বুধবার, নভেম্বর ২৭, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

তালায় নদীতে দ্রুত ক্রস ড্যাম স্থাপন ও বিল ব্যবস্থাপনার দাবী

সাতক্ষীরার তালায় পাখিমারা বিলে চলমান টিআরএম (জোয়ারাধার) কার্যক্রমে অতিসত্বর নদীতে ক্রস ড্যাম ও বিল ব্যবস্থাপনার দাবী করেছেন এলাকাবাসী। তাদের ধারণা, এই মুহুর্তে নদী রক্ষায় ক্রস ড্যাম ও টিআরএম বিলে সুষ্ঠু পলি ব্যবস্থাপনা না করলে প্রকল্প কার্যক্রম অনেকটা ব্যাহত হবে এবং এলাকা পুনরায় জলাবদ্ধতায় কবলিত হবার আশংকা করছে।

টিআরএম কার্যক্রম এলাকার বাসিন্দারা জানান, কপোতাক্ষ নদের নাব্যতা বৃদ্ধি ও জলাবদ্ধতা সমস্যার সমাধানকল্পে সরকার কর্র্তৃক গৃহীত ২৬১ কোটি ৫৪ লক্ষ ৮৩ হাজার টাকা প্রাক্কলন ব্যয়ে ‘কপোতাক্ষ নদের জলাবদ্ধতা দূরীকরণ প্রকল্পের (১ম পর্যায়)’ শেষ করেছে। কিন্তু নদী রক্ষায় চলমান প্রকল্পকে টিকিয়ে রাখতে ডিজাইন অনুযায়ী প্রতি বছর পলি মৌসুমে ক্রস ড্যাম দেওয়ার নিয়ম থাকলেও অদ্যাবধি তা দেয়া হয়নি। এছাড়া আগত পলি বন্টণ ব্যবস্থার ক্ষেত্রে পাখিমারা টিআরএম বিল অভ্যন্তরে স্থাপিত নেট-পাটা, ঘের-ভেড়ি অপসারণ করার মাধ্যমে সুষ্ঠুভাবে বিল ব্যবস্থাপনা নিশ্চিত করা জরুরী। টিআরএম বিল অধিবাসীদের কাছে সরকার কিংবা বাস্তবায়নকারী কর্তৃপক্ষের পক্ষ থেকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে জমি অধিগ্রহণের বিষয়টি পরিস্কার করারও দাবী তাদের। পাশাপাশি পাখিমারা টিআরএম বিলের কৃষকদের নামপত্তন কার্যক্রমের গতি বৃদ্ধি করে ফসলের ক্ষতিপূরণ প্রদান ত্বরান্বিত করাসহ খননকৃত খাল ও নদীর দু’পাশের ঝুঁকিপূর্ণ বাঁধসমূহ মেরামত করা এবং অভ্যন্তরীণ পানি নিষ্কাশনের জন্য বাঁধে প্রয়োজনীয় আউটলেট পাইপ স্থাপন করার দাবী জানিয়েছেন এলাকাবাসী। তারা আরও জানান, শহীদ মুক্তিযোদ্ধা আজিজ-সুশীল পল্লী সংলগ্ন নদীর ধার দিয়ে বাঁধ না দেয়ায় ভরা জোয়ারে পল্লীর বসতি ঘর প্লাবিত হওয়ার আশংকা রয়েছে। যে কারণে উক্ত স্থানে বাঁধ নির্মাণের দাবী করেছেন তারা।

এদিকে পাখিমারা টিআরএম বিলে এলাকার কিছু স্বার্থান্বেষী মহল ঘের জুড়ে মাছ চাষ করায় পলি বন্টনে চরমভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে বলে অভিযোগ রয়েছে। যার ফলে প্রকল্প বাস্তবায়ন বাধাগ্রস্থ হচ্ছে। এছাড়া বাস্তবায়নকারী পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষের পক্ষ থেকে সুষ্ঠুভাবে পলি বন্টন ব্যবস্থা দৃশ্যমান করা যাচ্ছে না এবং অধিগ্রহণের বিষয়টি কৃষকদের কাছে পরিস্কার করা হ্েচ্ছ না। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, প্রকল্পের মেয়াদ আরও বৃদ্ধি করতে হবে এবং প্রকল্পের দ্বিতীয় পর্যায় শুরু করতে হবে। নতুন বিলের চেয়ে চলমান এই বিলে আরও কয়েক বছর টিআরএম কার্যক্রম চালানো সম্ভব, তাতে আর্থিক সাশ্রয়সহ নানাবিধ জটিলতা হ্রাস পাবে।

এদিকে আগত বর্ষাকালে পরিস্থিতির অবনতি হওয়ার আশংকা রয়েছে। এলাকা যাতে আর প্লাবিত না হয়, বসতি এলাকার পানি নিস্কাশনে যাতে বাঁধা না থাকে এবং বোরো মৌসুমে মানুষ যাতে ফসল চাষাবাদ করতে পারে ও পাখিমারা বিলে যাতে টিআরএম অব্যাহত থাকে তার জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য বাস্তবায়নকারী সংস্থা পানি উন্নযন বোর্ড ও সাতক্ষীরা জেলা প্রশাসকের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে

সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ বা আয়না। এই আয়নায় সমাজেরবিস্তারিত পড়ুন

তালায় ইউএনও’র প্রেরণায় গার্লস হাইস্কুলে ডেইলি স্টার কর্নার চালু

তালা উপজেলা নির্বাহী অফিসার ইউএনও’র অনুপ্রেরণায় শহীদ আলী আহম্মেদ বালিকাবিস্তারিত পড়ুন

  • আশাশুনিতে পূর্বের বিয়ের তথ্য গোপন করে আবারো অন্যত্র বিয়ে দেয়ার অভিযোগ!
  • তালায় পেশা হারিয়ে বেকারত্বে ভুগছেন কপোতাক্ষ পাড়ের জেলে সম্প্রদায়
  • তালায় পূজা উদযাপন পরিষদের নেতাকে জড়িয়ে কুৎসা রটনার অভিযোগ!
  • তালায় সাবেক ব্যাংক কর্মকর্তার মৃত্যু
  • তালায় ইসলামী ব্যাংক স্কুল ব্যাংকিং ক্যাম্পইন অনুষ্ঠিত
  • তালায় প্রতিপক্ষের দায়ের কোপে একজন আহত॥ সাতক্ষীরা হাসপাতালে ভর্তি
  • পরিকল্পিত মামলায় তালার বারবার নির্বাচিত ইউপি সদস্য নিমাই সানা পালিয়ে বেড়াচ্ছেন!
  • বৃষ্টি হলেই ছাদ চুইয়ে পানি পড়ে তালার তেঁতুলিয়া শাহী জামে মসজিদে
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৩, ইয়াবা-ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • পাটকেলঘাটা মডেল হিসাবে জেলায় কাজ করবে: সাতক্ষীরা জেলা প্রশাসক
  • তালার জিয়ালা গ্রামকে শহরে রূপান্তরের ঘোষণা জেলা প্রশাসকের
  • তালায় ডেঙ্গু প্রতিরোধে মতবিনিময় সভা