সোমবার, নভেম্বর ২৫, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

তালার কুমিরা গার্লস হাইস্কুল ভবনের ছাদ ধসে দুর্ঘটনার শঙ্কা

তালা উপজেলার ঐতিহ্যবাহী নারী শিক্ষা প্রতিষ্ঠান কুমিরা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়টি এখন পাঠদানের অনুপযুক্ত হয়ে পড়েছে। ভবনের ছাদ ধসে পড়ায় এবং অব্যাহত থাকায় অজানা দুর্ঘটনার আশঙ্কায় প্রতিনিয়ত শিক্ষাগ্রহণ করে আসছে এ প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীরা।

জানা যায়, নারী শিক্ষায় দুরাবস্থা দেখে তাদেরকে শিক্ষিত করার মনমানসিকতা থেকে ১৯৭০ সালে প্রতিষ্ঠান তৈরীর উদ্যোগ নেন তৎকালীন সাতক্ষীরার আলোক উজ্জলময় ব্যক্তিত্ব সাতক্ষীরা থেকে প্রথম প্রকাশিত কাফেলা পত্রিকার সম্পাদক বিশিষ্ট শিক্ষানুরাগী মরহুম আব্দুল মোতালেব। তার হাত ধরেই এ এলাকার গুণীজনদের নিয়ে গড়ে ওঠে নারী শিক্ষা প্রতিষ্ঠানটি। নানা চড়াই উৎরাই পেরিয়ে আর শিক্ষকদের পাঠদানের আন্তরিক প্রচেষ্ঠায় উপজেলার নারী শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে বেশ সুনামের সাথে কার্যক্রম পরিচালনা করে আসছে প্রতিষ্ঠানটি। প্রতিবছর এখান থেকে অসংখ্য ছাত্রীরা ভালো ফলাফল অর্জন করে দেশের বিভিন্ন প্রান্তে সরকারী বেসরকারী কাজে অংশগ্রহণ করছে।

১৯৯৩ সাল থেকে মাধ্যমিক শিক্ষাস্তর পর্যন্ত সকল পাবলিক পরীক্ষার কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। শিক্ষক কর্মচারী সহ সবমিলিয়ে ৩০ জন দক্ষ ব্যক্তিত্ব এখানে নিরলস শ্রম দিয়ে আসছেন। দীর্ঘ প্রাচীন প্রতিষ্ঠান হওয়ায় বিল্ডিংগুলো জরাজীর্ণ হয়ে বেহাল দশায় পরিণত হয়েছে প্রায় ১ দশক। বিভিন্ন সময় সংস্কারের ছোয়া লাগালেও বর্তমানে খুটির জোর ধরে রাখা একেবারেই অসম্ভব হয়ে পড়েছে।

সরেজমিনে দেখা যায়, ভবনের বিভিন্ন স্থান থেকে ছাদ ধসে পড়ছে। রডগুলো একেবারেই বেরিয়ে বাকিটুকু ধসে পড়ার আশঙ্কা প্রকাশ করছেন শিক্ষকমন্ডলী ও ছাত্রীবৃন্দ। প্রতিষ্ঠানের ৬ শতাধিক ছাত্রীরা দিনের ৬/৭ ঘন্টা শ্রেণী ক্েক্ষ পাঠদান প্রতিনিয়ত হওয়ায় জীবন হানির মতো দুর্ঘটনা বিরাজমান সকলের মাঝে। মাস দুয়েক পরেই তাদের পুরো বছরের অর্জিত জ্ঞান দিয়ে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। এসময়টিতে পাঠদানে বেশি মনোযোগী হওয়ার কথা থাকলেও অনেক অভিভাবক দুর্ঘটনার আশঙ্কায় তাদের কোমলমতি শিক্ষার্থীগণ তাদের মেয়েকে স্কুলে পাঠাতে ভয় পাচ্ছেন।
বিষয়টি বিদ্যালয়ের পরিচালনা পরিষদ সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ নতুন ভবন নির্মাণের প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন বলে জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতম কুমার দাশ। তিনি আরও জানান, আয়ের কোনো উৎস না থাকায় এবং নারী প্রতিষ্ঠান হওয়ায় নিজস্ব অর্থায়নে বিল্ডিং নির্মাণ একেবারেই অসম্ভব। বিদ্যালয়ের পরিচালনা পরিষদ আন্তরিক হওয়ায় এমনকি এই আসনের সুযোগ্য এমপি মহোদয় এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ সরেজমিনে বিদ্যালয় পরিদর্শন করেছেন এবং অতিদ্রুত নতুন ভবন নির্মাণের জোরালো দাবি বাস্তবায়নের আশ্বাস ব্যক্ত করেছেন।

এ বিষয়ে বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার জানান, বিদ্যালয় ভবনের দুরাবস্থা অত্যন্ত নাজুক। নতুন ভবন নির্মাণের জোরালো দাবিটি সকলের সমন্বয়ে অতিদ্রুত বাস্তবায়নের জোর প্রচেষ্ঠা অব্যাহত রেখেছি। বিদ্যালয়ের নতুন ভবনের কথা মাথায় রেখে কাজ চালিয়ে যাচ্ছি বলে জানান, তালা-কলারোয়া আসনের সংসদ সদস্য এ্যাড. মুস্তফা লূৎফুল্লাহ।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে

সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ বা আয়না। এই আয়নায় সমাজেরবিস্তারিত পড়ুন

তালায় ইউএনও’র প্রেরণায় গার্লস হাইস্কুলে ডেইলি স্টার কর্নার চালু

তালা উপজেলা নির্বাহী অফিসার ইউএনও’র অনুপ্রেরণায় শহীদ আলী আহম্মেদ বালিকাবিস্তারিত পড়ুন

  • আশাশুনিতে পূর্বের বিয়ের তথ্য গোপন করে আবারো অন্যত্র বিয়ে দেয়ার অভিযোগ!
  • তালায় পেশা হারিয়ে বেকারত্বে ভুগছেন কপোতাক্ষ পাড়ের জেলে সম্প্রদায়
  • তালায় পূজা উদযাপন পরিষদের নেতাকে জড়িয়ে কুৎসা রটনার অভিযোগ!
  • তালায় সাবেক ব্যাংক কর্মকর্তার মৃত্যু
  • তালায় ইসলামী ব্যাংক স্কুল ব্যাংকিং ক্যাম্পইন অনুষ্ঠিত
  • তালায় প্রতিপক্ষের দায়ের কোপে একজন আহত॥ সাতক্ষীরা হাসপাতালে ভর্তি
  • পরিকল্পিত মামলায় তালার বারবার নির্বাচিত ইউপি সদস্য নিমাই সানা পালিয়ে বেড়াচ্ছেন!
  • বৃষ্টি হলেই ছাদ চুইয়ে পানি পড়ে তালার তেঁতুলিয়া শাহী জামে মসজিদে
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৩, ইয়াবা-ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • পাটকেলঘাটা মডেল হিসাবে জেলায় কাজ করবে: সাতক্ষীরা জেলা প্রশাসক
  • তালার জিয়ালা গ্রামকে শহরে রূপান্তরের ঘোষণা জেলা প্রশাসকের
  • তালায় ডেঙ্গু প্রতিরোধে মতবিনিময় সভা