মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

বাংলা নববর্ষকে বরণ করতে কালিগঞ্জ উপজেলায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বাংলা নববর্ষ ১৪২৫ বর্ষবরণ উৎসব উপলক্ষে ৯ এপ্রিল বেলা ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষ্যে কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মাঈনউদ্দিন হাসানের সভাপতিত্বে সভায় বাংলা নববর্ষ বরণ উপলক্ষে কালিগঞ্জে বিভিন্ন গ্রহন করেছে। কর্মসূচির মধ্যে সকাল ৮ টায় উপজেলা প্রাঙ্গন থেকে গ্রাম বাংলার ইতিহাস ঐতিহ্য তুলে ধরে বর্ণাঢ্য র‌্যালী মঙ্গল শোভাযাত্রা, সকাল সাড়ে ৮ টায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও বাউল সঙ্গীত পরিবেশন। সভায় বক্তভ্য রাখেন কালিগঞ্জ থানার ওসি তদন্ত মোহাম্মদ রাজিব হাসান, উপজেলা কৃষি অফিসার শেখ ফজলুল হক মনি, উপজেলা মৎস্য অফিসার শফিকুল ইসলাম, বিশিষ্ট সাহিত্যিক গাজী আজিজুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আব্দুল হাকিম, বাংলাদেশ সাংবাদিক সমিতির কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, এ্যাডঃ জাফরুল্লাহ ইব্রাহীম, কালিগঞ্জ পাইলট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিন্দ্রনাথ বাছাড়, উজ্জীবুনি ইন্সিটিট্রিউট স্কুলের প্রধান শিক্ষক শেখ ইকবাল আলম বাবলু, পাইলট মডেল হাইস্কুলের সহকারী শিক্ষক জি এম আবু আব্দুল্লাহ, উপজেলা লেডিস ক্লাবের সহ-সম্পাদিকা কনিকা সরকার, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভা নেত্রী জেবুন নাহার জেবু, হাজী তফিল উদ্দিন মহিলা মাদ্রাসার সুপার মাওঃ রমিজউদ্দিন, নাসরুল উলুম সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক হোসেন আলী, কালিগঞ্জ সদর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল আমিন, এম খাতুন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুধারাণী প্রমুখ। সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, এনজিও, সরকারী কর্মকর্তা, সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ছাত্রলীগ কালিগঞ্জ উপজেলা শাখার আনন্দ র‌্যালি অনুষ্ঠিত

বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল হওয়ায় কালিগঞ্জ উপজেলা ছাত্রলীগের আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১ টায় আনন্দ র‌্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক সমাবেশে মিলিত হয়। উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ শাওন আহমেদ সোহাগের সভাপতিত্বে র‌্যালি শেষে সমাবেশে বক্তব্য রাখেন সদর কুশুলিয়া স্কুল এন্ড কলেজের শিক্ষক ও সাবেক ছাত্রলীগ নেতা কাজী সাইফুল্লাহ। উপজেলা ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মীর মেহদেী হাসানের সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন সদর কুশুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মীর আবু বক্কর সিদ্দিক,যুগ্ন সাধারণ সম্পাদক আবু রায়হান,শিক্ষা বিষয়ক সম্পাদক কাজী মুহিত,কুশুলিয়া কলেজ ছাত্রলীগের সভাপতি কাজী রাহিত হাসান,সাধারণ সম্পাদক কাজী ইমন,ছাত্রনেতা নাইম হোসেন,সাকিব আল হাসান , কাজী জীম, কাজী সোহান,মেহেদেী হাসান ও আকাশ প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে তার হাতেই বাংলাদেশ নিরাপদ। তিনি যতবার ক্ষমতায় এসেছে বাংলাদেশে ততবার ব্যাপক উন্নয়ন হয়েছে। তাই এই উন্নয়ন অব্যহত রাখতে আবারও নৌকার বিজয় নিশ্চিত করার জন্য সকলকে এক সাথে কাজ করার আহ্বান জানান। এছাড়াও উপজেলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটে র‌্যালি ও সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। এসব র‌্যালিতে শত শত ছাত্রলীগের নেতা কর্মী অংশগ্রহণ করেন।

কালিগঞ্জের বাতুয়াডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি প্রাপ্ত ৬ শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান

কালিগঞ্জ তারালী ইউনিয়নের বাতুয়াডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২০১৭ সালের প্রাথমিক শিক্ষা সমাপনি পরীক্ষায় ৬ বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। ৯ এপ্রিল বেলা ১ টায় বাতুয়াডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে সংবর্ধনা অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার আব্দুল হাকিম। বিদ্যালয়ের এম এম সি সভাপতি বিশ্বনাথ ঘোষের সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন তারালী ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, ইউআরসি ইন্সেটেক্টর মাহবুবুর রহমান, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, তারালী ইউপি সদস্য বাবুল আক্তর ও বাবলুর রহামন, অভিভাবক হরিদাস সরকার, ওমর ফারুক বিশ্বাস, প্রেসক্লাবের তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এস এম আহম্মাদ উল্যাহ বাচ্ছু, সদস্য শেখ মোদাচ্ছের হোসেন জান্টু, কালিগঞ্জ অনলাইন রিপোর্টার্স ক্লাবের সাধারন সম্পাদক আতিকুর রহমান প্রমুখ। বৃত্তি প্রাপ্ত সংবর্ধীতি শিক্ষার্থী ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ফরহাদ ইসলাম, মোঃ রাকিব ইমরান, ফারজানা খাতুন। সাধারন বিভাগে সুরাইয়া ইয়াসমিন রশনি, সুমাইয়া পারভীন ও আব্দুর রহমান। শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট ও কলম প্রদান করা হয়। বাতুয়াডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়টি ১৯৫৪ সালে প্রতিষ্টিত হয়। ১৯৬৮ সালে প্রথমে এই বিদ্যালয় থেকে বৃত্তি পায়। ২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত ৫১ জন এপ্লাস বৃত্তি পেয়েছে। বিদ্যালয়টিতে সুপেও পানি, স্কুল ভবন, বারান্ডার গ্রীল ও স্কুল প্রাচির নির্মানের দাবি করেন। অনুষ্ঠানে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য, অভিভাবক, সাংবাদিক, সহকারী শিক্ষা অফিসারবৃন্দ, শিক্ষক ও ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে

সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ বা আয়না। এই আয়নায় সমাজেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৩, ইয়াবা-ফেন্সিডিল-গাঁজা উদ্ধার

সাতক্ষীরা জেলা ব্যাপী পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে মাদক মামলারবিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জের স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি ঢাকায় গ্রেফতার
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ৩৭, গাঁজা উদ্ধার
  • কালিগঞ্জে স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু!
  • সাতক্ষীরায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ
  • কালিগঞ্জের দক্ষিণশ্রীপুরে ৯নং ওয়ার্ডকে স্বাস্থ্যসম্মত ঘোষনা
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ২৪ ।। ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা উদ্ধার
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৯ ।। ইয়াবা-ফেন্সিডিল উদ্ধার
  • পরিশ্রম আর ইচ্ছাশক্তিতে গ্যারেজে কাজে করে পড়ালেখা কলারোয়ার মোশাররফের
  • কালিগঞ্জে ইউএনও’র বদলীর আদেশ স্থগিতের দাবীতে মানববন্ধন
  • সাতক্ষীরায় জেলা ব্যাপী গ্রেফতার ১৯ ।। ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার বদলীর আদেশ স্থগিতের দাবীতে মানববন্ধন
  • কালীগঞ্জে ভূমিহীনদের সমাবেশ