আরো খবর...
কালিগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু
কালিগঞ্জে পানিতে ডুবে মোহনা নামের দুই বছরের শিশুর করুণ মৃত্যু হয়েছে।
সে উপজেলার ভাড়াশিমলা গ্রামের ব্যবসায়ীর একমাত্র কন্যা। ঘটনাটি শুক্রবার বিকাল সাড়ে ৫ টায় ঘটেছে।
পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, ভাড়াশিমলার কারবালা হরিতলায় ওয়াজ মাহফিলের আয়োজনে পিতা মনিরুলসহ পরিবারের সদস্যরা ব্যাস্ত থাকায় শিশু মোহনা পাশের পুকুরে পড়ে পানিতে ডুবে যায়। খোজা খুজির একপর্যায়ে পুকুর থেকে স্থানীয়রা উদ্ধার করে সন্ধা ৬ টায় হাসাতালে নিয়ে আসলে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাঃ শারমিন সুলতানা (তাজ) মৃত্যু ঘোষনা করেন।
উল্লেখ্য যে, বিয়ের ৮ বছর পরে মনিরুলের পরিবারে ১টি কন্যা সন্তানের জন্ম হয়। আকর্ষ্মিক পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনায় তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
দূর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতির মৃত্যু
কালিগঞ্জ উপজেলার দক্ষিনশ্রীপুর ইউনিয়ন দূর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি শহিদুল ইসলাম সরদার শহিদ (৫৫) হৃদ রোগে আক্রান্ত হয়ে বুধবার শ্রীপুর নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি…..রাজিউন)।
মৃত্যু কালে তিনি স্ত্রী, ৫ পুত্র ও ৪ কন্যা, নাতি-নাতনি, আত্মীয়স্বজন গুনগ্রাহী রেখে যান।
বৃহস্পতিবার মরহুম শহিদুল ইসলাম সরদারের জানাযা নামাজ উত্তর শ্রীপুর ফুটবল মাঠে বিকালে অনুষ্ঠিত হয়।
জানাযার নামাজ পড়ান মাওঃ রবিউল ইসলাম। জানাযার নামাজে উপস্থিত ছিলেন উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাংবাদিক শেখ আনোয়ার হোসেন, আবুল কাশেম সরদার, উত্তর শ্রীপুর জামে মসজিদের পেশ ইমাম সাদেকুর রহমান, প্রাক্তন মেম্বর আব্দুল লতিফ, সিরাজুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক জুলফিকার আলী সহ এলাকার বিভিন্ন ব্যাক্তিবর্গ। ইউনিয়ন দূর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতির মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন উপজেলা দূর্নীতি প্রতিরোদ কমিটির সভাপতি আলহাজ্ব একে মনসুর আহম্মাদ, সহ-সভাপতি আক্তারুজ্জামান পল্টু, এ্যাডঃ জাফরুল্লাহ ইব্রাহীম, সাধারন সম্পাদক সুকুমার দাশ বাচ্চু প্রমুখ।
কু-প্রস্তাবে রাজী না হওয়ায় দুই সন্তানের জননীকে পিটিয়ে যখম করেছে দুবৃত্তরা
কালিগঞ্জের পল্লীতে কু-প্রস্তাবে রাজী না হওয়ায় দুবৃত্তরা পিটিয়ে যখম করেছে দুই সন্তানের জননী আঞ্জুয়ারা খতুন (৩২) কে।
সে উপজেলার ভদ্রখালী গ্রামের আশরাফ আলীর স্ত্রী।
জানা গেছে, স্বামী আশরাফুল ইসলাম কাজের তাগিদে ঢাকায় অবস্থান করে। গৃহবধু আঞ্জুয়ারা খাতুন বৃহস্পতিবার সন্ধ্যা (সাড়ে ৭ টায়) সংসারের প্রয়োজনে ভদ্রখালী বাজার থেকে বাড়ীতে ফেরার পথে পূজা মন্দিরের সামনে পৌছাইলেই জহুরুল ইসলাম (৪৮) পথরোধ করে একা পেয়ে কু-প্রস্তাব দেয়।
এসময় সে দ্রুত চলে যেতে চাইলে জহুরুলসহ তার সঙ্গী ভদ্রখালী গ্রামের মনোহর গাজীর পুত্র আকবর আলী, আঃ রশিদের পুত্র কামরুজ্জামান তাকে জাপটে ধরে ধ্বস্তা ধ্বস্তি করতে থাকে।
একর্যায়ে দুস্কৃতকারীদের হাত থেকে রক্ষা পেতে ডাক চিৎকার করলে অবস্থার বেগতিক দেখে আঞ্জুয়ারাকে মাথায় লাইটের বাড়ি মেরে রক্তাক্ত যখম করে।
এসময় সাবেক মেম্বর নাসির উদ্দিন সহ পথচারীরা আঞ্জুয়ারা খাতুনকে উদ্ধার করে থানা পুলিশকে দেখিয়ে কালিগঞ্জ হাসপাতালে ভর্তি করে। এঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছিল বলে জানাগেছে।
দৃষ্টিপাত প্রতিনিধিদের সাথে সম্পাদক মন্ডলীর মতবিনিময়
সাতক্ষীরা থেকে প্রকাশিত জনপ্রিয় পত্রিকা দৈনিক দৃষ্ঠিপাত এর প্রতিনিধিদের সাথে সম্মানিত সম্পাদক মন্ডলীর সদস্যদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকাল ৪টায় কালিগঞ্জ উপজেলা অফিসার্স কল্যান ক্লাবে কালিগঞ্জ ব্যুরো প্রধান শেখ আবু হাবিবের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন দৈনিক দৃষ্ঠিপাত পত্রিকার নির্বাহী সম্পাদক অধ্যাপক আবু তালেব মোল্লা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহ সম্পাদক ফারুক হোসেন, বার্তা সম্পাদক জিএম আদম শফিউল্লাহ, মফস্বল সম্পাদক মোহাম্মাদ আলী সুজন, ম্যানেজার বুলবুল আহম্মেদ।
এছাড়াও বক্তব্য রাখেন কালিগঞ্জ সদর প্রতিনিধি আশেক মেহেদী, নলতা প্রতিনিধি রফিকুল ইসলাম, কৃষ্ণনগর প্রতিনিধি আব্দুল মাজিদ, বিষ্ণপুর প্রতিনিধি রেজাউল ইসলাম, চাম্পাফুল প্রতিনিধি মনিরুল ইসলাম, মৌতলা প্রতিনিধি মাসুদ পারভেজ, তারালী প্রতিনিধি জাহাঙ্গীর আলম।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ
১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন
‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ বা আয়না। এই আয়নায় সমাজেরবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৩, ইয়াবা-ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
সাতক্ষীরা জেলা ব্যাপী পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে মাদক মামলারবিস্তারিত পড়ুন