আরো খবর...
অনিয়মের অভিযোগে আশাশুনিতে স্কুলের ভবন নির্মান কাজ বন্ধের পত্র
আশাশুনি উপজেলার কাদাকাটি আইডিয়াল মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ভবন নির্মান কাজে অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে কাজ বন্ধের পত্র প্রেরন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মাফফারা তাসনীন ১৬ সেপ্টেম্বর এ পত্র প্রেরন করেন।
প্রায় ২ কোটি ৭ লক্ষ টাকা ব্যয় বরাদ্দে ৩ তলা বিশিষ্ট (নীচতলা উন্মুক্ত) মাল্টিপারপাস সাইক্লোন শেল্টারের নির্মান কাজে ৪২টি পাইলিং এর প্রতিটি ডিপ করার কথা ৭২ ফিট করার কথা। কিন্তু তা করা হয়নি। রডের লেবেল ঠিক না রেখে ঢালাই করা হয়েছে। প্রতিটি পাইলিং-এ ২৯ বস্তা সিমেন্ট দেওয়ার কথা থাকলেও দেওয়া হয়েছে ২৩ বস্তা করে। পিলারে সিডিউল মোতাবেক রড দেওয়া হয়নি। সিমেন্টের ব্যবহারেও রয়েছে ব্যাপক অনিয়ম। সিম-১ সিমেন্টের ব্যবহার করার নিয়ম থাকলেও তদস্থলে সিম-২ সিমেন্ট ব্যবহার করা হয়েছে। রডের ব্যবহারেও রয়েছে ব্যপক অনিয়মের অভিযোগ। সবশেষে ১৫ সেপ্টেম্বর পাইল ক্যাপ ঢালাই করা হয়। কিন্তু পিআইওকে অবহিত করা হয়নি। স্থানীয় সরকারি প্রতিনিধি হিসাবে পিআইওকে কাজ দেখে নেওয়ার কথা থাকলেও তাকে এড়িয়ে যাওয়া হচ্ছে। ঠিকাদারের প্রতিনিধি মিজানুর রহমান নিজেকে একবার অফিসের লোক, একবার ঠিকাদারের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হিসাবে পরিচয় দিয়ে কাজ দেখার দায়িত্বে আছেন বলে দাবী করেন। তবে পিআইওকে অবহিত করা হয়নি কেন, তার সদুত্তর দিতে পারেননি। তবে তিনি এখানে কাজে আসার পর কোনদিন পিআইওকে দেখেননি বলে স্বীকার করেন। স্কুলের সহকারী প্রধান শিক্ষক ইকরামুল হক জানান, পিআইও কিংবা অন্যদের বলতে চাইলে তিনি (ঠিকাদার) বলেন, কাউকে বলতে হবেনা, যাকে বলার তিনি বলবেন বলে জানিয়েছিলেন বলে জানান। স্কুলের সভাপতি মোসলেম আলি মালী সিমেন্ট সিম-১ ব্যবহার না করে সিম-২ ব্যবহার করা হয়েছে বলে স্বীকার করেন।
উপজেলা নির্বাহী অফিসার স্বারক নং ৫১.০১.৮৭০১.০০০.১৪.০০৮.১৮.৩৬৬ তাং ১৬/০৯/১৮ পত্রে জানাগেছে, কাজের ঠিকাদার মিসার্স মিলন ট্রেডার্স, কাটিয়া, সাতক্ষীরাকে কার নির্দেশনায় ও কোন প্রািক্রয়ায় প্রকল্পের পাইল ড্রাইভের কাজ সম্পন্ন করা হয়েছে, কখন কোন অবস্থায় পিআইটি টেষ্ট করা হয়েছে, ফলাফল কি, কার নির্দেশনায় পাইলের ক্যাপের ঢালাই করা হয়েছে, সিডিউল কোথায় তা জানাতে বলা হয়েছে। কাজের অনিয়মের বিষয়ে পত্রিকায় খবর প্রকাশিত হওয়া এবং স্থানীয় লোকজনের মোবাইল ও সিমেন্টের ক্যাটাগরি পরিবর্তন, নি¤œমানের রডের ব্যবহারসহ বিভিন্ন অনিয়মের প্রেক্ষিতে কাজ বন্দের জন্য অবহিত করার পরও কর্ণপাত না করার এবং কার্যাদেশের ১নং শর্তাবলী অনুযায়ী কাজ শুরুর পূর্বে পিআইওকে অবহিত করার কথা থাকলেও না করার কারনে কাজ বন্দ রাখতে পত্র বলা হয়েছে। সাথে সাথে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কাজ বন্দ রাখতে বলা হয়েছে। পত্র প্রেরনের পর এলাকাবাসীসহ সকল শ্রেণির মানুষ সন্তুষ্টি প্রকাশ করেছেন। অনিয়ম ও খামখেয়ালীপনা এবং ঔদ্ধত্যপূর্ণ কাজের যথাযথ তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ এবং অনিয়মের মাধ্যমে সম্পাদিত কাজ পুনরায় করার ব্যবস্থা নিতে জোর দাবী জানান হয়েছে।
গৃহবধুকে মারপিট
আশাশুনি উপজেলার কুল্যায় জমি দখলে বাধা দেওয়ায় এক গৃহবধুকে গাছের সাথে বেধে নির্মমভাবে মারধরের অভিযোগ পাওয়া গেছে। গৃহবধুকে আশাশুনি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গুনাকরকাটি গ্রামের রেজাউল গাজীর স্ত্রী রিনা পারভিন জানান, তিনি স্বামীর পৈত্রিক সম্পত্তিতে বিয়ের পর থেকে অন্যদের সাথে বসবাস করে আসছেন। ২০ সেপ্টেম্বর সকাল ৯ টার দিকে দাদপুর গ্রামের আশরাফ উদ্দিনের পুত্র কাজল, লাভলু, বজলু, গুনাকরকাটি গ্রামের মৃত সৈয়দ গাজীর স্ত্রী ছবিরন, মিজানুরের স্ত্রী জাহানারা ও পুত্র রানা শাবল, দা ইত্যাদি নিয়ে তাদের বাড়ির অংশে ঢুকে ঘেরাবেড়া দিয়ে দখলের চেষ্টা করে। বাধা দিলে রিনাকে বেদম মারপিট করে। এক পর্যায়ে তাকে আম গাছের সাথে বেধে বেদম মারপিট করা হয়। এক পর্যায়ে রানা লাঠি দিয়ে আঘাত করতে গেলে তার মার গায়ে লাগে। স্থানীয় লোকজন রিনাকে উদ্ধার করে থানা পুলিশকে দেখিয়ে আশাশুনি হাসপাতালে ভর্তি করে। রিনা পারভিন একা মার খেলেও প্রতিপক্ষের ছবিরনকে আহত দেখিয়ে এ্যাম্বুলেন্সে হাসপাতালে নেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।
ফুটবল টুর্ণামেন্ট
আশাশুনি উপজেলার কাদাকাটিতে ১৬দলীয় মিনি ফুটবল টুনামেন্টে কাদাকাটি চয়ন স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে। শুক্রবার বিকালে হিন্দুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
হিন্দুপাড়া যুব সংঘের আয়োজনে খেলায় টেংরাখালি স্পোটিং ক্লাব ও কাদাকাটি চয়ন স্পোটিং অংশ গ্রহন করে। আক্রমন ও পাল্টা আক্রমনের মধ্য দিয়া অনুষ্ঠিত খেলায় নিধারিত নির্দ্ধারিত সময়ে কোন দল গোল করতে পারেনি। টাইব্রেকারে টেংরাখালি স্পোটিং ক্লাব ২ ও কাদাকাটি চয়ন স্পোটিং ক্লাব ৩ গোল করে। টেংরাখালি গ্রামের বীর মুক্তিযোদ্ধা মনরঞ্জন মন্ডলের সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি হিসাবে খেলা উপভোগ করেন কাদাকাটি ইউনিয়ন আ’লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান দিপংকার কুমার সরকার। বিশেষ অতিথি ছিলেন, কাদাকাটি ইউপির ১২৩ সংরক্ষত মহিলা আসনের মেম্বর শাশ্বতী রানী সরকার,কাদাকাটি ইউনিয়নের ২নং ্য়ার্ডের মেম্বার হরেকৃষ্ণ মন্ডল, ৩নং ্ওয়ার্ডের মেম্বার সঞ্জয় কুমার সরকার, ৭নং ওয়ার্ডের মেম্বার অমৃত কুমার সানা, সাবেক মেম্বার কুমদ রঞ্জন, ৮নং ওয়ার্ডের মেম্বার গোপাল কুমার সানা, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি রুহুল কুদ্দুস, বিপ্লব কুমার রায়, গ্রাম পুলিশ আজিজুল ইসলাম, শহিদুল ইসলাম কাকু প্রমুখ উপস্থিত ছিলেন। খেলা শেষে প্রধান অতিথি চ্যাম্পিয়ন দলকে একটি ফ্রীজ ও বিজীত দলকে একটি কালার টেলিভিশন প্রদান করেন। খেলা পরিচালনা করেন মাসরুফুল আলম সাজু। সহকারি রেফারী ছিলেন শ্যামল রায় ও শাওন। ধারাভাষ্যে ছিলেন, আশাশুনি উপজেলা বঙ্গব›দ্ধু স্মৃতি সংঘের সভাপতি আব্দুস সোহবান। সার্বিক সহযোগিতায় ছিলেন কাদাকাটি হিন্দুপাড়া যুব সংঘের সদস্যবৃন্দ।
কাদাকাটি মোকামখালি স্লুইচ গেটের মুখে পলিভরাট ॥ জলাবদ্ধতার সৃষ্টি
আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়নের মোকামখালি স্লুইচ গেটের মুখে পালিমাটি জমে ঊহৃ হয়ে যাওয়ায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ফলে হাজার হাজার বিঘা জমির চিংড়ীঘের ও আমন ধান চাষ বন্দেও উপক্রম হয়েছে। খালটি পুনঃখননের দাবী জানিয়েছে এলাকাবাসি।
স্লুইস গেটটি এলাকার পানি নিস্কাশনের একমাত্র অবলম্বন। খালটি বর্তমানে তার দু’পাশ ভরতে ভরতে ক্যানেলে পরিণত হয়েছে। কয়েক বছর আগে এ খাল দিয়ে পানি নিস্কাশন হতো। বর্তমানে পলিমাটি ভরাট হয়ে প্রায় সম্পুর্ন ভাবে বন্দ হয়ে গেছে। খাল দিয়ে ইউনিয়নের ২০ গ্রামের পানি নিস্কাশন হয়ে থাকে। কিন্তু বর্তমানে জলাবন্ধতার কারণে পানি নিস্কাশন হচ্ছে না। ডুবে আছে কয়েক হাজার বিঘা ধানের ফসল, চিংড়ী ঘের ও বসত বাড়ি। পানি নিস্কাশন না হলেও প্রতিদিন গেট দিয়ে পানি উঠানোর কারণে পলিমাটি ভরাট হয়ে সম্পূর্ণভাবে বন্দেও উপক্রম হয়েছে। দ্রুত পলি অপসারন না করলে ভয়াবহ আকার ধারণ করতে পারে। একটু ভারি বৃষ্টি হলে চিংড়ী ঘেরগুলি ভেসে যাবে।
এব্যাপারে কাদাকাটি ইউপি চেয়ারম্যান দীপংকর কুমার সরকার জানান, ইউনিয়নের মানুষ এ খালের কারনে খুব ক্ষতিগ্রস্ত হচ্ছে। একটু ভারি বৃষ্টি হলে এলাকা পানি নিস্কাশনের কোন পথ না থাকার কারনে জলাবদ্ধতার সৃষ্টি হয়। চিংড়ী ঘের ও ধানের জমি সহ অনান্য ফসল ডুবে একাকার হয়ে যায়। তাছাড়া নি¤œ এলাকার বসত বাড়ি ডুবে মানুষ ভিটে ছাড়া হয়ে থাকে। কয়েক বছর আগে পানি উন্নয়ন বোর্ড সামান্য কাজ করে ছিল। কিন্তু তেমন কোন লাভ হয়নি। এলাকার মানুষের স্বার্থে সম্পূর্ণ ভাবে পলি অপসারন করে খালটি খননের ব্যবস্থা করা দরকার।
মন্দির ভিত্তিক পাঠাগার স্থাপন
আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়ানের ডুমুরপোতা গ্রামে সার্বজনিন কালি মন্দিরে, মন্দির ভিত্তিক পাঠাগার স্থাপন করা হয়েছে। শুক্রবার সকাল ৯ টায় পাঠাগারের শুভ উদ্বোধন করেন, মন্দির কমিটির সভাপতি তারক চন্দ্র সরদার। এসময় সম্পাদক শ্রীকান্ত মন্ডল, শিক্ষক বিজন বিহারী সরদার, সন্যাসী সরদার, শ্রীকুমার মন্ডল, সনাতন মন্ডল, গৌরপদ মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।
শোক জ্ঞাপন
আশাশুনি প্রেসক্লাবের উপদেষ্টা, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) উপজেলা নেতা, বীর মুক্তিযোদ্ধা রমেশ চন্দ্র বসাকের মৃত্যুতে আশাশুনি প্রেসক্লাবের পক্ষ থেকে শোক জ্ঞাপন করা হয়েছে।
শোক জ্ঞাপন করেছেন, প্রেসক্লাবের উপদেষ্টা একেএম এমদাদুল হক, প্রফেসর সুবোধ চক্রবর্তী, সভাপতি জি এম মুজিবুর রহমান, সহ-সভাপতি আব্দুল আলীম, সাধারণ সম্পাদক জি এম আল-ফারুক, সাবেক সেক্রেটারী এস এম আহসান হাবিব, যুগ্ম সম্পাদক প্রভাষক মাসুদুর রহমান, সাংগঠনিক সম্পাদক সমীর রায়, অর্থ সম্পাদক গোলাম মোস্তফা, দপ্তর সম্পাদক আলী নেওয়াজ, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক সচ্চিদানন্দদে সদয়, ক্রীড়া সম্পাদক এস কে হাসান, প্রকাশনা সম্পাদক প্রভাষক শাহাদাৎ হোসেন টিটল, প্রচার সম্পাদক বাহবুল হাসনাইন বাবুল, নির্বাহী হাবিবুল্লাহ বিলালী, সদস্য হাসান ইকবাল মামুন, গোপাল কুমার মন্ডল, আকাশ হোসেনসহ সকল সাংবাদিকবৃন্দ।
পুকুরে বিষ দিয়ে মাছ নিধন
আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের নওয়াপাড়া গ্রামে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। এতে সহ¯্রাধিক টাকার মাছ মারা গেছে।
নওয়াপাড়া গ্রামে মৃত মাহমুদ আলি গাজীর পুত্র মধু তাদের পুকুরে সাদা মাছের চাষ করে থাকেন। এবছর রুই, কাতলা, সিলভারকার্পসহ বিভিন্ন প্রজাতির সাদা মাছ ছাড়া হয়। বৃহস্পতিবার রাতে কে বা কারা পুকুরে বিষ প্রয়োগ করলে সকল মাছ মারা যায়। সকালে ঘুম থেকে উঠে তারা মাছ ছটফট করে মরে ভাসতে দেখে বিষ প্রয়োগের কথা জানতে পারেন।
শোক র্যালী ও সভা
আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের বেউলা গ্রামের প্রবীণ সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা সদ্য প্রয়াত রমেশ চন্দ্র বসাকের স্মরণে শোক র্যালী ও শোক সভা করা হয়েছে। শনিবার বিকালে বুধহাটায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আসক ফাউন্ডেশনের সহযোগিতায় ও আশাশুনি রিপোর্টার্স ক্লাবের আয়োজনে বুধহাটা বাসস্ট্যান্ড চত্বর থেকে শোক র্যালী বের করা হয়।
র্যালিটি বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় বাসস্ট্যান্ডে পৌছে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রিপোর্টার্স ক্লাব সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ও সিনিয়র সহ-সভাপতি আইয়ুব হোসেন রানার পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক সচ্চিদানন্দদে সদয়, বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফুর সরদার, অবঃ সেনা সদস্য আলহাজ্ব শেখ আছাফুর রহমান। এসময় রিপোর্টার্স ক্লাব সহ সভাপতি সুব্রত দাশ, শেখ বাদশা, সাংগঠনিক সম্পাদক এম এম নুর আলম, অর্থ সম্পাদক মইনুর ইসলাম, সাংবাদিক মাসুম বাবুল, শাহীন আলম, শেখ আছাদুজ্জামান মুকুল, বিএম আলাউদ্দীন, মানবাধিকার সংস্থা আসক ফাউন্ডেশন সভাপতি মহিউদ্দীন মিঠু, সিনিয়র সহ সভপতি শাহ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, মরিরুল ইসলাম, সাধারণ সম্পাদক রাজিব হোসেন, বুধহাটা ইউনিয়ন ছাত্রলীগ সাবেক সেক্রেটারী শামছুর রহমান রাজু প্রমুখ উপস্থিত ছিলেন। আলোচনা সভার শুরুতে প্রয়াত রমেশ চন্দ্র বসাক এর স্মরণে ১মিনিট নীরবতা পালন করা হয়।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ
১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন
‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ বা আয়না। এই আয়নায় সমাজেরবিস্তারিত পড়ুন
আশাশুনিতে পূর্বের বিয়ের তথ্য গোপন করে আবারো অন্যত্র বিয়ে দেয়ার অভিযোগ!
সাতক্ষীরার আশাশুনিতে পূর্ববর্তী বিয়ের তথ্য গোপন করে অধিক লাভ ওবিস্তারিত পড়ুন