বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

যশোরের কেশবপুরের কয়েকটি খবর পড়ুন…

গড়ভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

যশোরের কেশবপুর উপজেলার গড়ভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের ২দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল সম্পন্ন হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিয়াকত আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা পরিষদের সদস্য হাসান সাদেক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা পরিষদের সদস্য সোহরাব হোসেন, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, পাঁজিয়া ইউপির সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দীন, বিদ্যালয় পরিচালনা পরিষদের সাবেক সভাপতি ইউপি সদস্য আব্দুল আহাদ আল বাহার ও সাবেক সভাপতি রেজাউল করিম। অনুষ্ঠন সঞ্চালনায় ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাজমূল আলম ও সহকারী শিক্ষক আতিয়ার রহমান। অনুষ্ঠানে বয়াতি শাহাজাহান আলী ও সালমা সুলতানার পরিবেশনায় জারীগান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

যশোরের কেশবপুর উপজেলার সন্যাসগাছায় আমেনা-শাহাদাৎ ফাউন্ডেশনের আয়োজনে গৌরীঘোনা ইউনিয়নের সকল শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃহস্পতিবার সন্ধ্যায় পুরস্কার বিতরণ করা হয়েছে। ঢাকা বারডেম মেডিকেল কলেজ হাসপাতালের বিভাগীয় প্রধান (শিশু) প্রফেসর আবিদ হোসেন মোল্যার সভাপতিত্বে ও ভরতভায়না মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান হাবিব মোল্যার সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানূর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখন চুকনগর ডিত্রী কলেজের অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলাম, গৌরীঘোনা ইউপির সাবেক চেয়ারম্যান এস এম আলী রেজা, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ ও সন্যাসগাছা মহিলা মাদ্রাসার সভাপতি আব্দুল খালেক মোল্যা।

জালাবদ্ধতা নিরসনে খাল খননের কাজ উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী ইসমাত আরা

যশোরের কেশবপুরে জালাবদ্ধতা নিরসনে ৩টি খাল খননের কাজ শুক্রবার সকালে উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন এবং বৃহত্তর খুলনা ও যশোর জেলা ক্ষুদ্রসেচ উন্নয়ন প্রকল্পের বাস্তবায়নে ২৭ লাখ টাকা ব্যায়ে উপজেলার শ্রীফলা খাল-সহ ৩টি খাল প্রধান অতিথি হিসাবে আনুষ্ঠানিকভাবে পুনঃখননের কাজ উদ্বোধন করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক। বিএডিসি যশোর রিজিয়নের প্রকৌশলী মাহাবুব আলমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বৃহত্তর খুলনা ও যশোর জেলা ক্ষুদ্রসেচ উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক আব্দুল্লাহ আল রশিদ ও কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানূর রহমান। বক্তব্য রাখেন মজিদপুর ইউপি চেয়ারম্যান আবু বকর আবু ও সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যশোর জেলা পরিষদের সদস্য হাসান সাদেক, সোহরাব হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ কবীর হোসেন, থানার অফিসার ইনচার্জ সৈয়দ আব্দুল্লাহ, উপজেলা প্রকৌশলী মুনছুর রহমান প্রমুখ। উদ্বোধন অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মাওঃ আব্দুল হালিম।

সাগরদাঁড়ি রাধা গোবিন্দ মন্দিরে ১৬ প্রহর ব্যাপী মহানামযজ্ঞ শনিবার শেকে শুরু

যশোরের কেশবপুরের সাগরদাঁড়ি সার্বজনীন রাধা গোবিন্দ মন্দিরে ১৬ প্রহর ব্যাপী মহানামযজ্ঞ শনিবার থেকে শুরু হচ্ছে। এ উপলক্ষে শনিবার অধিবাস পরিবেশন করবেন রাধারানী সম্প্রদায় ও রাধাগোবিন্দ সম্প্রদায়, রবিবার ও সোমবার হরিনাম সংকীর্ত্তন এবং মঙ্গলবার কুঞ্জভঙ্গ, নগর পরিভ্রমণ, ভোগ উৎসব ও প্রসাদ বিতরণ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে নামামৃত পরিবেশন করবেন সাতক্ষীরার গোপীনাথ সম্প্রদায় ও রাখাল রাজা সম্প্রদায়, শ্যামনগরের গোপাল কৃষ্ণ সম্প্রদায়, খুলনার গুরুভক্ত সম্প্রদায়, সাগরদাঁড়ির রাধা গোবিন্দ সম্প্রদায় ও মণিরামপুরের রাধারানী সম্প্রদায়।

নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ব্র্যাক স্কুলে অভিভাবক সমাবেশ

কেশবপুর উপজেলার কোমরপোল আইডিয়াল কলেজ প্রাঙ্গনে বৃহস্পতিবার দিনব্যাপী ব্র্যাক জেন্ডার জাস্টিস এ্যান্ড ডাইভারসিটি এবং শিক্ষা কর্মসূচীর উদ্যোগে নারী ও শিশুর প্রতি নির্যাতন ও সহিংসতা এবং বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ব্যবস্থাপক শামস-উল-ইসলামের সভাপতিত্বে ও কর্মসূচী সংগঠক কামরুল হাসান সঞ্চালনায় অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন আইডিয়াল কলেজের অধ্যক্ষ ফারুকে আজম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ ও জেলা ব্যবস্থাপক সঞ্জয় ব্যানার্জী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এলাকা ব্যাবস্থাপক আলিমা খাতুন, সিনিয়র শাখা ব্যাবস্থাপক কাজল রানী হীরা, শাখা ব্যবস্থাপক কামরুল হাসান, কর্মসূচী সংগঠক কামরুল হাসান, পপি রায়, অর্চনা মজুমদার, সারমিন আক্তার, রেহেনা খাতুন সিরামুল ইসলাম প্রমুখ। সমাবেশে ব্যাক স্কুলের ৩৮০ জন অভিবাবক অংশ নেন। শেষে চিত্রাংকর প্রতিযোগিতায় বিজয়ী ও ভাল অভ্যাস গ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

পাঁজিয়া মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

যশোরের কেশবপুর উপজেলার পাঁজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বুধবার দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস দে-র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলার নির্বাহী অফিসার মোঃ মিজানূর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পাঁজিয়া ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুল, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মাসুদুর রহমান, সহকারী পল্লী উন্নয়ন অফিসার হংসপতি বিশ্বাস, বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য বাবুর আলী গোলদার ও প্রভাষক তাপস মজুমদার। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষক উজ্জ্বল ব্যানার্জী। অনুষ্ঠানে জারীগান-সহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

বেনাপোলে নৌ-পরিবহন প্রতিমন্ত্রীর বৈঠক বর্জন করলো সাংবাদিকরা

বেনাপোল স্থলবন্দর আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের দ্বিতীয়তলায় নৌ-পরিবহন প্রতিমন্ত্রী ও স্থলবিস্তারিত পড়ুন

ঝিকরগাছায় বাস চাপায় মোটরসাইকেল আরোহী শিশুসহ দু’জন নিহত

যশোরে বাস চাপায় এক শিশু ও এক মোটসাইকেল আরোহীর মৃত্যুবিস্তারিত পড়ুন

  • কেশবপুরে বর্ণাঢ্য আয়োজনে মিনা দিবস পালিত
  • কেশবপুরে মটরসাইকেলসহ মাদক ব্যবসায়ী আটক
  • কেশবপুরে তৃণমূল সাংবাদিক দলের ত্রৈমাসিক সমন্বয় সভা
  • কেশবপুরে জয় সাহাকে পুনরায় ক্রীড়া সংস্থার সা.সম্পাদক করার দাবী
  • ঝিকরগাছার বাঁকড়ায় আ.লীগের বর্ধিত সভা
  • শার্শার হাড়িখালি আমবাগান থেকে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার
  • কেশবপুরে ভ্রাম্যমান আদালতে দুই মহিলা চোরকে কারাদন্ড
  • কেশবপুর উপজেলা দলিত পরিষদের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত
  • কেশবপুরের ভাল্যুকঘর মাদরারাস নিয়ে এক প্রভাষক ষড়যন্ত্রে লিপ্ত!
  • মারধর করায় বাচ্চা কোলে নিয়ে কেশবপুরে থানায় হনুমানের দল
  • বেনাপোল দিয়ে ইলিশমাছ ভারতে পাচারের সময় গ্রেফতার-২
  • বেনাপোল পোর্ট থানার ওসিকে পত্রিকা প্রতিনিধিদের ফুলেল শুভেচ্ছা