সোমবার, সেপ্টেম্বর ২৩, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

আরো খবর...

কালিগঞ্জে নাজিমগঞ্জ বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

কালিগঞ্জ উপজেলার নাজিমগঞ্জ বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ করলেন কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূর আহম্মেদ মাছুম। উপস্থিত সকলের সামনে অবৈধ স্থাপনা মালামাল নিলামে বিক্রয়।

১০ এপ্রিল মঙ্গলবার বিকাল ৪ টায় নাজিমগঞ্জ বাজারের যমুনা ক্লিনিকের পিছনে বাজারের পানি সরানোর ড্রেনের উপর অবৈধ ভাবে নির্মিত ঘর উচ্ছেদ করা হয়েছে। জানাগেছে শেখ রাসেল স্মৃতি জাতীয় শিশু কিশোর পরিষদ কালিগঞ্জ উপজেলা অফিস সাইন বোর্ড টানিয়ে সংগঠনের সভাপতি সাজ্জাদ হোসেন ও সাধারন সম্পাদক রাজু খান প্রায় ২ সপ্তাহ আগে নাজিমগঞ্জ বাজারের যমুনা ক্লিনিকের পাশে ড্রেনের উপরে অবৈধ ভাবে পাকা ইটের গাথুনি ও টিনের ছাউনি দিয়ে ঘর নির্মান করে।
এসময় নাজিমগঞ্জ বাজার কমিটির সভাপতি ফিরোজ কবির কাজল ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শরীফুল ইসলাম সহ বাজারের নেতৃবৃন্দ মৌখিক ভাবে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে বলে। ঘর নির্মানের সাথে জড়িত ব্যাক্তিরা বিষয়টি গুরুত্ব না দেওয়ায় অবশেষে বাজার কমিটির অভিযোগের ভিত্তিতে গতকাল বিকালে সহকারী কমিশনার (ভূমি) নূর আহম্মেদ মাছুম এর নির্দেশে এসময় অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। উচ্ছেদের আগে সহকারী কমিশনার (ভূমি) নূর আহম্মেদ মাছুম ঘরের ভিতরে রাখা জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ও শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সাইনবোর্ড খুলে নাজিমগঞ্জ বাজার কমিটির সভাপতি ফিরোজ কবির কাজলের কাছে হস্তন্তর করেন।

এসময় উপস্থিত ছিলেন বসন্তপুর তপশীল অফিসের নায়েব ওবায়দুল্লাহ, উপজেলা ভূমি অফিসের সারর্ভেয়ার শফিকুল ইসলাম, নাজিমগঞ্জ বাজার কমিটির সভাপতি, সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও সাধারন ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। অবৈধ ভাবে নির্মিত উচ্ছেদকৃত ঘরের ইট, টিন, বাঁশ, তকতা, টেবিল, বেঞ্চ জব্দকৃত মালামাল উপস্থিত সকলের সামনে নিলামে ৬ হাজার ৪ শত ৬০ টাকায় নাজিমগঞ্জ শেখ মিয়ারাজ আলীর কাছে দেওয়া হয়।

উপজেলা সহকারী কমিশনার বলেন নিলামে বিক্রিত মালামালের টাকা সরকারী কসাগারে জমা হবে। অবৈধ ভাবে নির্মিত নাজিমগঞ্জের স্থাপনা উচ্ছেদে ব্যবসায়ীরা সন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি নাজিমগঞ্জ গুরুর হাট সহ পেরি ফেরির জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি করেন।

পানিয়া জনকল্যান সমিতির বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত

কালিগঞ্জ উপজেলার পানিয়া জনকল্যান সমিতির আয়োজনে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ও নববর্ষের অগ্রীম শুভেচ্ছা জানিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা, আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। ‘‘প্রাচীন ঐতিহ্য আমাদের গর্ব, শুদ্ধ সাংস্কৃতিক চর্চাই পারে মৌলবাদ রুখতে’’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে গত ৯ এপ্রিল সোমবার বিকাল ৪ টা থেকে মধ্যরাত পর্যন্ত পানিয়া স্কুল মাঠ প্রাঙ্গনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিকালে মুক্তিযুদ্ধ ভিত্তিক বিশেষ মহড়া ও সন্ধ্যায় মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক মঞ্চস্থ করা হয়।

পানিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুর রউফ মাষ্টারের সভাপতিত্বে ও পানিয়া জনকল্যান সমিতির সাধারন সম্পাদক সাংবাদিক আশেক মেহেদীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূর আহম্মেদ মাছুম।

অনুষ্ঠানের উদ্বোধন ও স্বাগত বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও মৌতলা ইউপি চেয়ারম্যান সাঈদ মেহেদী। তিনি বলেন সুস্থ সংস্কৃতি চর্চার মাধ্যমে আলোকিত মানুষ গড়া সম্ভব। সকললে সুস্থ সংস্কৃতি চর্চা করতে হবে। যেমন একসময় এলাকায় বাড়িতে বাড়িতে হারমোনিয়ামের শব্দ পাওয়া যেতো কিন্তু এখন তা আর পাওয়া যায় না। বঙ্গ সংস্কৃতির মাধ্যমে আত্মার অনুসন্ধান করা যায়। তাই সংস্কৃতির অগ্রযাত্রা ধরে রাখতে হবে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার শেখ ফজলুল হক মনি, উপজেলা প্রানি সম্পদ কর্মকর্তা ডাঃ মনোজিৎ কুমার মন্ডল, অবসর প্রাপ্ত ইঞ্জিনিয়র সামসুদ্দিন, কুশলিয়া ইউপির সাবেক চেয়ারম্যান শেখ এবাদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, সদস্য শেখ মোদাচ্ছের হোসেন জান্টু, কালিগঞ্জ অনলাইন রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ আতিকুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক সাহিত্য বি চৌধুরি, উপজেলা ছাত্রলীগের সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক অনিক মেহেদী সহ এলাকার গন্যমান্য ব্যক্তি, পানিয়া জনকল্যান সমিতির সদস্যবৃন্দ, শিক্ষক, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি, সুধি ও সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠানে অতিথিদেরকে বরণ করে নেন এলাকার প্রবীন ব্যক্তিত্ব শামসুদ্দীন আহম্মেদ ও মাষ্টার আব্দুর রাজ্জাক।

অনুষ্ঠানে এলাকার শ্রেষ্ঠ কৃষক হিসাবে অতিথিবৃন্দ ইউপি সদস্য ফেরদাউস মোড়লকে পুরস্কার প্রদান করেন।

পানিয়া জনকন্যান সমিতির ক্রীড়া প্রতিযোগীতায় অংশ গ্রহনকারী সকল বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়। পরে নাটক ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পানিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, পানিয়া নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, ছাত্র-ছাত্রী, অভিভাবক, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, জনপ্রতিনিধি সহ বিপুল সংখ্যাক নারী পুরুষ, সাধারন মানুষ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে

সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ বা আয়না। এই আয়নায় সমাজেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৩, ইয়াবা-ফেন্সিডিল-গাঁজা উদ্ধার

সাতক্ষীরা জেলা ব্যাপী পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে মাদক মামলারবিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জের স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি ঢাকায় গ্রেফতার
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ৩৭, গাঁজা উদ্ধার
  • কালিগঞ্জে স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু!
  • সাতক্ষীরায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ
  • কালিগঞ্জের দক্ষিণশ্রীপুরে ৯নং ওয়ার্ডকে স্বাস্থ্যসম্মত ঘোষনা
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ২৪ ।। ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা উদ্ধার
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৯ ।। ইয়াবা-ফেন্সিডিল উদ্ধার
  • পরিশ্রম আর ইচ্ছাশক্তিতে গ্যারেজে কাজে করে পড়ালেখা কলারোয়ার মোশাররফের
  • কালিগঞ্জে ইউএনও’র বদলীর আদেশ স্থগিতের দাবীতে মানববন্ধন
  • সাতক্ষীরায় জেলা ব্যাপী গ্রেফতার ১৯ ।। ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার বদলীর আদেশ স্থগিতের দাবীতে মানববন্ধন
  • কালীগঞ্জে ভূমিহীনদের সমাবেশ