বৃহস্পতিবার, নভেম্বর ২৮, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

কেশবপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

যশোরের কেশবপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে।
২৬ মার্চ দিনব্যাপী উপজেলা প্রশাসনের উদ্যোগে বিজয় স্তম্ভে পুস্পস্তবক অর্পণ, বিজয় র‌্যালী, হাজারো মানুষের সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন,শিক্ষার্থীদের কুচকাওয়াজ, ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানূর রহমানের সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক এমপি।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ কবীর হোসেন,কেশবপুর থানা অফিসার ইনচার্জ সৈয়দ আব্দুল্লাহ, উপজেলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, জেলা পরিষদের সদস্য হাসান সাদেক জেলা পরিষদের সদস্য সোহরাব হেসেন প্রমুখ।
২৬ মার্চ প্রথম প্রহরে বিজয় স্তম্ভে শহীদদের স্মৃতির প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক (এমপি) । এছাড়া বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন,শিক্ষা প্রতিষ্ঠান বিজয় স্তম্ভে পুষ্পমাল্য অর্পন করেন।
এদিকে কেশবপুর কলেজ,আলিয়া মাদ্রাসা,কেশবপুর পাইলট স্কুল এন্ড কলেজ,পাইলট বালিকা বিদ্যালয়,পাঁজিয়া ডিগ্রী কলেজ,প্রতাপপুর দাখিল মাদ্রাসা ,মূলগ্রাম মাধ্যমিক বিদ্যালয় সহ উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে যথাযথ ভাবে দিবসটিপালন করা হয়।

কেশবপুরে গ্রামের কাগজের প্রতিষ্ঠাবার্ষিকী ও মিঠু শিকদার স্মরণে দোয়া, মিলাদ মাহফিল
যশোরের কেশবপুর আঞ্চলিক অফিসের উদ্যোগে সোমবার বিকেলে দৈনিক গ্রামের কাগজের ১৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হয়েছে।
কেশবপুর আঞ্চলিক অফিসে গ্রামের কাগজ পরিবারের সদস্য মিঠু শিকদার স্মরণে দোয়া, মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে গ্রামের কাগজের সিনিয়র স্টাফ রিপোর্টার ও আঞ্চলিক অফিসের পরিচালক মোতাহার হোসাইন এর সভাপতিত্বে ও গ্রমের কাগজের কেশবপুর প্রতিনিধি আব্দুল্লাহ আল ফুয়াদের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র রফিকুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন পল্লী বিদ্যুতের কেশবপুর জোনাল অফিসের ডিজিএম সিদ্দিকুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর শেখ এবাদত সিদ্দিক বিপুল, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সাগরদাঁড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মুস্তফিজুল ইসলাম মুক্তো, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, প্রেসক্লাবের সাবেক সভাপতি আজিজুর রহমান, উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মকবুল হোসেন, উপজেলা বঙ্গবন্ধু ছাত্র পরিষদের আহবায়ক সবুজ হোসেন নিরব। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গ্রামের কাগজের ভ্রাম্যমান প্রতিনিধি(চুকনগর) ইব্রাহিম রেজা ও মঙ্গলকোট ইউনিয়ন প্রতিনিধি পরেশ দেবনাথ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অধ্যাপক মশিউর রহমান, উপজেলা খেলাখর আসরের আহবায়ক আব্দুল মজিদ বড়ভাই,মঙ্গলকোট আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুর রহমান,এ ছাড়াও বিভিন্ন পত্রিকার প্রতিনিধিবৃন্দ বক্তব্য রাখেন। দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন সাগরদাঁড়ী আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নাসির উদ্দিন ।

কেশবপুরে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন
যশোরের কেশবপুরে ৫দিন ব্যাপি উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ দলিত হারচয়েস প্রকল্পের আয়োজনে ২৭ মার্চ প্রকল্প অফিসে সম্পন্ন হয়েছে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন অফিসার পুলক কুমার শিকদার। প্রশিক্ষণ প্রদান করেন দলিত হারচয়েস প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক নাজমিন নাহার, ইউনিয়ন ফ্যাসিলিলেটর নাসিমা খাতুন, ইউনিয়ন ফ্যাসিলিলেটর প্রহ্লাদ দাস, ইউনিয়ন ফ্যাসিলিলেটর রুমিচা খাতুন ও ইউনিয়ন ফ্যাসিলিলেটর অপর্না রানী দাস।

কেশবপুরে বিশ্ব পানি দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
যশোরের কেশবপুর উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পনি উন্নয়ন বোর্ডের আয়োজনে বিশ্ব পানি দিবস- ২০১৮ উপলক্ষে মঙ্গলবার সকালে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পনি উন্নয়ন বোর্ড কেশবপুরের উপ-বিভাগীয় প্রকৌশলী সায়েদুর রহমানের সভাপতিত্বে উপজেলা পরিষদ সম্মুখে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানূর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ কবীর হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ পনি উন্নয়ন বোর্ড কেশবপুরের উপ-সহকারী প্রকৌশলী ফিরোজ হোসেন, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, পাঁজিয়া ইউনিয়ন ভূমি কর্মকর্তা শহিদুল ইসলাম প্রমুখ।

কেশবপুরে ইকোনমিক জোন স্থাপনের মাধ্যমে ব্যাপক কর্মসংস্থানের সৃষ্টি করা হবে……………..জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক বলেছেন, কেশবপুর কৃষি, মৎস্য, পোল্টি ও প্রাণীসম্পদে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। এই উপজেলায় একটি ইকোনমিক জোন স্থাপনের প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে। এর ফলে স্থানীয় জনগণের জন্য ব্যাপক কর্মসংস্থানের সৃষ্টি হবে। তিনি বাল্যবিবাহ না দিয়ে লোখা-পড়া করে জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য মেয়ে ও অভিভাকদের প্রতি আহ্বান জানান। গতকাল দুপুরে উপজেলার আগরহাটি গ্রামে ইউপি সদস্য লিয়াকত আলীর বাড়িতে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আগরহটি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবু বক্কর ফকিরের সভাপতিত্বে ও যুবলীগনেতা অলোক চক্রবর্তীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌর মেয়র রফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, যশোর জেলা পরিষদের সদস্য হাসান সাদেক, থানার ওসি সৈয়দ আব্দুল্লাহ, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি তপন কুমার ঘোষ মন্টু, সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সিলর শেখ এবাদত সিদ্দিক বিপুল, সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ, পৌর আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক পৌর কাউন্সিলর জামাল উদ্দীন সরদার, সুফলাকাটি ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ, বিদ্যানন্দকাটি ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন, গৌরীঘোনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডাঃ অরুণ কুমার দে, সাধারণ সম্পাদক গৌরীঘোনা ইউপি চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান হাবিব, সাঈদুর রহমান সাঈদ, আবুল বাসার, ইউপি সদস্য আফজাল হোসেন, কাজল, হাফিজুর, গৌরীঘোনা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আসাদ মোল্যা প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

বেনাপোলে নৌ-পরিবহন প্রতিমন্ত্রীর বৈঠক বর্জন করলো সাংবাদিকরা

বেনাপোল স্থলবন্দর আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের দ্বিতীয়তলায় নৌ-পরিবহন প্রতিমন্ত্রী ও স্থলবিস্তারিত পড়ুন

ঝিকরগাছায় বাস চাপায় মোটরসাইকেল আরোহী শিশুসহ দু’জন নিহত

যশোরে বাস চাপায় এক শিশু ও এক মোটসাইকেল আরোহীর মৃত্যুবিস্তারিত পড়ুন

  • কেশবপুরে বর্ণাঢ্য আয়োজনে মিনা দিবস পালিত
  • কেশবপুরে মটরসাইকেলসহ মাদক ব্যবসায়ী আটক
  • কেশবপুরে তৃণমূল সাংবাদিক দলের ত্রৈমাসিক সমন্বয় সভা
  • কেশবপুরে জয় সাহাকে পুনরায় ক্রীড়া সংস্থার সা.সম্পাদক করার দাবী
  • ঝিকরগাছার বাঁকড়ায় আ.লীগের বর্ধিত সভা
  • শার্শার হাড়িখালি আমবাগান থেকে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার
  • কেশবপুরে ভ্রাম্যমান আদালতে দুই মহিলা চোরকে কারাদন্ড
  • কেশবপুর উপজেলা দলিত পরিষদের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত
  • কেশবপুরের ভাল্যুকঘর মাদরারাস নিয়ে এক প্রভাষক ষড়যন্ত্রে লিপ্ত!
  • মারধর করায় বাচ্চা কোলে নিয়ে কেশবপুরে থানায় হনুমানের দল
  • বেনাপোল দিয়ে ইলিশমাছ ভারতে পাচারের সময় গ্রেফতার-২
  • বেনাপোল পোর্ট থানার ওসিকে পত্রিকা প্রতিনিধিদের ফুলেল শুভেচ্ছা