রবিবার, নভেম্বর ১৭, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

মমতার হস্তক্ষেপে অবশেষে জট কাটলো ভারতীয় মেগা সিরিয়ালের

টানা ৭ দিন ভারতীয় বাংলার সব মেগা সিরিয়ালের শুটিং বন্ধ থাকার পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হস্তক্ষেপেই শেষ পর্যন্ত কাটলো জট। শুক্রবার থেকেই বাংলার সব মেগা সিরিয়ালের শুটিং শুরু হচ্ছে বলে আশ্বস্ত করেছেন মুখ্যমন্ত্রী। খবর জি নিউজের।

ভারতীয় গণমাধ্যমে খবর, বৃহস্পতিবার বিকেল ৪টায় রাজ্য সচিবালয় নবান্নে বৈঠকে বসেন মমতা ব্যানার্জি। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে হাজির ছিলেন প্রযোজক গোষ্ঠী থেকে শুরু করে আর্টিস্ট ফোরাম, টেকনিশিয়ান এবং বিভিন্ন চ্যানেলের প্রতিনিধিরা। আর সেখানেই সব পক্ষের অভাব, অভিযোগের কথা শোনেন মুখ্যমন্ত্রী।

বৈঠক শেষে সংবাদ সম্মেলনে মুখ্যমন্ত্রী জানান, টলিউড এবং টেলিউড বাংলার গর্ব। বাংলার এই শিল্প বহু মানুষের কর্ম সংস্থানের যোগান দেয়। তাই সব পক্ষ যাতে খোলামেলাভাবে আলোচনা করে সমস্যার সমাধান করতে পারে, তার জন্যই ডাকা হয় বৈঠক। শুধু তাই নয়, বৈঠকে প্রত্যেকে খোলামেলাভাবে আলোচনা করেছেন। একসঙ্গে কাজ করতে হলে মত বিরোধ থাকতেই পারে। কিন্তু, সেসব মিটে গেছে। শুক্রবার থেকে ফের শুরু হবে শুটিং।

তবে প্রযোজক থেকে শুরু করে আর্টিস্ট ফোরাম কিংবা টেকনিশিয়ানদের কাজ করতে যাতে কোনও অসুবিধা না হয়, তার জন্য শিগগিরই একটি যৌথ কমিটি গঠন করা হবে। ওই কমিটিতে থাকছেন, সৌমিত্র চট্টোপাধ্যায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শ্রীকান্ত মোহতা, নিসপাল সিং রানে, শৈবাল বন্দ্যোপাধ্যায়, স্বরূপ বিশ্বাস, অপর্ণা ঘটক, লিনা গঙ্গোপাধ্যায়, জি বাংলার সম্রাট ঘোষসহ অন্য চ্যানেলের প্রতিনিধিরাও। প্রত্যেক মাসে এই কমিটি বৈঠকে বসবে। মিটিয়ে ফেলবে নিজেদের মধ্যকার যেকোনো ভুল বোঝাবুঝি।

মুখ্যমন্ত্রী আরও বলেন, কাজ করতে গিয়ে কারও সঙ্গে যাতে কারও মত বিরোধ না হয়, তা দেখাই এই কমিটির প্রধান কাজ। পাশাপাশি শিল্পীরা যাতে প্রতি মাসের ১৫ তারিখের মধ্যে বেতন পেয়ে যান, সেই বিষয়টিও দেখা হবে গুরুত্ব দিয়ে।

পাশাপাশি প্রযোজক থেকে টেকনিশিয়ান বা শিল্পীদের যদি কোনও অভিযোগ থাকে, এই কমিটি সেই বিষয়টিও খতিয়ে দেখবে বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবারের বৈঠকে সবকিছু সসম্মানে মিটে গেছে। খুব শিগগিরই টেলিভিশনের পর্দায় দর্শক আবার বাংলা সিরিয়াল দেখতে পাবেন বলেও জানান মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে বাংলার এই টলি এবং টেলি শিল্প ভবিষ্যতে আরও ভাল জায়গায় পৌঁছবে বলেও আশা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী।

প্রসঙ্গত, গত শনিবার থেকে বন্ধ হয়ে যায় সব বাংলা সিরিয়ালের নতুন এপিসোডের শুটিং। প্রযোজক গোষ্ঠী এবং আর্টিস্ট ফোরামের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে মতবিরোধের জেরেই বন্ধ হয়ে যায় সিরিয়ালের শুটিং।

একই রকম সংবাদ সমূহ

এবার অভিনয়ে পরিচালক শিমুল সরকার

নজরুল ইসলাম তোফা:: পরিচালক শিমুল সরকার। সময়ের তরুণ জনপ্রিয় একজনবিস্তারিত পড়ুন

সালমানকে উৎসর্গ করে গাইলেন টুটুল

জনপ্রিয় রেডিও উপস্থাপক জহিরুল ইসলাম টুটুল শ্রোতা মহলে আরজে টুটুলবিস্তারিত পড়ুন

সন্তানকে নিয়ে নিউইয়র্কের পথে পথে তাহসান-মিথিলা

সন্তানকে নিয়ে নিউ ইয়র্কের পথে পথে তাহসান-মিথিলা। বিচ্ছেদ হলেও তাহসান-মিথিলাবিস্তারিত পড়ুন

  • অক্ষয়ের স্ত্রীর চরিত্রে বিশ্বসুন্দরী মানুষী
  • চিত্রনায়ক সালমান শাহ’র মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে রাজগঞ্জে সঙ্গীতানুষ্ঠান
  • সেই রানু মন্ডলকে নিয়ে যা বললেন লতা মঙ্গেশকর
  • ‘মাসুদ রানা’ সিনেমার নায়িকা শ্রদ্ধা কাপুর
  • অভিনেত্রী পূজাকে কুপিয়ে হত্যা করে ক্যাবচালক
  • স্বাধীনতা টেলিভিশনে মডেল তারকার চূড়ান্ত বাছাই পর্বে কলারোয়ার মেহেদি জনি
  • শারিরীক সম্পর্কের অভিযোগ, মুখ খুললেন নোবেল
  • ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা মোশারফ করিম-এর জন্মদিন
  • এই প্রথম বাংলাদেশি ছবিতে সানি লিওন!
  • নতুন প্রজন্মের মডেল মারিয়া গমেজ ও ফারাবির ‘অনুরণন’ গানের মিউজিক ভিডিও
  • প্রিয়াংকা চোপড়াকে `ভন্ড` বললেন পাকিস্তানি নারী
  • ফেসবুকে ভাইরাল গান বদলে দিল সেই ভবঘুরে রানুর জীবন