বেনাপোলের ভয়াবহ যানজট নিরসনে ফুটপথ অবমুক্ত
বেনাপোলের ভয়াবহ যানজট নিরশনে দু’দিনের অব্যর্থ অভিযানে ফুটপথ অবমুক্ত করলেন নাভারন হাইওয়ে ফাঁড়ি পুলিশের ইনচার্জ পলিটন মিয়া। বিগত কয়েক বছর ধরে বেনাপোলের ফুটপথগুলো দখল করে থাকা ক্ষুদ্র ব্যবসায়ীদের দোকানঘরগুলো উচ্ছেদ করে সাধারণ জনগণের ভালোবাসা অর্জণ করলেও কতদিন তা বলবৎ রাখতে পারবেন বলে সঙ্কা প্রকাশ করেন স্থানীয় জনতা।
রবি ও সোমবার দু’দিনের কায়িক পরিশ্রমের মাধ্যমে হাইওয়ে ফাঁড়ি পুলিশ বেনাপোল বাজার এলাকায় অভিযান চালিয়ে ফুটপথের সকল দোকানঘর উচ্ছেদ করেন।
স্থানীয়রা জানান, বেনাপোল বাজারে ফুটপথ দখল করে থাকা ক্ষুদ্র ব্যবসায়ীরা একদিকে যেমন এখানে দোকানঘর বসিয়ে উপার্যিত অর্থ দিয়ে পরিবার পরিজন নিয়ে দিনাতিপাত করছিলো। অপরদিকে বাজারের দু’ধারে শাক-সব্জিসহ বিভিন্ন ধরণের নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি বিক্রি করায় ফুটপথসহ রাস্তার দু’ধার সকল সময় ভ্যান, ইজিবাইক দাড়িয়ে থাকাসহ ক্রেতাদের চলাচলে ভয়াবহ যানজটের সৃষ্টি হতো। তাতে স্কুল, কলেজের ছাত্রছাত্রীদের যাতায়াতসহ সকল ধরণের যানবাহন চলাচলে নানা ধরণের বিঘœতার সৃষ্টি হতো। প্রতিনিয়ত ঘটত ছোটখাট থেকে বড় ধরণের দূর্ঘটনা। তবে বেনাপোল বাজার নিয়ন্ত্রকদের কাছে বাজারের আয়তন বাড়িয়ে এ সকল উচ্ছেদ হওয়া ক্ষুদ্র ব্যবসায়ীদের স্থান করে দেওয়ারও আশাবাদ ব্যক্ত করেন স্থানীয় জনতা।
এ বিষয়ে নাভারন হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ পলিটন মিয়া বলেন দীর্ঘদিন ধরে ব্যস্ততম নগরী বেনাপোল বাজারের ফুটপথগুলো দখল করে থাকা কিছু ক্ষুদ্র ব্যবসায়ীর কারণে প্রতিনিয়ত এখানে যানজটের সৃষ্টি হয়। তাতে স্কুল কলেজগামী ছাত্রছাত্রীদের চলাচলে একদিকে যেমন ভয়াবহ রুপ ধারণ করে, অপরদিকে বেনাপোল বাজারটি দেশের বৃহত্তম স্থলবন্দর এলাকা হওয়ায় আমদানি –রফতানিবাহী যান চলাচলে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়। সেকারণে ফুটপথ অবমুক্ত করা হয়েছে। যা ভবিষ্যতে চলমান থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ
১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন
বেনাপোলে নৌ-পরিবহন প্রতিমন্ত্রীর বৈঠক বর্জন করলো সাংবাদিকরা
বেনাপোল স্থলবন্দর আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের দ্বিতীয়তলায় নৌ-পরিবহন প্রতিমন্ত্রী ও স্থলবিস্তারিত পড়ুন
ঝিকরগাছায় বাস চাপায় মোটরসাইকেল আরোহী শিশুসহ দু’জন নিহত
যশোরে বাস চাপায় এক শিশু ও এক মোটসাইকেল আরোহীর মৃত্যুবিস্তারিত পড়ুন