কালিগঞ্জে সাতক্ষীরা ৩ আসনের পূর্বের সীমানা বহালের দাবিতে মানববন্ধন
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশন সদ্য ঘোষিত ৩৮টি সংসদীয় আসনের সীমানা পুর্ণনির্ধারণ সংক্রান্ত প্রস্তাবনার বিপক্ষে আপত্তি জানিয়ে ও সাতক্ষীরা-০৩ (দেবহাটা,আশাশুনি ও কালিগঞ্জ আংশিক) আসনের পূর্বের সীমানা বহালের দাবিতে বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার আংশিক চার ইউনিয়নের আওয়ামীলীগ এর অঙ্গসংগঠন সহ এলাকার সর্বস্থরের জনগণ মানববন্ধন করেছে।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গত ১৪ মার্চ ১৬টি জেলার ৩৮টি সংসদীয় আসন পরিবর্তন এনে খসড়া চূড়ান্ত করে নির্বাচন কমিশন (ইসি)। ইতোমধ্যে এই তালিকা বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করেছে। উক্ত ৩৮টি আসনের মধ্যে আশাশুনি,দেবহাটা ও কালিগঞ্জ উপজেলার ৪টি ইউনিয়ন নিয়ে গঠিত সাতক্ষীরা-০৩ এবং শ্যামনগর ও কালিগঞ্জের অবশিষ্ঠ ৮টি ইউনিয় নিয়ে গঠিত সাতক্ষীরা-০৪ আসনের সীমানা পুর্ণনির্ধারণ করে আশাশুনি ও দেবহাটা উপজেলা নিয়ে সাতক্ষীরা-০৩ এবং কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলা নিয়ে সাতক্ষীরা-০৪ আসন পুর্ণগঠনের প্রস্তাব করা হলে পূর্বের সীমানা বহালের দাবিতে কালিগঞ্জ উপজেলার চম্পাফুল, তারালী, ভাড়াশিমলা ও নলতা ইউনিয়ন আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠন এবং এলাকার সর্বস্থরের মানুষ পৃথক পৃথকভাবে মানববন্ধন করে।
২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে এই আসনটি পুর্ণগঠন করা হয়। সাতক্ষীরা জেলার ৫টি আসনের একটি কমিয়ে ৪টি আসন করা হয়। শ্যামনগর উপজেলার সাথে কালিগঞ্জ কাকশিয়ালি নদীর ওপারের ৮টি ইউনিয়ন যুক্ত করে ২০টি ইউনিয় নিয়ে সাতক্ষীরা-০৪ আসন গঠন করা হয়। অপরদিকে কালিগঞ্জের কাকশিয়ালি নদীর উত্তর পাশের ৪টি ইউনিয়ন(চম্পাফুল,তারালী,ভাড়াশিমলা ও নলতা), দেবহাটা উপজেলা ও আশাশুনি উপজেলা নিয়ে গঠন করা হয় সাতক্ষীরা-০৩ আসন।
এদিকে বর্তমানে শ্যামনগর উপজেলার ১২টি ইউনিয়নের ভোটার সংখ্যা ২,৫৮,৪৫৮ জন। অপরদিকে কালিগঞ্জের ৮টি ইউনিয়নের ভোটার সংখ্যা ১,৪৩,১৯৪ জন। বর্তমান সাতক্ষীরা-০৪ আসনের মোট ভোটার ৪,০১,৬৫২ জন। এর সাথে কালিগঞ্জের আরো ৪টি ইউনিয়ন যুক্ত হলে এই আসনের ভোটার বাড়বে ৭৮,২৮৯ জন। অর্থাৎ মোট ভোটার হবে ৪,৭৯,৯৪৮ জন।
অপরদিকে আশাশুনির ১১টি ইউনিয়নের বর্তমান ভোটার ২,১৪,৬৩০ জন। আর দেবহাটার ৫টি ইউনিয়নের ভোটার রয়েছে ৯৭,৯৭৯ জন। অর্থাৎ প্রস্তাবিত-০৩ আসনের ভোটার হবে ৩,১২,৫০৯ জন। সেক্ষেত্রে দুটি আসনের ভোটার ব্যবধান হবে ১,৬৭,৪৩২ জন। তাই উপজেলার অখন্ডতাকে প্রাধান্য না দিয়ে ভোটার ও জনসংখ্যা প্রাধান্য দিয়ে ২০০৮ সালের অর্থাৎ পূর্বের সীমানা বহাল রাখার দাবীতে কালিগঞ্জের উপজেলার আংশিক চার ইউনিয়নের সকল স্থরের মানুষ পৃথক পৃথকভাবে মানবন্ধন করেছে।
নলতা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি মাস্টার শামসুর রহমানের সভাপতিত্বে উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন,নলতা ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ তারিকুল ইসলাম, জেলা পরিষদ সদস্য এস.এম আসাদুর রহমান সেলিম, নলতা আহ্ছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তোফায়েল আহমেদ, নলতা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুল হোসেন পাড়।
মানববন্ধনে বক্তরা পূর্বের সীমানা বহাল রেখে একাদশ জাতীয় সংসদ নির্বাচন করার জন্য প্রধান মন্ত্রী ও নির্বাচন কমিশনারের কাছে দাবি জানান। সংসদ সদস্য অবহেলিত এই এলাকায় অনেক উন্নয়ন করেছেন। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পূর্বের সীমানা বহাল রেখে আবারও ডাঃ আফম রুহুল হক এমপিকে নির্বাচিত করে শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করার আহবান করেন।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ
১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন
‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ বা আয়না। এই আয়নায় সমাজেরবিস্তারিত পড়ুন
আশাশুনিতে পূর্বের বিয়ের তথ্য গোপন করে আবারো অন্যত্র বিয়ে দেয়ার অভিযোগ!
সাতক্ষীরার আশাশুনিতে পূর্ববর্তী বিয়ের তথ্য গোপন করে অধিক লাভ ওবিস্তারিত পড়ুন