সোমবার, নভেম্বর ১৮, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

আরো খবর...

আশাশুনির বিভিন্ন ইউনিয়নে রুহুল হক এমপি’র পথসভা

সাবেক স্বাস্থ্যমন্ত্রী বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এমপি আশাশুনি উপজেলার বিভিন্ন ইউনিয়নে একাধিক পথ সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রেখেছেন।

মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দিনভর পথ সভা অনুষ্ঠিত হয়।

সকালে নলতা থেকে অর্ধ শতাধিক মাইক্রো, ট্রাক, পিকআপ, প্রাইভেট এবং সহস্রাধিক মটর সাইকেলে নেতাকর্মীদের নিয়ে মটর শোভাযাত্রা সহকারে আশাশুনিতে গমন করেন।

আশাশুনিতে প্রবেশ করে প্রথমে আশাশুনি সদরে পথ সভায় মিলিত হন। বেলা ১.৩০ টায় বুধাহাটা বাস স্ট্যান্ড চত্বরে পথ সভা অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন আওমীলীগ সাধারণ সম্পাদক মহম্মদ আলির সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন এমপি রুহুল হক। বিশেষ অতিথি ছিলেন ও বক্তব্য রাখেন, সাবেক এমপি আলহাজ ডা. মোখলেছুর রহমান, পুলিশ পরিদর্শক (ওসি) বিপ্লব কুমার দেবনাথ, খাজরা ইউপি চেয়ারম্যান আলহাজ শাহ নেওয়াজ ডালিম, এমপি প্রতিনিধি শম্ভুুজিৎ মন্ডল প্রমুখ।

উপজেলা স্বাধীনতা শিক্ষক পরিষদের সভাপতি প্রভাষক মাহবুবুল হক ডাবলুর সঞ্চালনায় অনুষ্ঠানে আ.লীগ নেতা জলিল উদ্দিন ঢালী, যুবলীগ নেতা নুরুজ্জামান জুলু, মেম্বার রেজওয়ান আলি প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে প্রধান অতিথি জেলা পরিষদের সদস্য দেলোয়ার হোসাইনের নেতৃত্বে গুনাকরকাটি কামিল মাদারাসা চত্বরের পথ সভায়, কাদাকাটি হাজীরহাট চত্বর ও দরগাহপুর ফুটবল মাঠে পথ সভায় অংশ নেন।

এসময় প্রধান অতিথি সরকারের বিভিন্ন কর্মকান্ড তুলে ধরে এবং বিগত দিনে বিএনপি-জামাতের নাশকতা-সস্ত্রাসী কর্মকান্ডের চিত্র তুলে ধরে বিস্তারিত বক্তব্য রাখেন। আগামী নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিতে তিনি সকলের প্রতি আহবান জানান।

আগরদাড়িতে উঠান বৈঠক

আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের আগরদাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সরকারের উন্নয়ন তুলে ধরে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকালে কুল্যা ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা আওয়ামীলীগের সদস্য ও ইউপি সদস্য আলমগীর হোসেন আঙ্গুরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এ বি এম মোস্তাকিম।

উপজেলা আ.লীগ সাংগঠনিক সম্পাদক সাংবাদিক আব্দুস সামাদ বাচ্চুর সঞ্চালনায় স্কুল মাঠ পেরিয়ে সড়ক ভরা হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ দর্শকের উপস্থিতিতে উঠান বৈঠকে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আ’লীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম মোল্যা, ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল, উপজেলা কৃষকলীগ সভাপতি স ম সেলিম রেজা সেলিম, উপজেলা ছাত্রলীগ সভাপতি আসমাউল হোসাইন, ওমর সাকি পলাশ, শাহিনুর ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। এছাড়া আলহাজ¦ ডাঃ গাউসুল হক, প্রফেসর আ. আলিম, মেম্বার উত্তম কুমার দাশ, জগদীশ সানা, এড. দেবাশীষ মুখার্জী, বিমল কৃষ্ণ গাইন, যুবলীগ নেতা সাংবাদিক এম এম সাহেব আলি, বড়দল ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি নাহিদ রানা বাবু, যুবলীগ নেতা ইজদান আলি, শ্রমিকলীগ নেতা হাতেম আলি প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরে বিগত দিনে বিএনপি-জামাতের নৈরাজ্যকর ও সন্ত্রাসী কর্মকান্ডের বর্ণনা দিয়ে বক্তব্য রাখেন।

তিনি বলেন, গরীব মানুষের দুঃখ লাঘবে বিনামূল্যে বই বিতরণ, হাজার কোটি টাকা ভর্তূকি দিয়ে কৃষকের নাগালে সার পৌছে দেওয়া, স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ, কৃষিসহ সকল ক্ষেত্রে উন্নয়ন সাধন করা হয়েছে। কিন্তু কিছু স্বার্থান্বেষী নেতা সরকারে অসহায় গরীবদের জন্য দেওয়া ঘর প্রদানের লিষ্ট করার নামে টাকা হাতিয়ে নিয়ে সরকারের ভাবমূর্তি নষ্টের কাজ করে যাচ্ছে। এর সাথে জগিতদের প্রতি তিনি হুশিয়ারি উচ্চারণ করেন। কোন নিরিহ মানুষ বা সাধারণ মানুষের উপর পুলিশী হয়রানী হতে দেবেন না বলে আশ্বাস দিয়ে আগামী নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে শেখ হাসিনার সরকারকে ক্ষমতায় অধিষ্ঠিত করে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলের প্রতি আহবান জানান।

মহিষাডাঙ্গায় সাংস্কৃতিক অনুষ্ঠান

আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের মহিষাডাঙ্গায় বিশ^কর্মা পূজা উপলক্ষে দু’দিনের সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মহিষাডাঙ্গা আঞ্চলিক ইমারত নির্মান শ্রমিক সংঘের আয়োজনে মহিষাডাঙ্গা বাজারে বিশ্বকর্মা পূজার পাশাপাশি কবিগান, যাত্রানুষ্ঠান ও আলোচনা সভা করা হয়। বীর মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি এ বি এম মোস্তাকিম।
বিশেষ অতিথি ছিলেন সংঘের প্রধান উপদেষ্টা প্রফেসর হিরুলাল সরকার, ইমারত নির্মান শ্রমিক ইউনিয়ন বুধহাটার সভাপতি সুলতান আহমেদ, সেক্রেটারী দিদারুল ইসলাম খোকন, মহিষাডাঙ্গা আঞ্চলিক ইমারত নির্মান শ্রমিক সংঘের সভাপতি সুরঞ্জন কুমার বাছাড়, সাধারণ সম্পাদক শংকর সরকার।
সোমবার একই মঞ্চে কবিগান অনুষ্ঠিত হয়। কবিয়াল ছিলেন মনোরঞ্জন সরকার ও অঞ্জন সরকার।
মঙ্গলবার রাতে যাত্রাপালা অনুষ্ঠিত হয়।

মহিষাডাঙ্গা তরুন নাট্য সংস্থার শিল্পীবৃন্দ যাত্রা পালা “জোড়াদীঘির চৌধুরী পরিবার” মঞ্চস্থ করেন। শ্রেষ্ঠাংশে ছিলেন দেবব্রত বিশ্বাস দেবু ও বাসন্তি সাহা।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে

সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ বা আয়না। এই আয়নায় সমাজেরবিস্তারিত পড়ুন

আশাশুনিতে পূর্বের বিয়ের তথ্য গোপন করে আবারো অন্যত্র বিয়ে দেয়ার অভিযোগ!

সাতক্ষীরার আশাশুনিতে পূর্ববর্তী বিয়ের তথ্য গোপন করে অধিক লাভ ওবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৩, ইয়াবা-ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ৩৭, গাঁজা উদ্ধার
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ২৪ ।। ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা উদ্ধার
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৯ ।। ইয়াবা-ফেন্সিডিল উদ্ধার
  • পরিশ্রম আর ইচ্ছাশক্তিতে গ্যারেজে কাজে করে পড়ালেখা কলারোয়ার মোশাররফের
  • সাতক্ষীরায় জেলা ব্যাপী গ্রেফতার ১৯ ।। ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • ‘ক্লিন সাতক্ষীরা, গ্রীন সাতক্ষীরা’র যাত্রা শুরু : জেলা প্রশাসকের সংবাদ সম্মেলন
  • আশাশুনি সরকারি কলেজ অধ্যক্ষের ওপর হামলার ঘটনায় আটক-২
  • আশাশুনির শোভনালীতে বিনামূল্যে মশার কয়েল বিতরণ
  • সাতক্ষীরা জেলাব্যাপী মাদক গ্রেফতার ১৯, ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • আশাশুনিতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
  • সাতক্ষীরায় পাউবো’র প্রায় ২৫০ কিলোমিটার বেড়িবাঁধ ঝুকিপূর্ন ॥ হুমকির মুখে উপকূলীয় জনপদ