রবিবার, নভেম্বর ১৭, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

আরো খবর...

তালায় পরকীয়া প্রেমের জের ধরে গৃবধূর আত্মহত্যা

পরকিয়া প্রেমের জের ধরে সাতক্ষীরার তালার পল্লীতে বিষপানে আত্মহত্যা করেছে অনিতা সরদার (৩৩) নামে এক গৃহবধু। সে তালা উপজেলার রায়পুর গ্রামের তপন সরদারের স্ত্রী।

পারিবারিক সূত্র জানায়- একই এলাকার রবীন্দ্র নাথ মন্ডলের ছেলে পলাশ মন্ডল’র (৩৭) সাথে দীর্ঘ দিন যাবৎ প্রেমজ সম্পর্ক চলে আসছিল। বাড়িতে স্বামীর অনুপস্থিতিতে প্রায়ই তারা মিলিত হত গোপন অভিসারে।
এক পর্যায়ে বিষয়টি তার স্বামীসহ স্বজনরা জানতে পারলে তাদের মধ্যে কলহ সৃষ্টি হয়। এর সূত্র ধরে গত বুধবার স্বামী বাড়িতে না থাকায় বিকেল আনুমানিক ৪ টার দিকে অনিতা ঘরে রক্ষিত কীটনাশক পান করে। প্রথমে তাকে উদ্ধার করে কপিলমুনি ও পরে তালা হাসপাতালে নেয়ার পথিমধ্যে তার মৃত্যু হয়।
এরপর স্বজনরা তার লাশ নিয়ে রায়পুর তাদের বাড়িতে নেয়। পরের দিন বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে তালা থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

তালা থানার ওসি মেহেদী রাসেল বিষয়টি নিশ্চিত করে বলেন- এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

সভাপতিকে চরিত্রহীন-অছাত্র আখ্যা দিয়ে সরকারি কলেজ ছাত্রদলের ৩১নেতা-কর্মীর সংবাদ সম্মেলন

তালা সরকারি কলেজ ছাত্র দলের নবগঠিত বিতর্কিত কমিটির সভাপতিকে চরিত্রহীণ ও অছাত্র আখ্যা দিয়ে বৃহস্পতিবার বিকেলে তালা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন সংশ্লিষ্ট ২১ সদস্যের কমিটির ১৪ জনসহ ছাত্র দলের ৩১ জন নেতা-কর্মী।
তালা সরকারি কলেজ ছাত্র দলের সাধারণ সম্পাদক শেখ সিদ্দিক হোসেন ছাত্র দলের পক্ষে তার লিখিত বক্তব্যে বলেন- সাতক্ষীরা জেলা ছাত্রদলের মৌখিক নির্দেশে ১০/১২ আগষ্ট তালা উপজেলা ছাত্রদল তালা সরকারী কলেজ ও পাটকেলঘাটা হারুণ অর রশীদ কলেজ শাখা ছাত্রদলের কমিটির খসড়া প্রস্তুত করে তা উপজেলা বিএনপি’র সভাপতি ও সাধারণ সম্পাদক’র যৌথ সমন্বয়ে দু’টি কমিটির পূর্ণাঙ্গ তালিকা গত ২৫ আগস্ট জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের নিকট জমা দেন। ৩/৪ দিনের মধ্যে কলেজের দু’টির কমিটি অনুমোদিত হয়ে ১টি পাটকেলঘাটা কলেজ কমিটির তালিকা প্রকাশিত হয় এবং অপরটি তালা সরকারী কলেজ কমিটি অজ্ঞাত কারনে জেলা ছাত্রদল আটকে রাখে। এর ৭ দিন পর বহু বিতর্কিত চরিত্রহীণ ও অছাত্র মোঃ নাজমুল খানকে সভাপতি করে ২১ সদস্য বিশিষ্ট একটি বিতর্কিত কমিটি প্রকাশ করেন। যার সভাপতি,সহ-সভাপতি এবং সাংগঠনিক সম্পাদক কলেজ এবং উপজেলা কিংবা তাদের স্ব স্ব ইউনিয়ন ছাত্রদলের রাজনৈতিক কোন কর্মকান্ডের সঙ্গে কখনো সম্পৃক্ত নয়।

তিনি তার লিখিত বক্তব্যে ছাত্রদলের গঠন তন্ত্রের উদ্বৃতি দিয়ে বিতর্কিত কমিটির সভাপতি খান নাজমূল ইসলামকে বিকৃত ও চরিত্রহীন উল্লেখ করে বলেন,সম্প্রতি জনৈকা মহিলা দারোগা বিয়ে ও স্ত্রীর মর্যাদার দাবিতে তার বাড়িতে এসে ১৮ ঘন্টা অবস্থান করেন। যা ঐসময় বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকায় প্রকাশিত হয়। জনৈকা এক চাচাতো বোনকে নিয়েও ঘটে একই ঘটে।

এছাড়া প্রায়ই তাকে মটর সাইকেলে করে সুন্দরী নারীদের নিয়ে ঘুরে বেড়াতে দেখা যায়। এছাড়া বিগত ১৫-১৬ মাসের মধ্যে তাকে কখনও তালা সরকারী কলেজ ক্যাম্পাসে দেখা যায়নি। কলেজ ছাত্র রাজনীতির প্রধান শর্ত ছাত্রত্ব হলেও নাজমুলের শিক্ষা সেশনও শেষ হয়েে গছে। এমন পরিস্থিতিতে বিতর্কিত কমিটি বাতিলের দাবিতে ২১ সদস্য বিশিষ্ট কমিটির ১৪ জনসহ ৩১ জন নেতা-কর্র্মী ৭ দিনের আল্টিমেটাম দিয়ে জেলা ছাত্র দল বরাবর একটি অভিযোগ করেন।

যার অনুলিপি প্রদান করে উপজেলা বিএনপি’র সভাপতি ও সাধারণ সম্পাদকের বরাবর। এতকিছুর পরও কমিটি পরিবর্তনে জেলা ছাত্রদল ও উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ কোন ধরনের পদক্ষেপ না নেওয়ায় তারা বিতর্কিত কমিটিকে অবাঞ্ছিত ও কমিটি থেকে নিজেদের স্থায়ী পদত্যাগের ঘোষণা দেয়া হয়।

সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠা ও জঙ্গীবাদ নিরসনে মতবিনিময় সভা

সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে পরিষদের সদস্যদের সাথে সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠা ও জঙ্গীবাদ নিরসনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার সকালে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচীর আয়োজনে এবং ইউএনইউমেন এর সহায়তায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইসলামকাটি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সঞ্জয় কুমার দে।
ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচী প্রোগ্রাম অর্গানাইজার মোরশেদা আক্তারের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সুভাষ সেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাকের জেলা কর্মকর্তা হুমায়ুন কবীর এবং তালা প্রেসক্লাবের সহ-সম্পাদক সব্যসাচী মজুমদার বাপ্পী।
সভায় ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, ইমামসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে

সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ বা আয়না। এই আয়নায় সমাজেরবিস্তারিত পড়ুন

তালায় ইউএনও’র প্রেরণায় গার্লস হাইস্কুলে ডেইলি স্টার কর্নার চালু

তালা উপজেলা নির্বাহী অফিসার ইউএনও’র অনুপ্রেরণায় শহীদ আলী আহম্মেদ বালিকাবিস্তারিত পড়ুন

  • আশাশুনিতে পূর্বের বিয়ের তথ্য গোপন করে আবারো অন্যত্র বিয়ে দেয়ার অভিযোগ!
  • তালায় পেশা হারিয়ে বেকারত্বে ভুগছেন কপোতাক্ষ পাড়ের জেলে সম্প্রদায়
  • তালায় পূজা উদযাপন পরিষদের নেতাকে জড়িয়ে কুৎসা রটনার অভিযোগ!
  • তালায় সাবেক ব্যাংক কর্মকর্তার মৃত্যু
  • তালায় ইসলামী ব্যাংক স্কুল ব্যাংকিং ক্যাম্পইন অনুষ্ঠিত
  • তালায় প্রতিপক্ষের দায়ের কোপে একজন আহত॥ সাতক্ষীরা হাসপাতালে ভর্তি
  • পরিকল্পিত মামলায় তালার বারবার নির্বাচিত ইউপি সদস্য নিমাই সানা পালিয়ে বেড়াচ্ছেন!
  • বৃষ্টি হলেই ছাদ চুইয়ে পানি পড়ে তালার তেঁতুলিয়া শাহী জামে মসজিদে
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৩, ইয়াবা-ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • পাটকেলঘাটা মডেল হিসাবে জেলায় কাজ করবে: সাতক্ষীরা জেলা প্রশাসক
  • তালার জিয়ালা গ্রামকে শহরে রূপান্তরের ঘোষণা জেলা প্রশাসকের
  • তালায় ডেঙ্গু প্রতিরোধে মতবিনিময় সভা