আরো খবর...
তালা থানায় সন্তানের বিরুদ্ধে পিতার অভিযোগ
তালায় নিজ ছেলের বিরুদ্ধে টাকাচুরি ও জীবন নাশের হুমকিতে থানায় অভিযোগ করেছে এক অসহায় পিতা। ঘটনাটি ঘটেছে তালা উপজেলার হরিহরনগর গ্রামে।
মামলার বিবরণ ও পারিবারিক সূত্র জানায়, গত ১৪ ফেব্রুয়ারী দুপুরের দিকে তালা উপজেলার হরিহরনগর গ্রামের মৃত আব্দুল খালেক শেখে’র ছেলে আবুল হোসেন শেখ বাড়িতে ছিলনা। এসুযোগে তারই বড় ছেলে রুবেল শেখ (২২) ঘরের সোকেচের তালা ভেঙ্গে নগদ সাড়ে ৪ লাখ টাকা ও স্বর্ণালংকার যার আনুমানিক মূল্য ৩৪ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।
ঐ সময় তার ছোট ছেলে রশিদ শেখ (১২) দেখে ফেলে, এরপর আবুল হোসেন বাড়ীতে ফিরলে ছোট ছেলে রশিদ তাকে বিস্তারিত খুলে বলে। এরপর সে রুবেলকে সম্ভাব্য সকল জায়গায় ব্যাপক খোঁজাখুজি করেও না পেয়ে বাধ্য হয়ে গত ২৪ ফেব্রুয়ারী তালা থানায় নিজ ছেলে রুবেলের বিরুদ্ধে একটি এজাহার দিয়েছেন।
আবুল হোসেন জানান, বিষয়টি অবগত হয়ে অজ্ঞাত স্থান থেকে রুবেল ০১৭৮২-১৮৬১৩৪ নং মোবাইল থেকে জীবননাশের হুমকি দিয়েছে বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
২রা মার্চ ঐতিহাসিক ‘জাতীয় পতাকা’ দিবস পালন
২রা মার্চ ঐতিহাসিক ‘জাতীয় পতাকা’ দিবস উপলক্ষে তালা উপজেলা জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)’র উদ্যোগে গতকাল শুক্রবার নিজস্ব কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জেএসডির সভাপতি প্রফেসার বীর মুক্তিযোদ্ধা মোড়ল আবু বকর।
আলোচনা সভায় বক্তব্য রাখেন জেএসডির কেন্দ্রীয় নেতা মীর জিল্লুর রহমান,জেএসডির থানা সভাপতি বীরমুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম,সাধারণ সম্পাদক মীর রফিকুল ইসলাম,জেএসডি নেতা সাংবাদিক আব্দুল আলীম, কেরামত আলী মোড়ল,গোবিন্দ ভদ্র,মুস্তাক আহম্মেদ,সোহরাব হোসেন,নুরুল আমীন,আব্দুল হালিম,মুক্তিযোদ্ধা আনছার আলী,মুক্তিযোদ্ধা লুৎফর রহমান,বিশ্বাস নুরুল আমীন,শেখ আব্দুল্লাহ,শেখ আমিনুর রহমান,কবি জাফর আলী প্রমুখ। আলোচনা সভায় বক্তরা ২রা মার্চকে জাতীয়ভাবে পালন করার জন্য আহবান জানান।
প্রসঙ্গ,১৯৭১ সালের এই দিনে পূর্ব পাকিস্তানের ভূখন্ডে উত্তোলন করা হয় স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা। সেদিন এক ছাত্র সমাবেশে তৎকালীন ডাকসু সভাপতি আ স ম আবদুর রব ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে বটতলায় স্বাধীন বাংলার স্বপ্নের লাল-সবুজের পতাকা সর্বপ্রথম উত্তোলন করেন।
ক্যান্সারে আক্রান্ত বিনয় শীল বাঁচতে চায়!
সদা হাস্যোজ্জল বিনয় কুমার শীল (৪০) গলায় ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। বিনয় শীল তালা বাজারের সেলুন (নরসুন্দর) ব্যবসায়ী ও তালা বাজার বণিক সমিতির সদস্য এবং সাতক্ষীরা তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামের সন্তোষ শীলের পুত্র
অসুস্থ্য হয়ে বিগত ১ বছর ধরে বাংলাদেশের বিভিন্ন ডাক্তারদের কাছে চিকিৎসা নিয়ে আসছে। সম্প্রতি দু’মাস পূর্বে তার গলায় ক্যান্সারের জীবানু শনাক্ত করে চিকিৎসক। বর্তমানে সে ভারতে ভেলোরের খ্রীষ্টিয়ান মেডিকেল কলেজে (সিএমসি) ডাঃ সুরেশ এর তত্ত্বাবধানে চিাকৎসা গ্রহণ করছেন। ডাঃ সুরেশ বলেছেন, বিনয় শীলকে সুস্থ করতে প্রায় ৪ থেকে ৫ লাখ টাকা খরচ হবে। কিন্তু হত-দরিদ্র পরিবারের সন্তান সামান্য সেলুন ব্যবসায়ী বিনয় শীলের পক্ষে এত টাকা যোগাড় করা সম্ভব হচ্ছে না। ভিটা মাটি ছাড়া যে সামান্য জমিটুকু ছিলো সেটিও বিক্রয় করে চিকিৎসা নিয়েছে।
বর্তমানে টাকার অভাবে ভারত থেকে ফিরে এসেছে বাংলাদেশে। হতাশাগ্রস্থ বিনয়শীলের বৃদ্ধ মা-বাবা, স্ত্রী, এক কন্যা ও একটি পুত্র সন্তান রয়েছে। মেয়েটি বর্তমানে খুলনা আজম খান কমার্স কলেজে অনার্স প্রথম বর্ষে পড়াশুনা করছে। আর পুত্র প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র। লোকজনের চুল-দাড়ি কেটে ৬ জনের সংসার পরিচালনার পাশাপাশি ছেলে-মেয়ের পড়াশুনার খরচ যোগাতে তাকে হিমশিম পোহাতে হয়।
তার উপর মরণব্যধি ক্যান্সার তাকে বাকরুদ্ধ করে ফেলেছে। কষ্টে ও মরণব্যাধির কথা ভেবে অঝোরে দু’চোখের পানি ফেলছে আর বলছে, সমাজে আর দশ জনের মত আমারও বাঁচতে ইচ্ছা হয় কিন্তু অর্থের অভাবে সেটি বোধ আর হবে না। সংসারের একমাত্র উপার্জনক্ষম বিনয়ের দুরারোগ্য ব্যধিতে পাগল প্রায় তাঁর মা-বাবা, স্ত্রী-সন্তানসহ স্বজনরা।
রোগ যন্ত্রণায় কাতর বিনয় শীল সুন্দর এই পৃথিবীতে বেঁচে থাকতে তাঁর চিকিৎসার টাকা যোগাড় করার জন্য সমাজের দানশীল, স্বহৃদয়বান ব্যাক্তি ও বিত্তবানদের কাছে আর্থিক সহযোগিতা কামনা করেছেন। বিনয় শীলের ব্যাংক হিসাব নম্বর ০১০০১০৮৮০৬৫৬১, জনতা ব্যাংক, তালা শাখা, সাতক্ষীরা এবং বিকাশ একাউন্ট নম্বর ০১৭১৭-৪৫৬৬২৪।
উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার আয়োজনে ক্রীড়া সামগ্রী বিতরণ
তালার সুজনশাহা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে ক্রীড়া সামগ্রী বিতরণ উপলক্ষ্যে এক আলোচনা সভা ও ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। ইউএনডিপির সহযোগীতায় উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থা, ইসলামকাটি ইউনিয়ন পরিষদের আয়োজনে গত সোমবার সকালে উক্ত অনুষ্ঠানে ইপি চেয়ারম্যান সুভাষ চন্দ্র সেন,র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো: নজরুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এ.এন.এম মঈনুল ইসলাম, তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, তালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইখতিয়ার হোসেন, জেলা পরিষদ সদস্য কাজী নজরুল ইসলাম হিল্লোল, উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থা’র সভাপতি স্বরসতী রানী দাস , অনুষ্টানে শুভেচ্ছা বক্তব্য পেশ করেন উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জয়ন্তী রানী দাস। বাংলাদেশ দলিত পরিষদের কেন্দ্রীয় সভাপতি-উদয় কৃষ্ণ দাস, উপজেলা দলিত ইয়ুথ গ্রুপ সভাপতি মৌসুমী প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ক্রিকেট জারসি,পেনকিলার ,স্টাম্প ফুটবল, ভলিবল সহ ৫০ হাজার টাকার খেলার সামগ্রী বিতরণ করা হয়।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ
১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন
‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ বা আয়না। এই আয়নায় সমাজেরবিস্তারিত পড়ুন
তালায় ইউএনও’র প্রেরণায় গার্লস হাইস্কুলে ডেইলি স্টার কর্নার চালু
তালা উপজেলা নির্বাহী অফিসার ইউএনও’র অনুপ্রেরণায় শহীদ আলী আহম্মেদ বালিকাবিস্তারিত পড়ুন