাল হোসেন, রফিকুল ইসলাম, রবিন্দ্রনাথ বিশ^াস প্রমুখ।
জন্মদিন উপলক্ষ্যে মোমবাতি প্রজ¦লন, কেককাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তব্যে মোস্তফা নুরুজ্জামান বলেন আমার জীবন আমাকে নির্মান করতে হবে। মানুষ হারিয়ে যায় সমায়ের মধ্যে আমাদের জীবন আনন্দময় হয়ে উঠুক এবং জীবন কে উপভোক করতে হবে। জীবনে আনন্দ দ্রুত ফুরিয়ে যায় কিন্তু বেদানার নদী বড় দীর্ঘ হয়ে উঠে। আবার বেদনার সময়ই মানুষ শিক্ষা লাভ করে এবং বেদনার মধ্যে তার ভবিষ্যাৎ রচনা করে। অনুষ্ঠানে সুশীলনের কর্মকর্তা ও কর্মীরা উপস্থিত ছিলেন।
মানববন্ধন
কালিগঞ্জ উপজেলা কৃষ্ণনর ইউনিয়নের চেয়ারম্যান মোশাররাফ হোসেন হত্যা মামলার আসামীদের গ্রেফতার ও তাদের গটফাদারদের চিহ্নিত করে সাস্তির দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২২ সেপ্টেম্বর শনিবার বেলা ১১ টায় উপজেলা প্রাঙ্গনে নিহত ইউপি চেয়ারম্যানের কন্যা সাফিয়া পারভীনের নেতৃত্বে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে বঙ্গবন্ধু মূর্যালের পাদদেশে এক সমাবেশ কালিগঞ্জ থানা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক সাতক্ষীরা জর্জ কোর্টের পি পি এ্যাডঃ শেখ মোজাহার হোসেন কান্টু সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সমাবেশে নিহত মোশাররফ হোসেন কন্যা সাফিয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন ইউপি চেয়ারম্যান মোশাররফ হত্যা মামলার প্রধান আসামী ডাকাত জলিল কে আটক করেছে এবং গনপিটুনিতে নিহত হয়েছে। কিন্তু মোশররফ হত্যা মামলার সাথে জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতার ও ইন্ধোনদাতাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি করেন বক্তারা।
মানববন্ধন ও সমাবেশে কৃষ্ণনগর ইউনিয়নের হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ
১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন
‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ বা আয়না। এই আয়নায় সমাজেরবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৩, ইয়াবা-ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
সাতক্ষীরা জেলা ব্যাপী পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে মাদক মামলারবিস্তারিত পড়ুন