সোমবার, নভেম্বর ১৮, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

পুলিশকে ‘বোকা’ বানাতে গিয়ে নিজেই ফেঁসে গেলেন!

স্ত্রী আমাদের দুই সন্তানকে মেরে ফেলেছিল। তা দেখার পর মাথা ঠিক রাখতে না পেরে আমি খুন করি ওকে। পুলিশকে এমনটাই বলেছিল মার্কিন যুক্তরাষ্ট্রের কলোরাডোর ক্রিস্টোফার লি ওয়াটস। কিন্তু, শেষ রক্ষা হলো না তাতে।

পুলিশ উল্টে স্ত্রীসহ দুই সন্তানকে হত্যার অভিযোগে গ্রেফতার করল তাকে। গত সপ্তাহেই ডেনভারের সামনে একটি তৈল ও গ্যাস সংস্থা অধ্যুষিত এলাকার মধ্যে ক্রিস্টোফারের স্ত্রী ও দুই সন্তানের মরদেহ উদ্ধার করেছিল পুলিশ।

ওই সংস্থারই এক কর্মচারী ক্রিস্টোফার। ওয়েল্ড কাউন্টি ডিস্ট্রিক্টের অ্যাটর্নি মাইকেল রুরকে কর্তৃক প্রকাশিত বিবৃতি অনুযায়ী, ৩৩ বছর বয়সী ক্রিস্টোফার তার ৩৪ বছর বয়সী স্ত্রী শ্যাননের সঙ্গে বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নেয় গত ১৩ অগস্ট।

তার এক সহকর্মীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়া ক্রিস্টোফার দাবি করেছিল, তাদের কথাবার্তা শেষ হওয়ার পর দু’জনেই অত্যন্ত মন খারাপ করে কান্নাকাটি করতে আরম্ভ করে। ক্রিস্টোফার তদন্তকারীদের জানায় যে, সে কথাবার্তা শেষ করার পর নিচে গিয়েছিল।

তারপর শ্যাননের সঙ্গে আবার কথা বলতে এসে তাদের সন্তানদের ঘরে গিয়ে দেখে চার বছর বয়সী বড় মেয়ে বেলা নিজের বিছানায় লুটিয়ে পড়ে আছে। আর, শ্যানন তাদের তিন বছর বয়সে ছোট মেয়ে সেলেস্তের শ্বাসরোধ করে খুন করার চেষ্টা করছে। তার চোখের সামনেই তার ছোট মেয়ে মারা যায়। ওই ঘটনা দেখে মাথা ঠিক রাখতে না পেরে নিজের স্ত্রীকেও মেরে দেয় ক্রিস্টোফার। তারপর তিনটি মরদেহ একটি ট্রাকে করে নিয়ে গিয়ে রেখে আসে ওই সংস্থার এলাকায়।

গত বুধবার তাকে গ্রেফতার করার পর এখনও পর্যন্ত জামিন দেওয়া হয়নি। আদালতে তাকে তোলা হবে মঙ্গলবার সকালে। তার বিরুদ্ধে কী কী মামলায় অভিযোগ দায়ের করা হয়েছে, সেখানেই তা জানানো হবে তাকে।

পুলিশ জানিয়েছে, ওই দুই শিশুর মরদেহ টানা চারদিন ধরে চুবিয়ে রাখা ছিল অশোধিত তেলে। তাদের শরীরের ডিএনএ স্যাম্পেল নেওয়া হবে। যদিও, কীভাবে তাদের মৃত্যু হলো, তা নিয়ে তদন্ত চলছে।

প্রায় দমবন্ধ করা গোয়েন্দা কাহিনীর মতো এই ঘটনা। যা, প্রথমে ভুলপথে চালিত করে ফেলছিল পুলিশকেও। এই কাহিনী কাগজের পাতা থেকে নয়, উঠে এল আমাদের চারপাশের বাস্তব থেকেই। বাস্তবের এই রহস্যকাহিনীর ব্যাপারে কী সিদ্ধান্ত গ্রহণ করে আদালত, এখন সেটাই দেখার।

সূত্র: এনডিটিভি

একই রকম সংবাদ সমূহ

পাকিস্তানে শক্তিশালী ভূমিকম্পে ১৯ জনের মৃত্যু

পাকিস্তানের উত্তরাঞ্চলে শক্তিশালী ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পের আঘাতে ১৯বিস্তারিত পড়ুন

২৪ ঘণ্টার মধ্যে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় হিক্কা

ধেয়ে আসছে প্রবল ঘূর্ণিঝড় হিক্কা। এর ফলে ঝড়ের পাশাপাশি ভারীবিস্তারিত পড়ুন

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী। বাংলাদেশে টিকাদান কর্মসূচি একটিবিস্তারিত পড়ুন

  • সর্বজনীন স্বাস্থ্য কর্মসূচির অগ্রগতি ত্বরান্বিত করার আহ্বান
  • রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় যুক্ত হচ্ছে চীন
  • ৩য় বারের মতো কাশ্মীর ইস্যুতে মধ্যস্ততার প্রস্তাব ট্রাম্পের
  • এক রাজার ১০০ স্ত্রী ও ৫০০ সন্তান! (ভিডিও)
  • মুখে মাকড়সা চড়লে ‘রিল্যাক্স’ অনুভূত হয় এই নারীর! (ভিডিও)
  • পানির নিচে বিয়ের প্রস্তাব দিতে গিয়ে মার্কিন নাগরিকের মৃত্যু
  • মাথায় ৪ ইঞ্চি লম্বা শিং নিয়ে হাসপাতালে বৃদ্ধ!
  • ১৩০টির বেশি দেশ ঘুরে বেড়ানো এক অন্ধ পর্যটকের গল্প
  • হেলমেট ঢোকেনি মাথায়, জরিমানা নিতে ব্যর্থ ট্রাফিক পুলিশ!
  • ৪ বছর প্রেম শেষে ৩০০ বছর বয়সী ভূতকে বিয়ে! (ভিডিও)
  • ছাগল চুরির ৪১ বছর পর ধরা পড়ল চোর!
  • যে গ্রামে প্রতিটা বাড়িই দরজাহীন, ব্যাংকে নেই তালা!