শুক্রবার, সেপ্টেম্বর ২৭, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

তালায় মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

সাতক্ষীরার তালা উপজেলা প্রশাসনের উদ্যোগে ভাষা শহীদদের প্রতি অকৃত্রিম ভালবাসা ও শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে অমর একুশে ফেব্রুয়ারী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হয়। দিবসটি পালনে কর্মসূচির মধ্যে ছিল- একুশের প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে তালা উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন করা হয়।

দিনের শুরুতেই সূর্যোদয়ের সাথে সাথে অর্ধনমিত ভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এছাড়া প্রভাতফেরী, র‌্যালি আলোচনা সভা, ছাত্রী-ছাত্রীদের মধ্যে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজনসহ পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা ছিল।

তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফরিদ হোসেনের সভাপতিত্বে এবং তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের সভাপতি সরদার মশিয়ার রহমানের উপস্থাপনায় উপজেলা পরিষদ চত্বরে নির্মিত মঞ্চে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন তালা উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ নূরুল ইসলাম, তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ঘোষ সনৎ কুমার, তালা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর গোলাম মোস্তফা, মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নেছা খানম, তালা থানার অফিসার ইনচার্জ মোঃ হাসান হাফিজুর রহমান, উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম, জেলা আওয়ামী লীগনেতা এমএম ফজলুল হক, তালা প্রেসক্লাবের সভাপতি ও সাতক্ষীরা জেলা আওয়ামী লীগৈর উপ-প্রচার সম্পাদক প্রণব ঘোষ বাবলুু, তালা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রাক্তন ডেপুটি কমান্ডার আলাউদ্দীন জোয়াদ্দার, তালা সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি সরদার জাকির হোসেন, সাস পরিচালক শেখ ইমান আলী, জেএসডি নেতা মীর জিল্লুর রহমান, জাসদের সভাপতি দেবাশীষ দাশ, শ্রমিক লীগের সভাপতি আব্দুল জব্বার, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডোর সভাপতি জাহিদুর রহমান লিটু প্রমুখ।

পরে একই মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

এদিকে দিনটি উপলক্ষ্যে সকালে তালা প্রেসক্লাবে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন তালা প্রেসক্লাবের সভাপতি প্রণব ঘোষ বাবলুু।

এছাড়া একুশের প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে এবং প্রতুষ্যে তালা উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন করেন বিভিন্ন সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক নেতৃবৃন্দসহ বিভিন্ন স্তরের লোকজন।

এরমধ্যে তালা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদ হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, তালা থানার পক্ষে অফিসার ইনচার্জ (ওসি) হাসান হাফিজুর রহমানম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রাকè ডেপুটি কমান্ডার আলাউদ্দিন জোয়ার্দ্দার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ঘোষ সনৎ কুমার ও জেলা আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদক প্রণব ঘোষ বাবলু, তালা সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি সরদার জাকির হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সরদার মশিয়ার রহমান, তালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শফিকুল ইসলাম ও যুগ্ন সাধারণ সম্পাদক মির্জা আতিয়ার রহমান,ওয়ার্কার্স পার্টি নেতা সব্যসাচী মজুমদার বাপ্পী, তালা প্রেসক্লাবের সভাপতি প্রণব ঘোষ বাবলু, তালা হাসপাতালের ডা. আবু সাইদ রিপন, তালা সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর গোলাম মোস্তফা,তালা মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুর রহমান, তালা শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের লক্ষন চন্দ্র রায়, বে-সরকারি উন্নয়ন সংস্থা উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম, সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস) এর শেখ ইমান আলী, উন্নয়ন প্রচেষ্টার শেখ ইয়াকুব আলী, মুক্তিযোদ্ধা আব্দুস সালাম গণ-গ্রন্থগারের পিয়ারী আক্তার, জেএসডি নেতা মীর জিল্লুর রহমান, জাসদের সভাপতি দেবাশীষ দাশ, শ্রমিক লীগের সভাপতি আব্দুল জব্বার, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডোর সভাপতি জাহিদুর রহমান লিটু, তালা বিদে সরকারী উচ্চ বিদ্যালয়, শহীদ আলী আহম্মেদ বালিকা বিদ্যালয়, শহীদ কামেল মাডেল হাইস্কুল, পাবলিক হাইস্কুল, তালা আলীয়া মাদ্রাসা, মহিলা মাদ্রাসা, জেএনএ দাখিল মাদ্রাসা,তালা বাজার বণিক সমিতি, তালা বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৯২ ফ্রেন্ডস ফোরা, শিশুতীর্থ, আল আমিন, নিজাম উদ্দীন আদর্শ একাডেমি, দক্ষিণ বারুইহাটী সরকারী প্রাথমিক বিদ্যালয় , সিরাজ উদ্দীন গাজী স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়, ন্যাশনাল সার্ভিস ফোরাম প্রমূখ।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে

সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ বা আয়না। এই আয়নায় সমাজেরবিস্তারিত পড়ুন

তালায় ইউএনও’র প্রেরণায় গার্লস হাইস্কুলে ডেইলি স্টার কর্নার চালু

তালা উপজেলা নির্বাহী অফিসার ইউএনও’র অনুপ্রেরণায় শহীদ আলী আহম্মেদ বালিকাবিস্তারিত পড়ুন

  • আশাশুনিতে পূর্বের বিয়ের তথ্য গোপন করে আবারো অন্যত্র বিয়ে দেয়ার অভিযোগ!
  • তালায় পেশা হারিয়ে বেকারত্বে ভুগছেন কপোতাক্ষ পাড়ের জেলে সম্প্রদায়
  • তালায় পূজা উদযাপন পরিষদের নেতাকে জড়িয়ে কুৎসা রটনার অভিযোগ!
  • তালায় সাবেক ব্যাংক কর্মকর্তার মৃত্যু
  • তালায় ইসলামী ব্যাংক স্কুল ব্যাংকিং ক্যাম্পইন অনুষ্ঠিত
  • তালায় প্রতিপক্ষের দায়ের কোপে একজন আহত॥ সাতক্ষীরা হাসপাতালে ভর্তি
  • পরিকল্পিত মামলায় তালার বারবার নির্বাচিত ইউপি সদস্য নিমাই সানা পালিয়ে বেড়াচ্ছেন!
  • বৃষ্টি হলেই ছাদ চুইয়ে পানি পড়ে তালার তেঁতুলিয়া শাহী জামে মসজিদে
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৩, ইয়াবা-ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • পাটকেলঘাটা মডেল হিসাবে জেলায় কাজ করবে: সাতক্ষীরা জেলা প্রশাসক
  • তালার জিয়ালা গ্রামকে শহরে রূপান্তরের ঘোষণা জেলা প্রশাসকের
  • তালায় ডেঙ্গু প্রতিরোধে মতবিনিময় সভা