আরো খবর...
আশাশুনিতে পিতার কবরের পাশে শায়িত হলেন প্রয়াত বিচারপতি কামরুল
আশাশুনি উপজেলার কৃতি সন্তান দরগাহপুরের ঐতিহ্যবাহী সিদ্দিকী পরিবারের গর্ব বিচারপতি (অবঃ) কামরুল ইসলাম সিদ্দিকীর দাফন সম্পন্ন হয়েছে।
রবিবার বাদ জোহর নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে মরহুম পিতা আব্দুল ওহাব সিদ্দীকি, বড়ভাই আনারল ইসলাম সিদ্দীকি ও মেঝ ভাই আমিনুল ইসলাম সিদ্দীকির কবরের পাশে তাকে দাফন করা হয়েছে।
শনিবার সকাল ৯.৫০ টায় তিনি রাজধানীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এদিন বাদ যোহর সুপ্রীম কোর্ট প্রাঙ্গনে তার প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে প্রধান বিচারপতি, অন্যান্য বিচারপতিবৃন্দ, এ্যাটার্নি জেনারেল, সিনিয়ির আইনজীবী, সাংবাদিকসহ তার দীর্ঘদিনের সহকর্মীরা অংশ নেন।
এদিন রাতেই তাকে খুলনায় আনা হয় এবং রবিবার বেলা ১১ টার দিকে তার মরদেহ গ্রামের বাড়ি দরগাহপুুরে আনা হয়।
শেষ বারের মত তাকে একবার দেখতে ছোট বেলার সাথীরা সহ সর্বস্তরের মানুষ ভীড় জমান।
বাদ জোহর দরগাহপুর জামে মসজিদ চত্বর ও মসজিদের ভিতরে দাড়ানো মুসল্লীদের অংশ গ্রহনে নামাজে জানাযা অনুষ্ঠিত হয়।
ইমামতি করেন মসজিদের ইমাম আলহাজ মাও. আ. হান্নান।
এসময় সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেন, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তফা পাভেল রায়হান, অতি. পুলিশ সুপার কাজী মইন উদ্দিন, অতি. জেলা দায়রা জজ অরুনাভ চক্রবর্তী, সহকারী জজ আনারুল ইসলাম, সহকারী জজ মেহদী হাসান মোবারক মুনিম, মরহুমের ভাইপো সুপ্রিম কোর্টের আইনজীবি তানভীর সিদ্দিকী, সুপ্রিম কোর্টের আইনজীবি ব্যারিষ্টার সাইফুল ইসলাম, বাংলাদেশ সুপ্রিম কোট ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবি পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য এড. মোহাম্মদ হোসেন, ভাইপো এড. সায়েম সিদ্দিকী, বাল্যবন্ধু মুক্তিযোদ্ধা সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ আবুল কালাম আজাদ, সাতক্ষীরা আইনজীবি সমিতির সেক্রেটারী এড. রেজওয়ানুল হক সবুজ, সাংগঠনিক সম্পাদক এস এম ওয়াছেদ উদ্দীন বাবু, বিচারপতির ভাই মইনুর রহমান সিদ্দিকী প্রমুখ বক্তব্য রাখেন।
এছাড়া আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার মাফফারা তাসনীন, পুলিশ পরিদর্শক (ওসি) বিপ্লব কুমার দেবনাথ, পুলিশ পরিদর্শক (তদন্ত) আকতারুজ্জামান, কুল্যা ইউপি চেয়ারম্যান এস এম রফিকুল ইসলাম, দরগাহপুর ইউপি চেয়ারম্যান শেখ মিরাজ আলি, শিল্পপতি রবিউল ইসলাম সিদ্দিকী, শেখ মতলুবুর রহমান, আশাশুনি প্রেসক্লাব সভাপতি জি এম মুজিবুর রহমান, দরগাহপুর প্রেসক্লাব সভাপতি শেখ হিজবুল্লাহ, সম্পাদক শেখ রবিউল ইসলাম, দক্ষিণ বাংলা অনলাইন পত্রিকার সম্পাদক প্রভাষক শেখ আশিকুর রহমান আশিক, সাংবাদিক জাহিদুল ইসলাম তোতা, গোলাম মোস্তফা, শেখ আরাফাতসহ বহু আলেম, আইনজীবি, সরকারি কর্মকর্তা, শিক্ষকসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। জানাযা শেষে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার কপিনে ফুল দিয়ে সম্মান জ্ঞাপন করেন।
উল্লেখ্য, বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ১৯৫০ সালের ৩০ মে দরগাহপুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন। তিনি ১৯৭৫ সালের ডিসেম্বর মাসে মুন্সেফ হিসেবে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসে যোগদান করেন। পরবর্তীতে সাবজজ, ডেপুটি সেক্রেটারী, সুপ্রীম কোর্টের ডেপুটি রেজিস্ট্রার, জেলা ও দায়রা জজ, সুপ্রীম কোর্টের রেজিস্ট্রার এবং ২০০৪ সালের ২৮ আগষ্ট হাইকোর্ট বিভাগে বিচারপতি হিসেবে নিয়োগ লাভ করেন। তাঁর পিতা মরহুম আব্দুল ওহাব সিদ্দিকী তৎকালীন ব্রিটিশ ভারতের কলকাতায় ৩০ ও ৪০ এর দশকে প্রথিতযশা সাংবাদিক, সম্পাদক ও সাহিত্যিক ছিলেন।
কুল্যা ইউপি সচিবকে বিদায় সংবর্ধনা
আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়ন পরিষদের বিদায়ী সচিব আমিনুর রহমানকে বদলী জনিত বিদায় সংবর্ধনা ও নবাগত সচিব সিরাজুল ইসলামকে বরণ করে নেওয়া হয়েছে।
রবিবার বিকালে ইউপি চেয়ারম্যানের কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইউপি চেয়ারম্যান এস এম রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় বিদায়ী সচিব আমিনুর রহমান, নবাগত সচিব সিরাজুল ইসলাম, আশাশুনি প্রেসক্লাব সভাপতি জি এম মুজিবুর রহমান, সাংবাদিক সোহরাব হোসেন, প্যানেল চেয়ারম্যান রফিকুল ইসলাম পান্না, ইউপি সদস্য উত্তম কুমার দাশ, আলমগীর হোসেন আঙ্গুর, নজরুল ইসলাম, ইব্রাহিম হোসেন, আঃ রশিদ, বিশ্বনাথ সরকার, মহিলা মেম্বার শামিমা সুলতানা কুইন ও আনোয়ারা খাতুন আলোচনা করেন।
গ্রেফতার- ৬
আশাশুনি থানা পুলিশ অভিযান চালিয়ে নাশকতা মামলার আসামীসহ ৬ আসামীকে গ্রেফতার করেছে।
পুলিশ পরিদর্শক (ওসি) বিপ্লব কুমার দেবনাথের নির্দেশনায় নাশকতা মামলা ১৫(১০)১৭, ৬(০১)১৮ ও ১৮(০৬)১৮ এর আসামী বড়দল গ্রামের মৃত আফতাব উদ্দিন সানার পুত্র মাফিজুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। এসআই মঞ্জুরুল ইসলাম সঙ্গীয় এএসআই তরুন কৃষ্ণ রায়কে নিয়ে বৈকরঝুটি গ্রামের আনারুল সরদারের পুত্র রাকিব সরদার ওরফে ফটিককে ২৫ পিস ইয়াবাসহ আটক করেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা ১১(৮)১৮ রুজু করা হয়েছে। এসআই নয়ন চৌধুরী ও এএসআই ফেরদৌস কবির অভিযান চালিয়ে সিআর ২৬০/১১ এর আসামী লাউতাড়া গ্রামের মোজাম্মেল সরদারের পুত্র পলাশ ও সিআর ১৪৩/০৬ এর আসামী খাজরা গ্রামের করিম সরদারের পুত্র ইউনুছকে এবং এএসআই (নিঃ) কবির হোসেন অভিযান চালিয়ে সিআর ১২৭/১৮ এর আসামী রুইয়ারবিল গ্রামের রফিকুল সানার পুত্র রবিউল ইসলামকে গ্রেফতার করেন।
আসামীদের রবিবার আদালতে প্রেরন করা হয়েছে। এএসআই স্বরজিৎ বিশ^াস সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে দায়রা ৯০/১৩ (ওয়ারেন্ট) মূলে মিত্র তেতুলিয়া গ্রামের মৃত কালাচাঁদ ফকিরের পুত্র অজেদ ফকিরকে গ্রেফতার করেন।
আলোচনা সভা
আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা বাজারে আল-আমিন যুব সংঘ চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাত্র ৮ টায় এ সভা অনুষ্ঠিত হয়।
যুব সংঘের প্রতিষ্ঠাকালীন ও বর্তমান সভাপতি এস এম শরিফ এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক জি এম রবিউল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, সাবেক সেক্রেটারী কামাল হোসেন, জি এম মনিরুল, মহিন গাজী, জি এম খালেক, হামিদ গাজী, রেজাউল গাজী, আঃ আলিম, শাহিন সরদার, আকবার গাজী, কামরুল সানা, খালেক গাজী, আক্কাজ, পলাশ, কুন্ডু, কৃষ্ণ বাছাড়, মাধব রাহা, বাবু সীল, তৈয়েব আলি, সাংবাদিক আলাউদ্দিন বিশ্বাস প্রমুখ।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ
১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন
‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ বা আয়না। এই আয়নায় সমাজেরবিস্তারিত পড়ুন
আশাশুনিতে পূর্বের বিয়ের তথ্য গোপন করে আবারো অন্যত্র বিয়ে দেয়ার অভিযোগ!
সাতক্ষীরার আশাশুনিতে পূর্ববর্তী বিয়ের তথ্য গোপন করে অধিক লাভ ওবিস্তারিত পড়ুন