পাটকেলঘাটার খুলনা-সাতক্ষীরা মহাসড়কে মাহেন্দ্রের কারণেই বাড়ছে প্রাণহানির সংখ্যা
পাটকেলঘাটার জনগুরুত্বপুর্ণ খুলনা-সাতক্ষীরা মহাসড়ক জুড়ে প্রতিবছর অসংখ্য মানুষের লাশের মিছিল ঘটলেও প্রতিকার পাওয়ার কোনো ব্যবস্থা চোখে পড়েনি আজও। বরং প্রাণহানির মতো দুর্ঘটনা কেন ঘটছে, কি জন্য ঘটছে, কিভাবে ঘটছে আর এ থেকে পরিত্রাণ পাওয়ার কোনো পন্থা আদৌ আছে কিনা তা নিয়ে সড়ক ও জনপথ বিভাগ সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যেন কোনো মাথা ব্যাথা নেই।
চলতি ট্রাফিক সপ্তাহ পালন করায় সপ্তাহ খানেক পরবর্তীতে সময় আরও ৩ দিন বৃদ্ধি করলেও খোদ প্রশাসনের নাকের ডগায় মাহেন্দ্র, থ্রিহুইলার, লেগুনা, দানব যন্ত্র টলি, ইঞ্জিন ভ্যানের মতো অবৈধ মরণ গাড়ি হরহামেশাই চললেও কোনো ভুমিকা চোখে পড়েনি। উল্টো মাসোয়ারার নিমিত্তে সেগুলো দেদারছে ব্যবহার করে আসতে দেখা যায় দেখভালের দায়িত্বরত কর্তাব্যক্তিদের। অথচ দেশজুড়ে ট্রাফিক সপ্তাহ চলাকালীন সময়ে অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে রোড পারমিট, ফিটনেস বিহীন, কাগজপত্র ছাড়া মাহেন্দ্র, লেগুনার মতো ৩ চাকার গাড়ি, অদক্ষ ড্রাইভার সবই যাচাই বাছাই চলছে। শুধুমাত্র মটরযানের বিরুদ্ধে কড়াকড় আরোপ প্রশাসনের কার্যক্রম দৃশ্যত। যার কারণে সরকার একদিকে যেমন বড় অংকের রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে অপরদিকে প্রাণহানির মতো দুর্ঘটনা সহ যানজট যেন ছাড়ছেই না। গত ৬ মাসে তালার নওয়াপাড়া থেকে পাটকেলঘাটার ত্রিশ মাইল পর্যন্ত সড়ক দুর্ঘটনায় মৃতের সংখ্যা প্রায় ২০/২৫। যার ভেতর অবৈধ যান মাহেন্দ্রের কারণেই দুর্ঘটনা সংঘটিত হয়েছে বেশি। কারণ হিসেবে দেখা যায়, প্রশাসনিক অদৃশ্য শক্তিকে পুজি করে এসকল যানের চালকগণ নিয়ম নীতিকে তোয়াক্কা না করে বেপরোয়া গতিতে যাতায়াত করতে। শুধুমাত্র এখানেই ক্ষান্ত হয়নি এসকল মাহেন্দ্রের চালকগণ।
অনুসন্ধানে আরও জানা যায়, সমিতির অধীনে চলার কারণে সিরিয়াল মেইনটেন করতে হয় এসকল চালকদের। ফলে সারাদিন পর পাটকেলঘাটা ওভার ব্রীজ থেকে সাতক্ষীরাগামী দিনে ২/৩ টি টিপ দিতে পারেন। ফলে বেশি টিপের আশায় আগেভাগে সাতক্ষীরায় পৌছাতে পারলেই সেখানে সিরিয়াল দিতে পারবেন। এ আশায় অতিদ্রুত চালাতে কিংবা পাশ কাটিয়ে উপরে উঠতে বেশিরভাগ সড়ক দুর্ঘটনায় পতিত হন। অথচ এদের গতিসীমা ৩০/৪০ এর ভেতর রাখার নিয়ম এমনকি ৪/৫ জন যাত্রীর বেশি নিয়ে চলাচল করা যাবে না বলে মাহেন্দ্র চালক তালার তরিকুল, রিয়াজুল, মিন্টু জানান। তারা আরও জানান, প্রতিনিয়ত এসকল মাহেন্দ্রের নেই কোনো বৈধ কাগজপত্র, নেই আমাদের মতো ড্রাইভারদের কোনো কাগজপাতি কিংবা সনদ। শুধুমাত্র মাসোয়ারা স্বরুপ স্থানীয় থানায় প্রতিদিন একটি করে গাড়ি দিলেই সব মাফ হয়ে যায়। দেখা যায়, এসকল অনিয়ম আর ই”্ছা শক্তির কাছেই সাধারণ যাত্রী সাধারণ জিম্মি হয়ে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় পতিত হয়ে মৃত্যুবরণ করতে হচ্ছে। বাড়ি থেকে বের হলে আর ফিরতে পারবেন কিনা সে বিষয়ে সন্ধিহান। মাহেন্দ্র যাত্রী থানার কুমিরা গ্রামের আব্দুস সালামের পুত্র শহিদুল ইসলাম, সেনপুর গ্রামের ইমদাদুল ইসলাম, মেলেকবাড়ির তৌহিদুজ্জামান জানান, অবৈধ যানবাহনের কাছে আমরা যেন সকলেই জিম্মি। প্রয়োজনের তাগিদে আমাদের সকলকে তো যাতায়াত করতেই হয়। যদি এসকল যানবাহনের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা প্রশাসন সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গ্রহণ করেন তবেই সড়ক দুর্ঘটনায় প্রাণহানির মতো স্পর্শকাতর বিষয়ে অনেকাংশে কমে যাবে বলে আশাবাদী। তাই সরকার যাতে বড় অংকের রাজস্ব থেকে বঞ্চিত না হয়, প্রাণহানির মতো দুর্ঘটনা ও যানজট যাতে হ্রাস পায় এবং সকল যান চালকগণ বৈধ কাগজপাতি নিয়ে দক্ষ ড্রাইভারদের দ্বারা নিয়ন্ত্রিত হয় এসকল বিষয়ের প্রতি নজর দিতে প্রশাসন সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু দৃষ্টি কামনা করেছেন পাটকেলঘাটার সচেতন মহল।
পাটকেলঘাটা কলেজ প্রভাষক অবশেষে সাময়িক বরখাস্ত
পাটকেলঘাটা হারুণ-অর রশিদ ডিগ্রী কলেজে রাষ্ট্র বিজ্ঞান বিভাগের বহুল আলোচিত সমালোচিত প্রভাষক স ম আতিয়ার রহমান অবশেষে বরখাস্ত হলেন।
কলেজ সূত্রে জানা যায়, নিজ ছাত্রীকে উত্যক্ত করা ও মানুষিক হয়রানি করায় গত ২৬.০৭.২০১৮ ইং তারিখ ছাত্রীর পিতা লিখিত অভিযোগের প্রেক্ষিতে গত ০৯.০৮.২০১৮ ইং তারিখ কলেজের পরিচালনা পরিষদ ও তদন্ত কমিটি তদন্ত করে অভিযোগের সত্যতা পান। এ প্রেক্ষিতে শনিবার ১১ই আগষ্ট ২০১৮ কলেজের পিএইসআরসি/৪০৮/২০১৮ নং স্বারকে অভিযুক্ত শিক্ষক আতিয়ার রহমান বেসরকারী চাকুরি বিধি অনুযায়ী সাময়িকভাবে বরখাস্ত হলেন।
ইতোপূর্বেও তিনি আর্থিক কেলেংকারীর কারনে যশোর বোর্ড কতৃক সাময়িক বরখাস্ত হয়েছিলেন বলে জানা যায়।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাবিবুর রহমানের কাছে বিষয়টি জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ
১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন
‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ বা আয়না। এই আয়নায় সমাজেরবিস্তারিত পড়ুন
তালায় ইউএনও’র প্রেরণায় গার্লস হাইস্কুলে ডেইলি স্টার কর্নার চালু
তালা উপজেলা নির্বাহী অফিসার ইউএনও’র অনুপ্রেরণায় শহীদ আলী আহম্মেদ বালিকাবিস্তারিত পড়ুন