আরো খবর...
কালিগঞ্জে দুই সন্তানের জননীকে জবাই করে হত্যা,হত্যাকারি স্বামীর আত্মসমর্পণ
সাতক্ষীরার কালিগঞ্জ পল্লীতে পাষান্ড স্বামী তার স্ত্রীকে জবাই করে হত্যা করেছে। স্ত্রী নাসিমা খাতুন (৩৩)কে জবাই করে হত্যার পর স্বামী জালাল সানা নিজে পুলিশের নিকট আত্মসমর্পণ করেছে।
ঘটনাটি মঙ্গলবার গভীর রাতে কালিগঞ্জে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে ঘটেছে। স্ত্রীকে হত্যার পর বুুধবার সকালে হত্যাকারি জালাল সানা কালিগঞ্জ থানায় যেয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করে। এ ঘটনায় পুলিশ তাকে আটক করেছে। গৃহবধু নাসিমা খাতুন দু’মেয়ে সন্তানের জননী।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুবীর দত্ত জানান, নাসিমা-জালাল দম্পত্তি দিনমজুরের কাজ করে সংসার নির্বাহ করেন। তাদের ৮ম শ্রেণীতে ও দশম শ্রেণীতে পড়ুয়া দুটি মেয়ে রয়েছে। সম্প্রতি জালাল সানা মানসিকভাবে কিছুটা ভারসাম্য হারিয়ে ফেলেছেন। যাকে তাকে মারধর করাসহ মানুষের সাথে তিনি অসংলগ্ন আচরণ করছেন।
মঙ্গলবার রাতের কোন এক সময়ে তিনি তার স্ত্রীকে দাঁ দিয়ে জবাই করে হত্যা করেন। সকালেই তিনি থানায় এসে আত্মসমর্পণও করেছেন।
পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল পাঠিয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বঙ্গবন্ধুর জন্মদিন ও মহান স্বাধীনতা দিবস পালনে প্রস্তুতি সভা
কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ১৭ মার্চ বঙ্গবন্ধুর ৯৯ তম জন্মদিবস, জাতীয় শিশু দিবস ও মহান স্বাধীনতা দিবস পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ মার্চ) বেলা ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে ইউএনও গোলাম মাঈনউদ্দিন হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ ওয়াহেদুজ্জামান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূর আহম্মেদ মাছুম, কালিগঞ্জ থানার ওসি (তদন্ত) মোহাম্মদ রাজিব হোসেন, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আব্দুল হাকিম, উপজেলা জাতীয় পাটির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মাহবুবর রহমান, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক আলহাজ্ব খান আছাদুর রহমান ও এ্যাডঃ শেখ মোজাহার হোসেন কান্টু, কালিগঞ্জ কলেজের অধ্যক্ষ জি এম রফিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা শেখ ফজলুল হক মনি, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শহীদুর রহমান শহিদ, উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা মনজিৎ কুমার মন্ডল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহারিয়ার মাহমুদ রনজু, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন আক্তার, তারালী ইউপি চেয়ারম্যানর এনামুল হোসেন, কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান কে এম মোশারাফ হোসেন, রতনপুর ইউপি চেয়ারম্যান আশরাফুল হোসেন খোকন, ধলবাড়িয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব গাজী শওকাত হোসেন সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি, এনজিও প্রতিনিধি অংশগ্রহন করেন।
১শ ৭৮ বোতল ফেন্সিডিল উদ্ধার
কালিগঞ্জে ১ শ ৭৮ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। থানা সূত্রে জানাগেছে, জেলা মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ-পরিদর্শক বিজয় কুমার মজুমদারের নেতৃত্বে সঙ্গী ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দুপুর ১২টার দিকে উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের সুলতানপুর গ্রামের মৃত এন্তাজ আলী পাড়ের ছেলে মাদক ব্যবসায়ি আবুল কাশেম পাড়ের বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে আবুল কাশেম পালিয়ে যেতে সক্ষম হয়। এসময় তার বসত বাড়ির রান্না ঘরে কাঠের বাক্সের মধ্যে লুকিয়ে রাখা ১ শ ৭৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। যার অনুমানিক মূল্য ১ লাখ ৪২ হাজার ৪‘শ টাকা। পরে জেলা মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক লাকীয়া খানম বাদি হয়ে মাদক ব্যবসায়ি আবুল কাশেমসহ অজ্ঞত ব্যক্তিদের আসামি করে কালিগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছে।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ
সেই ৩৫ বস্তা টাকা জ্বালানী বানালেন স্থানীয়রা
বগুড়ার শাহজাহানপুরে রাস্তার পাশে পাওয়া বস্তা ভর্তি কুচি কুচি করাবিস্তারিত পড়ুন
টাকার স্তূপ নিয়ে হুলুস্থুল, যুবকের কাণ্ড মুহূর্তে ভাইরাল
বগুড়ার শাজাহানপুরের জালশুকা এলাকার খাউড়া ব্রিজের পূর্ব দিকের সড়ক ওবিস্তারিত পড়ুন
বগুড়ায় রাস্তার পাশে ৩৫ বস্তা ছেঁড়া টাকা!
বগুড়ার শাজাহানপুর উপজেলার জালশুকা গ্রামের খাওড়া ব্রিজের কাছ থেকে ৩৫বিস্তারিত পড়ুন