রবিবার, নভেম্বর ১৭, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

খোসা দিয়ে ভিন্ন কাজ

ফল কিংবা সবজি ছিলে খোসা ফেলে দেওয়ার আগে বরং আরেকবার চিন্তা করুন। কারণ আলুর খোসা চোখের ক্লান্তি কাটাতে বা লেবুর খোসা ব্যবহার করে পেতে পারেন আরামদায়ক গোছল।

গৃহস্থালীবিষয়ক একটি ওয়েবসাইটে খোসা দিয়ে বিভিন্ন কাজ করার প্রচলিত পদ্ধতিগুলো নিয়ে প্রকাশিত একটি প্রতিবেদন অবলম্বনে এখানে কয়েকটি পন্থা দেওয়া হল।

ক্লান্ত চোখের প্রশান্তিতে: আলুর খোসায় থাকে বিশেষ কিছু এনজাইম ও ভিটামিন সি। দুটাই চোখের চারপাশে কালচেভাব, ফোলাভাব এবং ক্লান্তি দূর করতে আদর্শ। আলুর খোসা ১০ থেকে ১৫ মিনিট ফ্রিজে রেখে দিতে হবে। ঠাণ্ডা হয়ে গেলে তা চোখের উপর দিয়ে রাখতে হবে। ১৫ থেকে ২০ মিনিট পর ধুয়ে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

ঝলমলে দাঁত পেতে: কলা কিংবা কমলার খোসার ভেতরের দিক দাঁতে ঘষলে দূর হবে হলদেভাব। এই খোসাগুলো ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ ও পটাশিয়ামে ভরপুর, যা দাঁতের এনামেলের আস্তরকে প্রাণবন্ত করে। ফলে দাঁত হয় সাদা, ঝলমলে।

পোকামাকড় তাড়াতে: কমলা ও লেবুর খোসা পোকামাকড় দূরে রাখতে পারে। লেবুজাতীয় তীব্র গন্ধই এর পেছনে মূল ভূমিকা পালন করে। ফলে তেলাপোকা, মাছি ইত্যাদিতে তাড়ায়। ঘরের দরজা জানালা কিংবা যেসব স্থানে পোকামাকড় বাসা বাঁধে সেখানে খোসা ফেলে রাখলেই যথেষ্ট।

তরতাজা গোসল: কমলা ও আঙুরজাতীয় ফলের রয়েছে চমৎকার সুবাস। তাই গোসলের পানিতে এগুলোর খোসা যোগ করলে সুবাস মেখে যাবে শরীরেও। সেই সঙ্গে আরও যোগ করা যেতে পারে শসার টুকরা। শসায় সুগন্ধ না থাকলেও ত্বকের শুষ্কতা ও চুলকনিপ্রবণতা দূর করতে এটি আদর্শ। আবার ত্বকের রং হালকা করতেও কার্যকর লেবু।

ত্বকের ময়েশ্চেরাইজার ও স্ক্রাব: ত্বকের পরিচর্যায় ফল ও সবজির খোসার রয়েছে নানান ব্যবহার। যার কারণ এগুলোতে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট ও অন্যান্য পুষ্টি উপাদান। এছাড়াও ত্বকের রং হালকা করতে, এক্সফোলিয়েট ও পরিষ্কার করতেও কাজে আসে এরা।

কয়েক টুকরা কমলার খোসা দুতিনদিন রোদে শুকিয়ে গুঁড়া তৈরি করতে হবে। এবার তাতে মেশাতে হবে দই ও মধু। মুখে ও ঘাড়ে এই মিশ্রণ ১৫ থেকে ২০ মিনিট মেখে রেখে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে।

এছাড়াও ত্বক ময়েশ্চরাইজ করতে অ্যাভোকাডো পেঁপে কিংবা কলার তাজা খোসা ত্বকের ঘষতে পারেন।

একই রকম সংবাদ সমূহ

এবার বাংলাদেশেও ভাঙল প্রচলিত নিয়ম, যাত্রী নিয়ে বিয়ে করতে বরের বাড়িতে কনে!

এবার বাংলাদেশেও ভাঙল প্রচলিত নিয়ম, যাত্রী নিয়ে বিয়ে করতে বরেরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় উপজেলা পর্যায়ে সাংবাদিকদের সাথে পুষ্টি বিষয়ে গোলটেবিল বৈঠক

কলারোয়ায় উপজেলা পর্যায়ে সাংবাদিকদের সাথে পুষ্টি বিষয়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

ভালোবাসার সুড়ঙ্গ রহস্য (ভিডিও)

প্রকৃতি অপার রহস্যের ভান্ডার। তাই সে মাঝে মাঝেই আমাদের চমকেবিস্তারিত পড়ুন

  • কিডনি রোগ প্রতিরোধ ও প্রতিকারের উপায়
  • ঝুঁকি নিয়ে ছবি তুলে আলোচনায় দম্পতি
  • এক বছর পরও নড়াচড়া করে মৃতদেহ!
  • সেলফি তোলায় ছড়াচ্ছে উকুন!
  • আলসেমি দূর করার উপায়
  • রক্তে কোলেস্টেরলের মাত্রা কমাতে উপকারী আমড়া
  • সেলফির কারণে দ্রুত ছড়াচ্ছে উকুন!
  • হৃদরোগ প্রতিরোধের সহজ মন্ত্র
  • কাশ্মীরের একটি গ্রামের নাম ‘বাংলাদেশ’
  • ফেসবুকে নতুন ফিচার চালু, ডিলিট হবে সবকিছু
  • ব্যবহারকারীদের নিরাপত্তায় ফেসবুকে নতুন ফিচার
  • সৌরশক্তিতেই চলবে শাওমি