আরো খবর...
কালিগঞ্জে চেয়ারম্যান হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার
কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউপির চেয়ারম্যান কেএম মোশাররফ হোসেনকে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে।
নিহতের মেয়ে সাদিয়া ইসলাম বাদী হয়ে রোববার রাতে কালিগঞ্জ থানায় মামলাটি করেন।
মামলায় ১৯ জনের নাম উল্লেখ ও ২০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
এদিকে মামলার পর রাতেই অভিযান চালিয়ে এজাহার নামীয় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেফতাররা হলো- মোজাফফর হোসেন ও লাল্টু।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)হাসান হাফিজুর রহমান জানান- চেয়ারম্যান হত্যা মামলার আসামীদের গ্রেফতারের জন্য মাঠে নেমেছে পুলিশ। অতি দ্রুত সকল আসামীদেরকে গ্রেফতার করে মামলার রহস্য উন্মোচন করবে পুলিশ।
উল্লেখ্য, শনিবার রাত পৌনে ১১টার দিকে কৃষ্ণনগর বাজারে যুবলীগ অফিসের সামনে চেয়ারম্যান কেএম মোশারফ হোসেনকে গুলি করে দুর্বৃত্তরা। এরপর তারা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান চেয়ারম্যান কেএম মোশারফ হোসেন।
মেল এনগেজমেন্ট অধিবেশনের সমাপনী
গত ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ ইং তারিখ রবিবার বেলা ০৩.৩০ ঘটিকায় জে-ার কম্পোনেণ্ট সুশীলনের বাস্তবায়নে ইউএসআইডি’র খাদ্য নিরাপত্তা উন্নয়ন কার্যক্রম-নবযাত্রা প্রকল্পের অর্থায়নে ভাড়াশিমলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কামদেবপুর পুরুষের সম্পৃক্তকরণ দলের “পারিবারিক কল্যাণ ও সমৃদ্ধিতে পুরুষের সম্পৃক্তকরণ অধিবেশনের সমাপনী অনুষ্ঠান” এর আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাড়াশিমলা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য জনাব মোঃ সামসুর রহমান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাড়াশিমলা গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি জনাব মোঃ রুহুল আমিন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভাড়াশিমলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ ওবাইদুর রহমান, ইউপি সদস্য জনাব মনোয়ারা খাতুন, আঃ খালেক, রেজাউল ইসলাম, ইমাম সাইফুল ইসলাম, অন্যান্য কম্পোনেণ্ট এর প্রতিনিধিগণসহ কামদেবপুর মেল এনগেজমেন্ট দলের সদস্যগণ।
সমাপনী অনুষ্ঠানে মেল এনগেজমেণ্ট প্রশিক্ষণ দলের সদস্যগণ এবং আমন্ত্রিত অতিথিরা প্রশিক্ষণের ১১ টি অধিবেশনের শিখন ও ব্যক্তিগত জীবনে চর্চার অভিজ্ঞতা বিনিময় করেন। অভিজ্ঞতা বিনিময় শেষে অতিথিবৃন্দ সফলভাবে প্রশিক্ষণ সমাপ্তকারী দম্পত্তির মাঝে সম্মাননাসরুপ সনদ প্রদান করেন। সনদ প্রদানের পর প্রধান অতিথি সকল অংশগ্রহনকারীকে পরিবারের কল্যাণ ও সমৃদ্ধির জন্য শপথপাঠ করান। প্রধান অতিথি অংশগ্রহনকারী প্রশিক্ষণ গ্রহনকারী দম্পত্তির উদ্দেশ্যে বলেন প্রশিক্ষনের বিষয়গুলি নিজেদের জীবনে কাজে লাগিয়ে পরিবারের উন্নয়নের চেষ্টা করতে হবে। শিখনগুলো নিজেদের মধ্যে সীমাবদ্ধ না রেখে সকলের মাঝে বিলিয়ে দিতে হবে তাহলে এই প্রশিক্ষণের সফলতা বজায় থাকবে।
অনুষ্ঠানের সভাপতি সামসুর রহমান সকলের সুস্বাস্থ্য কামনা করে এবং এধরনের অনুষ্ঠানের আয়োজন করায় নবযাত্রাকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
চারা বিতরণ
সাতক্ষীরার কালিগঞ্জে বে-সরকারি উন্নয়ন সংস্থা সুশীলনের আয়োজনে ও বাস্তবায়নে ৮ শ ৫০ টি বিভিন্ন প্রজাতির চারা বিতরণ করা হয়েছে।
সঞ্চয় ও ঋনদান কর্মসূচীর আওতায় রিজার্ভ তহবিলের মাধ্যমে দলীয় সদস্যদের মধ্যে সোমবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১ টায় সুশীলন কার্যালয়ে উপ-পরিচালক মোস্তফা আক্তারুজ্জামান পল্টু’র সভাপতিত্বে ফলজ ও বনজ চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বন বিভাগের কালিগঞ্জ উপজেলা কর্মকর্তা আওছাফুর রহমান।
সুশীলনের এরিয়া ম্যানেজার রিয়াজুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাংবাদিক সমিতি কালিগঞ্জ শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন, উপজেলা কৃষি উপ সহকারি কর্মকর্তা শ্যামল কুমার মন্ডল, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এস এম আহম্মাদ উল্যাহ বাচ্ছু, সুশীলনের অফিস সহকারী অমল কুমার, শুভ সকালের উপজেলা সভানেত্রী রুমানা খানম, ইছামতি মহিলা সমিতির সম্পাদিকা শাহানারা পারভীন ও নুরুন্নাহার প্রমুখ।
সুশীলন প্রতি বছরের ন্যায় এবছরও পৃথক ১১ টি শাখা অফিসের মাধ্যমে ৫ হাজার ৩ শ ফলজ ও বনজ চারা বিতরন করা হবে।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ
১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন
‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ বা আয়না। এই আয়নায় সমাজেরবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৩, ইয়াবা-ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
সাতক্ষীরা জেলা ব্যাপী পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে মাদক মামলারবিস্তারিত পড়ুন