রবিবার, নভেম্বর ১৭, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

আরো খবর...

পরিবেশ বিপর্যয় ও জলাবদ্ধতা নিরসনে মতবিনিময় সভা

সাতক্ষীরার তালা উত্তরণ আইডিআরটিতে বৃহস্পতিবার সকালে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলের জলাবদ্ধতা জনিত পরিবেশ প্রতিবেশের বিপর্যয়ের প্রেক্ষিতে সরকার গৃহিত পানি ব্যবস্থাপনা প্রকল্প দ্রুত বাস্তবায়ন বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উত্তরণ পরিচালক শহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ।

বে-সরকারী সংস্থা উত্তরণের আয়োজনে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীন, তালা থানার অফিসার ইনচার্জ মোঃ মেহেদী রাসেল, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নেছা খানম এবং কেন্দ্রীয় পানি কমিটির সভাপতি অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলাম।

সভায় মাল্টিমিডিয়ার মাধ্যমে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক হাসেম আলী ফকির এবং প্রকল্প সর্ম্পকে অবহিত করেন উত্তরণের প্রকল্প কর্মকর্তা জাহিন শামস সাক্ষর।

এ সময় তালা শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এনামুল ইসলাম, কপিলমুনি ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়ার্দ্দার, নগরঘাটা ইউপি চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান লিপু, সাংবাদিক মিজানুর রহমান, ইয়ারব হোসেন, কাজী শহিদুক হক রাজু, তালা প্রেসক্লাবের সভাপতি ও জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক প্রভাষক প্রণব ঘোষ বাবলু, তালা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আলাউদ্দিন জোয়ার্দার, সাবেক ইউপি চেয়ারম্যান সরদার ঈমান আলী, উপজেলা পানি কমিটির সভাপতি এম ময়নুল ইসলাম, সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান,অচিন্ত্য সাহা, সেখ ইয়াকুব আলী, মোঃ সফিকুল ইসলাম, নুরুল হুদা, শেখ সাদেক হোসেন, শহীদুল ইসলাম, মঞ্জুয়ারা খালেক, গুলশান আরা, তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরদার মশিয়ার রহমান, তালা সদরের প্যানেল চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, অধ্যক্ষ রামপ্রসাদ দাশ, সাংবাদিক আশরাফ আলী, গাজী জাহিদুর রহমান, আলাউদ্দীন সোহাগ, মোঃ আব্দুল আজিজ, খায়রুল ইসলাম, মিজানুর রহমান, বিকাশ, উত্তরণ কর্মকর্তা দিলীপ কুমার সানা, নাজমা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে কেন্দ্রীয় পানি কমিটির এক সভা তালা উত্তরণ আইডিআরটিতে অনুষ্ঠিত হয়।

সভায় সরকার গৃহিত পানি ব্যবস্থাপনা প্রকল্প দ্রুত বাস্তবায়নের জন্য উপজেলা পানি কমিটি ভিত্তিক পরিকল্পনা গ্রহণ করা হয়।

এক ব্যক্তিতে পিটিয়ে জখম

সাতক্ষীরার তালা উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে বালিয়া আমতলা বিলে অজিয়ার গ্রাজীকে (৪৭) পিটিয়ে জখম করেছে একই এলাকার আহাদ আলী গাজী গংরা। এঘটনায় গতকাল অজিয়ার গাজী বাদী হয়ে তালা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে। ঘটনাটি ঘটেছে গত ২৬ শে আগষ্ট রাত ১২টার দিকে।
আহত অজিয়ার গুরুতর আহত অবস্থায় তালা হাসপাতালে ভর্তি রয়েছে।

লিখিত অভিযোগে জানা যায়- উপজেলার বালিয়া গ্রামের মৃত সায়েদ আলী গাজীর ছেলে অজিয়ার গাজী আমতলা বিলে দীর্ঘদিন ধরে মৎস্য ঘের করে আসছিল। ঘের সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে একই এলাকার মৃত আরমান গাজীর ছেলে আহাদ আলী গাজী(৪৫), আহাদ আলী গাজীর ছেলে জাহিদুল গাজী (২২) মৃত মানিক মোড়লের ছেলে সাইফুল(২৫) ও সোহরাব আলী মোড়ল(৩০) এবং মাজেদ গাজীর ছেলে সাইফুল ইসলাম গাজী (২৬)সহ একদল দূর্র্বৃত্তরা গত ২৬ আগষ্ট রাত ১২টার সময় অজিয়ার গাজীর মৎস্য ঘেরে প্রবেশ করে বাঁশের লাঠি লোহার রড,শাবল দিয়ে হত্যার উদ্দেশ্যে পিটিয়ে মারাত্বক জখম করে।
তার চিৎকারে এলাকাবাসী তাকে মূমূর্ষ অবস্থায় উদ্ধার করে তালা হাসপাতালে ভর্তি করে।
এসময় আহাদ গংরা তার মৎস্য ঘের থেকে মাছ, জাল, নগদ টাকাসহ মোট ৩০ হাজার টাকার সম্পাদ নিয়ে যায়।
এ ব্যাপারে তালা থানার এসআই মহসীন হাওলাদার অভিযোগ পাওয়ার বিষয়টি স্বীকার করে।

ইয়ুথদের সাথে সমন্বয় সভা

তালা উপজেলার খলিষখালী ইউনিয়ন পরিষদের হলরুমে বুধবার সকালে এক সমন্বয় সভা অনুন্ঠিত হয়েছে। ইউএনডিপি এর আর্থিক সহযোগীতায় উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার আয়োজনে উন্নয়ন পরিকল্পনায় দলিত ও ক্ষুদ্র-নৃ গোষ্ঠীর নারীদের সম্পৃক্তকরনে ইয়ুথদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়।

সভায় উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জয়ন্তী রানী দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খলিষখালী ইউপি চেয়ারম্যান মোজাফ্ফার হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খলিষখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল সবুর এবং পরিষদের ইউপি সদস্যগণ। সঞ্চালনা করেন ইডিইডাবলুবিএল প্রজেক্টের একাউন্টস কাম এ্যাডমিন অফিসার সদয় কুমার দাস।

বক্তরা বলেন, যুবরা দলিত ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সমাজের বিশেষ করে নারীদের নানা সমস্যা এবং বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা পাওয়ার বিষয়ে কথা বলেন, তারা সমাজে কোন না কোন ভাবে অবহেলিত। তাদের খেলার মাঠে খেলতে দেওয়া হয় না। স্থানীয় সরকার বয়সসীমার মধ্য থাকা স্বত্বেও বয়স্ক ভাতা দিচ্ছে না, নানা বিধ সমস্যা উল্লেখ করেন। দলিত ভেবে বসে থাকি তা হলে কোন উন্নয়ন আমাদের দ্বারা সম্ভব না।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে

সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ বা আয়না। এই আয়নায় সমাজেরবিস্তারিত পড়ুন

তালায় ইউএনও’র প্রেরণায় গার্লস হাইস্কুলে ডেইলি স্টার কর্নার চালু

তালা উপজেলা নির্বাহী অফিসার ইউএনও’র অনুপ্রেরণায় শহীদ আলী আহম্মেদ বালিকাবিস্তারিত পড়ুন

  • আশাশুনিতে পূর্বের বিয়ের তথ্য গোপন করে আবারো অন্যত্র বিয়ে দেয়ার অভিযোগ!
  • তালায় পেশা হারিয়ে বেকারত্বে ভুগছেন কপোতাক্ষ পাড়ের জেলে সম্প্রদায়
  • তালায় পূজা উদযাপন পরিষদের নেতাকে জড়িয়ে কুৎসা রটনার অভিযোগ!
  • তালায় সাবেক ব্যাংক কর্মকর্তার মৃত্যু
  • তালায় ইসলামী ব্যাংক স্কুল ব্যাংকিং ক্যাম্পইন অনুষ্ঠিত
  • তালায় প্রতিপক্ষের দায়ের কোপে একজন আহত॥ সাতক্ষীরা হাসপাতালে ভর্তি
  • পরিকল্পিত মামলায় তালার বারবার নির্বাচিত ইউপি সদস্য নিমাই সানা পালিয়ে বেড়াচ্ছেন!
  • বৃষ্টি হলেই ছাদ চুইয়ে পানি পড়ে তালার তেঁতুলিয়া শাহী জামে মসজিদে
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৩, ইয়াবা-ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • পাটকেলঘাটা মডেল হিসাবে জেলায় কাজ করবে: সাতক্ষীরা জেলা প্রশাসক
  • তালার জিয়ালা গ্রামকে শহরে রূপান্তরের ঘোষণা জেলা প্রশাসকের
  • তালায় ডেঙ্গু প্রতিরোধে মতবিনিময় সভা