সোমবার, নভেম্বর ১১, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

জীবিত মেয়ের বদলে মায়ের কোলে মৃত ছেলে

নবজাতক জীবিত কন্যা সন্তান বদলে স্বজনদের কাছে মৃত একটি ছেলে শিশু তুলে দেয়ার ঘটনা ঘটেছে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাপাতালে। মৃত শিশুটিকে দাফনের সময় বিষয়টি ধরা পড়ার পর হাসপাতাল কর্তৃপক্ষ মায়ের কাছে জীবিত সন্তানকে তুলে দিয়েছে। বর্তমানে শিশুটি নগরীর রয়েল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

বুধবার সকালে চট্টগ্রামের চাইল্ড কেয়ার হাসপাতালে ঘটনাটি ঘটে।

জানা গেছে, গত ১৪ এপ্রিল নোয়াখালীর মাইজদি এলাকার রোকসানা আক্তার ফেনীর স্থানীয় ক্লিনিকে একটি কন্যা সন্তানের জন্ম দেন। জন্মের পর নিউমোনিয়া ধরা পরলে গত ১৫ এপ্রিল শিশুটিকে চট্টগ্রাম নগরীর গোলপাহাড় এলাকায় চাইল্ড কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

মঙ্গলবার সকালে কন্যা শিশুটিকে মৃত ঘোষণা করে লাশ প্যাকেটে ভরে স্বজনদের বুঝিয়ে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ।

নবজাতকের মা রোকসানা আক্তার জানান, নবজাতক মারা গেছে ডাক্তারদের এই কথা মেনে নিয়ে তারা লাশ নিয়ে বাড়িতে ফিরে যান। সন্ধ্যার দিকে নবজাতককে কবর দেয়ার জন্য জানাজার পূর্বে গোসল দিতে গেলে তারা একটি ছেলে শিশুর লাশ দেখতে পান। ছেলে শিশুর লাশ দেখে রোকসানা ও তার পরিবারের সদস্যরা পুনরায় অ্যাম্বুলেন্স নিয়ে শিশুটির লাশসহ রাতেই চট্টগ্রামে ফিরে চাইল্ড কেয়ার হাসপাতালে যান।

মেয়েকে ফেরত দিতে ডাক্তার ও হাসপাতাল কর্তৃপক্ষকে চাপ দিতে থাকেন তারা। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, তিনি ছেলে শিশুকেই হাসপাতালে ভর্তি করিয়েছিলেন। এবং সেই ছেলে শিশুটিই মারা গেছে। উপায় না পেয়ে রোকসানার পরিবার পাঁচলাইশ থানায় যান। থানায় সাধারণ ডায়েরি করার পর পুলিশ অনুসন্ধান শুরু করলে বুধবার দুপুরে চাইল্ড কেয়ার হাসপাতাল কর্তৃপক্ষ রোকসানা আক্তারকে তার জীবিত মেয়ে সন্তানকে ফেরত দেন।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিউদ্দিন মাহমুদ জানান, নবজাতকের মায়ের অভিযোগ পাওয়ার পর আমরা বিষয়টি গুরুত্ব সহকারে গ্রহণ করি। হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশের কাছে প্রথমের ঘটনাটি অস্বীকার করে। পরে আদালতের অনুমতি নিয়ে আমরা মৃত শিশুটির ডিএনএ টেস্ট করানেরও উদ্যোগ নিয়েছিলাম। কিন্তু শেষ পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষ মৃত ছেলে শিশুর লাশ ফেরত নিয়ে মায়ের কাছে জীবিত অবস্থায় কন্যা শিশুটি ফেরত দিয়েছে।

এ ব্যাপারে চাইল্ড কেয়ার হাসপাতালের পরিচালক ডা. ফাহিম হাসান রেজা ভুল হয়েছে বললেও গণমাধ্যমের কাছে বিস্তারিত কিছু বলতে রাজি হননি।

এদিকে চাইল্ড কেয়ার থেকে জীবিত অবস্থায় কন্যা শিশুটিকে উদ্ধারের পর তাকে নগরীর রয়েল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

এনামুল-সম্রাটসহ ৪ জনের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ

ক্যাসিনো ব্যবসার সঙ্গে সম্পৃক্ততা ও অবৈধ অর্থ লেনদেনের অভিযোগে সংসদবিস্তারিত পড়ুন

‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে

সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ বা আয়না। এই আয়নায় সমাজেরবিস্তারিত পড়ুন

  • নড়াইলে শিশু মহিমা খুন ।। দাদা-দাদিসহ ৮জনের বিরুদ্ধে মামলা
  • টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী
  • সর্বজনীন স্বাস্থ্য কর্মসূচির অগ্রগতি ত্বরান্বিত করার আহ্বান
  • নড়াইলে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন এসপি জসিম উদ্দিন
  • এবার বাংলাদেশেও ভাঙল প্রচলিত নিয়ম, যাত্রী নিয়ে বিয়ে করতে বরের বাড়িতে কনে!
  • তবু নড়াইলের দিপালী’র মুক্তিযোদ্ধার স্বীকৃতি মেলেনি! মৃত্যুর পরে রাষ্ট্রীয় মর্যাদার প্রত্যাশা
  • আইনজীবীদের সঙ্গে সাক্ষাৎ করতে সুপ্রিম কোর্টে মিন্নি
  • ইউপি নির্বাচন : চেয়ারম্যান-মেম্বারদের শিক্ষাগত যোগ্যতার বিষয়টি ‘গুজব’
  • পিরোজপুরের মঠবাড়িয়ায় এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
  • নড়াইলে ইয়াবাসহ ইউএনও অফিসের সহায়ক গ্রেফতার
  • নড়াইলে ভাইস চেয়ারম্যানের জামিন ও রিমান্ড না মঞ্জুর
  • ঢাবিতে ভর্তিচ্ছুদের সহায়তায় বাগেরহাট জেলা…