বুধবার, অক্টোবর ৩০, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

ক্যান্সারের সঙ্গে লড়াই করাটা বড্ড কঠিন : সোনালি

সোনালি বেন্দ্রে। বলিউডের ৯০ এর দশকের দর্শক প্রিয় অভিনেত্রী। মারণব্যাধি ক্যান্সারের জন্য কঠিন যুদ্ধ শুরু করলেন সোনালি বেন্দ্রে।

সম্প্রতি সোনালি বেন্দ্রের ননদ সৃষ্টি আর্য বলেন, ‘মেটাস্ট্যাটিক ক্যান্সারে’ আক্রান্ত বলিউড অভিনেত্রী। তাঁর চিকিত্সা চলছে জোর কদমে। ননদ সৃষ্টি আর্যর ওই মন্তব্যের পর এবার ফের সোশ্যাল হ্যান্ডেলে নিজেদের শরীরের ভাল মন্দের কথা ভক্তদের সঙ্গে শেয়ার করলেন সোনালি।

বলিউড অভিনেত্রী বলেন, ‘বর্তমানে আমি হাই গ্রেড মেটাস্ট্যাটিক ক্যান্সারে আক্রান্ত। চিকিত্সার জন্য বিভিন্ন রকম পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। এই কঠিন সময়ে আমার পরিবার, বন্ধু বান্ধব, আত্মীয়রা সবাই আমাকে ঘিরে রয়েছেন। তাঁরা ক্রমাগত আমায় মনের জোর দিচ্ছেন। আর সেই কারণেই পরিবার এবং আমার ঘনিষ্ঠদের কাছে আমি কৃতজ্ঞ।’

এই মুহূর্তে নিউ ইয়র্কে চিকিত্সা চলছে সোনালি বেন্দ্রের। চিকিত্সকদের পরামর্শ অনুযায়ী চলাফেরা, খাওয়া-দাওয়া করছেন তিনি। তবে ক্যান্সারের মত কঠিন রোগে আক্রান্ত হয়েও জীবন নিয়ে ভেঙে পড়েননি। জীবন নিয়ে সব সময় নতুন নতুন করে ভাবতেও শুরু করেছেন বলেও মন্তব্য করেন সোনালি বেন্দ্রে। গত কয়েকদিন ধরে যেভাবে পরিবারের প্রতিটি মানুষ তাঁর পাশে রয়েছেন এবং ঘনিষ্ঠরা মানসিকভাবে তাঁকে লড়াই করার শক্তি দিয়েছেন, তাঁদের প্রত্যেকের কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবেন বলেও জানান সোনালি। লড়াইয়ের ময়দানে নেমে পড়েছেন। আর সেই লড়াইয়ে তাঁর পাশে পরিবারের প্রতিটি মানুষ রয়েছেন বলেও মন্তব্য করেন বলিউড অভিনেত্রী।

এদিকে সম্প্রতি সোনালি বেন্দ্রের ননদ বলেন, যাই হোক না কেন, বলিউড অভিনেত্রী কিন্তু মনের দিক থেকে এক্কেবারে শক্তপোক্ত রয়েছেন। কঠিন সময়ের সঙ্গে কাধে কাধ মিলিয়ে সোনালি লড়াই চালিয়ে যাচ্ছেন বলেও তাঁর ননদ জানিয়েছেন। কিন্তু, পরিস্থিতি যাই হোক না কেন, সোনালি বেন্দ্রে যাতে শিগগিরই সুস্থ হয়ে ওঠেন, তার জন্য প্রার্থনা শুরু করেছেন তাঁর ভক্তরা।

১৯৯৪ সালে বলিউডে ডেবিউ করেন সোনালি বেন্দ্রে। ‘বম্বে’, ‘দিল জ্বলে’, ‘ইংলিশ বাবু দেশি মেম’, ‘মেজর সাব’, ‘হাম সাথ সাথ হ্যায়’, ‘সারফরশ’-এর মত বলিউডের একাধিক সিনেমায় অভিনয় করেন সোনালি বেন্দ্রে।

একই রকম সংবাদ সমূহ

এবার অভিনয়ে পরিচালক শিমুল সরকার

নজরুল ইসলাম তোফা:: পরিচালক শিমুল সরকার। সময়ের তরুণ জনপ্রিয় একজনবিস্তারিত পড়ুন

সালমানকে উৎসর্গ করে গাইলেন টুটুল

জনপ্রিয় রেডিও উপস্থাপক জহিরুল ইসলাম টুটুল শ্রোতা মহলে আরজে টুটুলবিস্তারিত পড়ুন

সন্তানকে নিয়ে নিউইয়র্কের পথে পথে তাহসান-মিথিলা

সন্তানকে নিয়ে নিউ ইয়র্কের পথে পথে তাহসান-মিথিলা। বিচ্ছেদ হলেও তাহসান-মিথিলাবিস্তারিত পড়ুন

  • অক্ষয়ের স্ত্রীর চরিত্রে বিশ্বসুন্দরী মানুষী
  • চিত্রনায়ক সালমান শাহ’র মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে রাজগঞ্জে সঙ্গীতানুষ্ঠান
  • সেই রানু মন্ডলকে নিয়ে যা বললেন লতা মঙ্গেশকর
  • ‘মাসুদ রানা’ সিনেমার নায়িকা শ্রদ্ধা কাপুর
  • অভিনেত্রী পূজাকে কুপিয়ে হত্যা করে ক্যাবচালক
  • স্বাধীনতা টেলিভিশনে মডেল তারকার চূড়ান্ত বাছাই পর্বে কলারোয়ার মেহেদি জনি
  • শারিরীক সম্পর্কের অভিযোগ, মুখ খুললেন নোবেল
  • ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা মোশারফ করিম-এর জন্মদিন
  • এই প্রথম বাংলাদেশি ছবিতে সানি লিওন!
  • নতুন প্রজন্মের মডেল মারিয়া গমেজ ও ফারাবির ‘অনুরণন’ গানের মিউজিক ভিডিও
  • প্রিয়াংকা চোপড়াকে `ভন্ড` বললেন পাকিস্তানি নারী
  • ফেসবুকে ভাইরাল গান বদলে দিল সেই ভবঘুরে রানুর জীবন