মঙ্গলবার, নভেম্বর ৫, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

আরো খবর...

কেশবপুরে প্রতিবন্ধীর সম্পত্তি থেকে অবৈধভাবে ম্যাশিন দিয়ে বালি উত্তোলনের অভিযোগ

কেশবপুরে এক প্রতিবন্ধীর জমি থেকে জোর পূর্বক অবৈধ ভাবে ম্যাশিন দিয়ে ১৫ লক্ষ টাকার বালি উত্তোলন করার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় তাছলিমা বেগম বাদি হয়ে ২ জনের বিরুদ্ধে কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার বসুন্তিয়া ৪৮ মৌজার আর.এস খতিয়ান- ৬৪, আর.এস দাগ- ১৩৪১ রামকৃষ্ণপুর গ্রামের প্রতিবন্ধী রিজাউল ইসলাম গাজীর ৭৮ শতক জমি থেকে একই গ্রামের মৃত জামির আলী গাজীর ছেলে হাবিবুর ও মাসুম বিল্লাল মিলে জোর পূর্বক অবৈধ ভাবে গত ৪ বছর ধরে গায়ের জোরে ম্যাশিন দিয়ে প্রায় ১৫ লক্ষ টাকার বালি উত্তোলন করে বিক্রিত অর্থ আত্মসাত করেছে।

তাছলিমা বেগম সাংবাদিকদের জানান, আমার স্বামী প্রতিবন্ধী হওয়ায় সে কোন প্রতিবাদ করতে পারেনা। আমি তার স্ত্রী হিসাবে দীর্ঘদিন ধরে বিভিন্ন ভাবে বালি উত্তোলন ও বিক্রির প্রতিবাদ করলে বালি হাবিবুর ও মাসুম বিল্লাল আমাকেসহ আমার পরিবারকে বিভিন্ন কায়দায় ভয়ভীতি হুমকী ধামকি অব্যাহত রেখেছে। এছাড়া গায়ের জোরে অবৈধ অর্থের দাপটে স্থানীয়সহ বিভিন্ন পর্যায়ের নেতাদের ম্যানেজ করে ক্ষমতার প্রভাব খাটিয়ে এখনও পর্যন্ত ওই সম্পত্তি থেকে বালি উত্তোলন করে চলেছে। তাছলিমার দাবি অবৈধ ভাবে আমার সম্পত্তি থেকে বালি উত্তোলনের হাত থেকে রেহায় পেতে ও ১৫ লক্ষ টাকা ফেরত পাওয়ার জন্য উধ্বতন কর্তৃপক্ষে হস্তক্ষেপ কামনা করেছেন।

এব্যাপারে হাবিবুর রহমানের কাছে জানতে চাইলে তিনি সাংবাদকদের জানান, বিষয়টি নিয়ে শনিবারে স্থানীয় পর্যায় বসাবসির দিন রয়েছে।

কেশবপুরে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ মুখে কীটনাশক ঢেলে আত্মহত্যার প্রচারণা
কেশবপুরে এনামুল গাজী নামের এক যুবককে পিটিয়ে হত্যার পর মুখে কীটনাশক ঢেলে আত্মহত্যা বলে প্রচার করার অভিযোগ যাওয়া গেছে। এ ঘটনায় তার পিতা ইনতাজ আলী গাজী বাদি হয়ে কেশবপুর থানায় ৫ জনের বিরুদ্ধে লিখিত এজাহার দায়ের করেছেন। এদিকে তার মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। যার মামলার নং- ০৩/১৮।
বুধবার সকালে সরেজমিন গিয়ে জানাগেছে, কেশবপুর উপজেলার কায়েমখোলা গ্রামের ইনতাজ আলী গাজীর ছেলে এনামুল গাজী (১৮) সাথে একই উপজেলার পশ্চিম সারুটিয়া গ্রামের চাঁদ আলী ওরফে হাবিবুর রহমান গাজীর কন্যা জলি খাতুনের (১৬) সাথে মুসলিম শরিয়া মোতাবেক ২০১৬ সালে বিয়ে হয়। বিয়ের ৩ মাস পর স্ত্রী জলি খাতুন কোর্টের মাধ্যমে স্বামীকে তালাক প্রদান করেন। তালাক প্রদানের ২৫দিন পর আবারও উভয়ের সম্মতিতে বিবাহ হয়। নিলিমা বেগম, রমজান আলী গাজী, আলহাজ্জ্ব আঃ আহাদ গাজী ও এনামুলের পিতা ইন্তাজ আলী গাজী সাংবাদিকদের জানান, আমার ছেলেকে পিটিয়ে হত্যার পর মুখে কীটনাশক ঢেলে আত্মহত্যা বলে প্রচার করেছে। আমার ছেলে আর স্ত্রী জলি খাতুনের পরকীয়া সম্পর্ক জেনে ফেলায় স্বামী এনামুল গাজীকে কখনও স্বামী হিসেবে মেনে নিতে পারতো না। গত ২৫ জানুয়ারী আমার বৌমা জলি খাতুন জানায় সে পিতার বাড়িতে যাবে। স্বামী এনামুল তাতে আপত্তি জানালে জলি খাতুন তার পিতার বাড়ি খবর দিলে সলেমান গাজী নামে এক যুবক এসে তাকে নিয়ে যায়। জলি খাতুন গত ১ ফেব্রুয়ারী সন্ধ্যা সাড়ে ৬টার দিকে স্বামী এনামুল গাজীকে ফোন করে শ্বশুর বাড়ি চলে আসার জন্য বলে। সহজ সরল এনামুল গাজী এদিন ফোন পেয়ে শ্বশুর বাড়ি চলে আসে। এর কিছুক্ষণ পর জলির পরিবারের লোকজন এনামুল সেজে এনামুলের নানি আকলিমা বেগম ও বড়চাচি মোমেনা বেগমের কাছে ফোন করে বলেন আমি কিছু দিনের জন্য বায়রে কাজ করতে যাব। তার পর রাত ৮টার দিকে জানতে পারে এনামুল গাজী শ্বশুর বাড়িতে কীটনাশক পান করেছে। পরে ম্বশুর বাড়ির প্রতিবেসীরা এনামূলকে দ্রুত হাসপাতালে নিলে হাসপাতালের কর্তব্যরত ডাক্তার জানান, এনামুল হাসপাতালে আসার আগেই মৃত্যুবরণ করেছে। এ সময় এনামুলের শ্বশুরের পরিবারের লোকেরা হাসপাতালে এনামূলের লাশ রেখে পালিয়ে যায়। রাত ১০টার দিকে এনামূলের পরিবারের লোকজন তার লাশ বাড়িতে নিয়ে যায়।
এনামুলের শ্বশুর বাড়িতে থাকা এনামুলের স্ত্রী জলি খাতুন, শাশুড়ী ফতেমা খাতুন, শ্বশুর চাঁদ আলী গাজী, মজিবুর রহমান গাজী, আনার গাজী জানান, এনামুলের লাশ শুক্রবার সকালে তার বাড়িতে দেখতে গেলে এনামুলের পরিবারের লোকেরা আমাদেরকে মারপিট করে আহত করেছে।
এ ঘটনায় থানা পুলিশ একটি অপমৃত্যু মামলা নিয়ে লাশ পোষ্ট মর্টেম করার জন্য যশোর জেনালে হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে কেশবপুর থানার দায়িত্ব প্রাপ্ত অফিসার ইনচার্জ ওসি শাহাজান আহম্মেদ জানান, এনামুল গাজীর মৃত্যুর সঠিত কারন নির্নয়ে লাশ পোষ্ট মর্টেম করা হয়েছে। ভিসেরা প্রতিবেদন পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

বেনাপোলে নৌ-পরিবহন প্রতিমন্ত্রীর বৈঠক বর্জন করলো সাংবাদিকরা

বেনাপোল স্থলবন্দর আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের দ্বিতীয়তলায় নৌ-পরিবহন প্রতিমন্ত্রী ও স্থলবিস্তারিত পড়ুন

ঝিকরগাছায় বাস চাপায় মোটরসাইকেল আরোহী শিশুসহ দু’জন নিহত

যশোরে বাস চাপায় এক শিশু ও এক মোটসাইকেল আরোহীর মৃত্যুবিস্তারিত পড়ুন

  • কেশবপুরে বর্ণাঢ্য আয়োজনে মিনা দিবস পালিত
  • কেশবপুরে মটরসাইকেলসহ মাদক ব্যবসায়ী আটক
  • কেশবপুরে তৃণমূল সাংবাদিক দলের ত্রৈমাসিক সমন্বয় সভা
  • কেশবপুরে জয় সাহাকে পুনরায় ক্রীড়া সংস্থার সা.সম্পাদক করার দাবী
  • ঝিকরগাছার বাঁকড়ায় আ.লীগের বর্ধিত সভা
  • শার্শার হাড়িখালি আমবাগান থেকে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার
  • কেশবপুরে ভ্রাম্যমান আদালতে দুই মহিলা চোরকে কারাদন্ড
  • কেশবপুর উপজেলা দলিত পরিষদের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত
  • কেশবপুরের ভাল্যুকঘর মাদরারাস নিয়ে এক প্রভাষক ষড়যন্ত্রে লিপ্ত!
  • মারধর করায় বাচ্চা কোলে নিয়ে কেশবপুরে থানায় হনুমানের দল
  • বেনাপোল দিয়ে ইলিশমাছ ভারতে পাচারের সময় গ্রেফতার-২
  • বেনাপোল পোর্ট থানার ওসিকে পত্রিকা প্রতিনিধিদের ফুলেল শুভেচ্ছা