বুধবার, নভেম্বর ২৭, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

আরো খবর...

কেশবপুরে এক ব্যক্তির করুণ মৃত্যু

যশোরের কেশবপুর উপজেলার পাঁচবাঁকাবর্শী গ্রামের মীর আলী মোড়লের ছেলে জমিস উদ্দিন নামে এক ব্যক্তির করুণ মৃত্যু হয়েছে ।
এলাকাবাসী জানায়, বৃহষ্পতিবার সকালে জসিম উদ্দিন(৩৫) তেতুল গাছে তেতুল পাড়তে ওঠে। এ সময় অসাবধনতা বসত পা ফসকে তেতুল গাছ থেকে নিচে পড়ে গুরুত্বর আহত হয়। স্থানিয়রা তাকে উদ্ধার করে কেশবপুর স্বাস’্য কমপে¬ক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
এব্যাপারে কেশবপুর স্বাস’্য কমপে¬ক্সের আবাসিক মেডিকেল অফিসার পলাশ দে জানান, তাকে মৃত্যু অবস’ায় হাসপাতালে আনা হয়।

কেশবপুরে জাগরণী চক্র ফাউন্ডেশনের উদ্যোগে দরিদ্রদের মাঝে ছাগল ও মুরগী বিতরণ

যশোরের কেশবপুরের আলতাপোল আশ্রয় কেন্দ্রে বৃহস্পতিবার দুপুরে জাগরণী চক্র ফাউন্ডেশনের উদ্যোগে দরিদ্রদের মাঝে ছাগল ও মুরগী বিতরণ করা হয়েছে। জাগরণী চক্র ফাউন্ডেশনের এলাকা ব্যাবস্থাপক জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও চুকনগর শাখা ব্যাবস্থাপক ফারুক হোসেনের পরিচালনায় ইউপিপি- উজ্জীবিত কম্পোনেন্টের আওতায় প্রধান অতিথি হিসাবে দরিদ্রদের মাঝে ছাগল ও মুরগী বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানূর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দীন আলা, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ ও সদর ইউপির প্যানেল চেয়ারম্যান গৌতম রায়।

বাংলাদেশ মধ্য আয়ের দেশ কেশবপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত

বাংলাদেশ নি¤œ আয় থেকে নি¤œ মধ্য আয়ের দেশে উত্তরণে কেশবপুরে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বৃহস্পতিবার বিকালে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি তপন কুমার ঘোষ মন্টু সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজের পরিচালনায় দলীয় কার্যালয়ের সম্মুখে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন যশোর জেলা পরিষদের সদস্য হাসান সাদেক, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সিলর শেখ এবাদত সিদ্দিক বিপুল, সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, উপজেলা যুবলীগের আহ্বায়ক প্যানেল মেয়র বিশ্বাস শহিদুজ্জামান শহিদ, যুগ্ম-আহ্বায়ক আবু সাঈদ লাভলু, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক খন্দকার আব্দুল আজিজ, উপজেলা বঙ্গবন্ধু ছাত্র পরিষদের আহ্বায়ক সবুজ হোসেন নিরব প্রমুখ। আলোচনা সভার পূর্বে একটি আনন্দ শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীণ করে।

কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার মিজানূর রহমানের সফলাতা ॥ ৬ মাসে সকল সেক্টরে ব্যাপক উন্নয়ন

যশোরের কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার মিজানূর রহমানের কর্মদক্ষতায় বিগত ৬ মাসে উপজেলার সকল সেক্টরে ব্যাপক উন্নয়ন ঘটেছে।
জানাগেছে মোঃ মিজানূর রহমান গত বছরের আগস্ট মাসের শেষের দিকে কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার হিসাবে যোগদান করেন। যোগদানের করেই তিনি এক মাসের একটি প্রশিক্ষণ গ্রহণ করে কেশবপুরের সাংসদ জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক-এর নির্দেশনা অনুযায়ী সকল সেক্টরে উন্নয়নে সচেষ্ট হন। তিনি ইতিমধ্যে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনেন এবং প্রতিটি পরীক্ষা নকল মূক্ত পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। তিনি উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করে সকল সমস্যা চিহ্নিত করে পর্যাক্রমে ঐ সকল সমস্যা সমাধানে সচেষ্ট রয়েছেন। ইতিমধ্যে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৮ উপলক্ষে কেশবপুর উপজেলা যশোর জেলার মধ্যে প্রথম স্থান অধিকার করেছে। স্বাস্থ্য সেক্টরে তাঁর সজাগ দৃষ্টি রয়েছে। স্বাস্থ্য সেবায় কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দেশের মধ্যে ২য় স্থান অধিকার করেছে।
তিনি ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন করে কেশবপুর শহর থেকে যানজট নিরসন করেছেন। যা তিনি নিজে প্রতিনিয়ত পর্যবেক্ষণ করে থাকেন। উপজেলাব্যাপী রাস্তা সংস্কার ও নুতনভাবে নির্মাণ কাজ চলমান রয়েছে। ঐ সকল রাস্তার মান ভালো করার জন্য তিনি প্রতিনিয়ত পরিদর্শন করে থাকেন। জনসাধারণকে ভূমি সেবা প্রদানের জন্য তিনি উপজেলা সহকারী কমিশনার মোঃ কবীর হোসেনকে সার্বক্ষণিক পরামর্শ দিয়ে থাকেন।
তিনি কৃষিতে উন্নয়নের জন্য সরকারের পক্ষ থেকে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করেন এবং কৃষকদের সাথে মতবিনিময় করেন।
যুব উন্নয়ন অধিদপ্তরে মাধ্যেমে বেকার যুবকদের প্রশিক্ষণ ও স্বল্প সূদে লোন বিতরণ তাঁর নেতৃত্বে চলমান রয়েছে। মৎস্য, প্রাণী সম্পদ, সমাজসেবা, সমবায়, মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তর সহ সকল দপ্তরের প্রতি তাঁর সজাগ দৃষ্টি রয়েছে।
তিনি ইতিমধ্যে উপজেলা পরিষদকে নান্দনিক করে গড়ে তুলেছেন। উপজেলার প্রাচীর ও ভবন সমূহ সংস্কার করেছেন। শোভা বর্ধনে উপজেলা পরিষদে ফুলের বাগান নির্মাণ করেছেন। রং-বেরংগের বাতি লাগিয়েছেন। পেষ্টার-লিফ্লেট লাগানোর জন্য উপজেলা পরিষদ সম্মুখে আলাদা ওয়াল তৈরী করেছেন। জেলা পরিষদের অর্থায়নে একটি নান্দনিক শহীদ মিনার তৈরী হয়েছে। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেকে-এর একান্ত ইচ্ছায় শতভাগ বিদ্যুতায়নের আওতায় তিনি আগরহাটী ও সন্যাসগাছা আশ্রয় কেন্দ্রের প্রতিটি ঘরে সোলার বিতরণ করেছেন। আগামীতে কেশবপুর থেকে জলাবদ্ধতা দূরীকরণে নদ-নদী খননের ব্যাপারে তিনি সজাগ দৃষ্টি রেখেছেন।
তিনি কেশবপুরে যোগদানের পর থেকে সকল জাতীয় দিবস বিপুল উৎসাহ উদ্দিপনার সাথে পালিত হচ্ছে। তাছাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানূর রহমানের নেতৃত্বে সকল দপ্তরের কর্মকর্তারা জনসাধারণের সর্বোচ্চ সেবা প্রদান করে চলেছেন।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

বেনাপোলে নৌ-পরিবহন প্রতিমন্ত্রীর বৈঠক বর্জন করলো সাংবাদিকরা

বেনাপোল স্থলবন্দর আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের দ্বিতীয়তলায় নৌ-পরিবহন প্রতিমন্ত্রী ও স্থলবিস্তারিত পড়ুন

ঝিকরগাছায় বাস চাপায় মোটরসাইকেল আরোহী শিশুসহ দু’জন নিহত

যশোরে বাস চাপায় এক শিশু ও এক মোটসাইকেল আরোহীর মৃত্যুবিস্তারিত পড়ুন

  • কেশবপুরে বর্ণাঢ্য আয়োজনে মিনা দিবস পালিত
  • কেশবপুরে মটরসাইকেলসহ মাদক ব্যবসায়ী আটক
  • কেশবপুরে তৃণমূল সাংবাদিক দলের ত্রৈমাসিক সমন্বয় সভা
  • কেশবপুরে জয় সাহাকে পুনরায় ক্রীড়া সংস্থার সা.সম্পাদক করার দাবী
  • ঝিকরগাছার বাঁকড়ায় আ.লীগের বর্ধিত সভা
  • শার্শার হাড়িখালি আমবাগান থেকে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার
  • কেশবপুরে ভ্রাম্যমান আদালতে দুই মহিলা চোরকে কারাদন্ড
  • কেশবপুর উপজেলা দলিত পরিষদের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত
  • কেশবপুরের ভাল্যুকঘর মাদরারাস নিয়ে এক প্রভাষক ষড়যন্ত্রে লিপ্ত!
  • মারধর করায় বাচ্চা কোলে নিয়ে কেশবপুরে থানায় হনুমানের দল
  • বেনাপোল দিয়ে ইলিশমাছ ভারতে পাচারের সময় গ্রেফতার-২
  • বেনাপোল পোর্ট থানার ওসিকে পত্রিকা প্রতিনিধিদের ফুলেল শুভেচ্ছা