বুধবার, অক্টোবর ৩০, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

কালিগঞ্জের দক্ষিন শ্রীপুর ইউনিয়নে শান্তির প্রত্যয়ে পদযাত্রা অনুষ্ঠিত

কালিগঞ্জে সামাজিক সম্প্রীতি গড়ে তুলে দ্বন্দ, সন্ত্রাস, বৈষম্য যাও ভূলে এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সকল ক্ষেত্রে দ্বদœ, বৈষম্য ও ধ্বংসাত্মক কাযক্রম বন্ধে স্থানীয় সকল শ্রেণি পেশার মানুষের অংশগ্রহণে শান্তির প্রত্যয়ে পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০ টায় দি-হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের আয়োজনে শান্তির প্রত্যয়ে দক্ষিন শ্রীপুর ইউনিয়ন পরিষদ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বাহির হয়ে দক্ষিনশ্রীপুরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে ইউনিয়ন পরিষদ চত্তরে এসে শেষ হয়। র‌্যালী শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন দক্ষিনশ্রীপুর ইউনিয়ন সহিংসতা প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ মনিরুল ইসলাম মন্টু, ইয়ূথ গ্রুপের সভাপতি মোঃ রবিউল ইসলাম ছট্রু। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আনিছুর রহমান, মমতাজ বেগম, জাহিদ হাসান, মেহেদী হাসান, রফিকুল ইসলাম, সাইফুল ইসলাম, শামীম হোসেন, নাহিদ পারভেজ প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটির সহযোগীতায় ও পরিচালনায় ছিলেন ইয়ুথ গ্রুপ দক্ষিন শ্রীপুর ইউনিয়ন শাখা।

কালিগঞ্জে ‘‘১৮ এর আগে বিয়ে নয়’’ শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত

‘‘আমেরিকান সরকারের আন্তজার্তিক উন্নয়ন সংস্থা (ইউএনএআইডি) এর ফুড ফর পিস (টাইটেল ২) খাদ্য সহায়তা কার্যক্রমের অর্থায়নে ‘‘নবযাত্রা’’ একটি পাঁচ বছর মেয়াদী প্রকল্প যা ২০১৫ সালের সেপ্টেম্বরে শুরু হয়েছে এবং ২০২০ সালের সেপ্টেম্বরে শেষ হবে। ওয়াল্ড ভিশন বাংলাদেশ এর নেতৃত্বে নবযাত্রা প্রকল্প‘র অংশীদারিত্বের ভিত্তিতে ওয়াল্ড ফুড প্রোগাম, উইনরক ইন্টারন্যাশনাল এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পটি বাংলাদেশের দক্ষিণ পশ্চিম উপকূলীয় খুলনা জেলার দাকোপ ও কয়রা এবং সাতক্ষীরা জেলার কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলার ৮, ৫৬,১১৬ জন উপকারভোগীর জন্য বাস্তবায়িত হচ্ছে। স্থানীয় অংশীদার সংস্থা, সুশীলন, নবযাত্রা কর্মসূচীর সুশাসন, জেন্ডার, এবং গ্র্যজুয়েশন কার্য¤্রমের সঞ্চায়ী দল সম্পর্কিত কার্যবলী বাস্তবায়ন করছে।’’ ওয়াল্ড ভিশন বাংলাদেশ সুশীলন‘র ‘‘নবযাত্রা’’ প্রকল্পের মাধ্যমে শিশু বিবাহ ও জেন্ডার ভিত্তিক নির্যাতন প্রতিরোধ ও নারী পুরুষের সাম্যতা নিশ্চিত করনের জন্য সাতক্ষীরা জেলার কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলায় কাজ করে আসছে। বর্তমান সরকার বাল্যবিবাহ বন্ধে কার্যকরী যে উদ্যোগ গ্রহন করেছে নবযাত্রা প্রকল্প সেসব উদ্যোগ বাস্তবায়নে সরকারের পরিপূরক হিসেবে নিরলসভাবে কাজ করছে। শুক্রবার ২৩ মার্চ, ২০১৮ ইং তারিখে বাল্যবিবাহ ভিশন বাংলাদেশ এর নেতৃত্বে এবং স্থানীয় অংশীদার সংস্থা সুশীলন কর্তৃক র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। কালিগঞ্জ প্রেসক্লাব ও বাংলাদেশ সাংবাদিক সমিতি কালিগঞ্জ শাখার আয়োজনে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সাংবাদিক সমিতি কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ থানার এস আই মামুনুর রহমান।কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় সভায় আরো উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এস এম আহম্মাদ উল্যাহ বাচ্ছু, কালিগঞ্জ অনলাইন রিপোর্টার্স ক্লাবের সাধারন সম্পাদক আতিকুর রহমান, নবযাত্রার জেন্ডার অফিসার লাইলী আরজুমান খানম, এমসিএইচএমন অফিসার লীনা গোমেজ সহ বিভিন্ন বেসরকারী সংস্থঅর কর্মকর্তা, নবযাত্রার বিভিন্ন কম্পোনেন্টের কর্মকর্তাগন, বিভিন্ন কলেজ, বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। প্রধান অতিথি কালিগঞ্জ থানার এসআই মামুনুর রহমান বলেন আমরা সকলে মিলে বাল্যবিবাহ প্রতিরোধে কাজ করবো। কোথাও বাল্যবিবাহের সংবাদ েেল আমাদের জানাবেন, আমরা সাথে সাথেই এই ধরণের বিবাহ বন্ধে উদ্যোগ গ্রহণ করবো। সভাপতি, বাংলাদেশ সাংবাদিক সমিতি কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন বলেন যেখানে বাল্যবিবাহের সংবাদ পাচ্ছি আমরা সেখানেই ছুটে যাচ্ছি। এবং বিবাহ বন্ধ করছি, সংবাদপত্রে প্রচার করছি। আপনারা যেখানেই বাল্যবিবাহের সংবাদ শুনবেন তা আমাদের জানাবেন, আমরা প্রসাশনের সহায়তা নিয়ে এই ধরণের বাল্য বিবাহ বন্ধ করবো। আলোচনা সভা শেষে প্রধান অতিথি বাল্যবিবাহ বন্ধে অংশগ্রহণকারীদেরকে শপথ বাক্য পাঠ করান।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে

সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ বা আয়না। এই আয়নায় সমাজেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৩, ইয়াবা-ফেন্সিডিল-গাঁজা উদ্ধার

সাতক্ষীরা জেলা ব্যাপী পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে মাদক মামলারবিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জের স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি ঢাকায় গ্রেফতার
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ৩৭, গাঁজা উদ্ধার
  • কালিগঞ্জে স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু!
  • সাতক্ষীরায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ
  • কালিগঞ্জের দক্ষিণশ্রীপুরে ৯নং ওয়ার্ডকে স্বাস্থ্যসম্মত ঘোষনা
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ২৪ ।। ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা উদ্ধার
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৯ ।। ইয়াবা-ফেন্সিডিল উদ্ধার
  • পরিশ্রম আর ইচ্ছাশক্তিতে গ্যারেজে কাজে করে পড়ালেখা কলারোয়ার মোশাররফের
  • কালিগঞ্জে ইউএনও’র বদলীর আদেশ স্থগিতের দাবীতে মানববন্ধন
  • সাতক্ষীরায় জেলা ব্যাপী গ্রেফতার ১৯ ।। ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার বদলীর আদেশ স্থগিতের দাবীতে মানববন্ধন
  • কালীগঞ্জে ভূমিহীনদের সমাবেশ