বুধবার, নভেম্বর ২৭, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

দেবহাটায় সরকারের সাফাল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে আলোচনা সভা

দেবহাটায় “সরকারের সাফাল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে ভিশন-২০২১ শীর্ষক” আলোচনা সভায় বক্তরা বলেন, বর্তমান সরকার ইতোমধ্যে প্রায় সকল সেক্টরে উন্নয়নের স্বাক্ষর রেখেছে। ভিশন ২০২১ এর লক্ষ্য নিয়ে দেশ বর্তমানে নিম্ন মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে। সেই সাথে ভিশন-২০৪১ ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অনুযায়ী বাংলাদেশকে উন্নত দেশে পরিনত করার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে বর্তমান সরকার। তাছাড়া সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে বছরের প্রথম দিন ছাত্র-ছাত্রীদের হাতে নতুন বই তুলে দিতে সক্ষম হয়েছে। দেশের মানুষের মাথাপিছু আয় বৃদ্ধি পেয়েছে। সরকারের ভাতাভোগীদের সংখ্যা এবং ভাতার পরিমান তুলনামূলক ভাবে বৃদ্ধি পেয়েছে। প্রতিটি এলাকায় বিদ্যুৎ পৌঁছে দিতে কাজ করছে সরকার। চলতি বছরে দেশে শতভাগ বিদ্যুৎ সেবার আওতায় আনা হবে। দেশের সকল জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ে ইন্টারনেট সেবা পৌছে দিয়ে ডিজিটাল বাংলাদেশ গড়া লক্ষ্যে দেশ এগিয়ে যাচ্ছে। শুধু তাই নয় কৃষি, মৎস্য, স্বাস্থ্য, যোগাযোগসহ সকল বিভাগে এসেছে উল্লেখ্য যোগ্য সাফল্য। বর্তমান সরকারের চ্যালেঞ্জ স্বরুপ পদ্মা সেতু নির্মাণ। যেটি বাংলাদেশের অর্থায়নে ইতেমধ্যে দৃর্শমান হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে নির্মাণ কাজ সম্পন্ন হবে। বক্তরা আরো বলেন, বর্তমানে শেখ হাসিনা সরকার বাংলাদেশে যে ভাবে সাফল্য বয়ে এনেছেন বিগত কোন সরকার এতটা উন্নয়ন ঘটাতে পারেনি। তার এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং মুক্তিযুদ্ধের চেতনায় বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মান করতে শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় আনতে মুল্যবান নৌকা প্রতীকে ভোট প্রদান করার অনুরোধ জানানো হয়। বুধবার বিকাল ৩টায় পারুলিয়া বাসস্টান্ডস্থ শহীদ আবু রায়হান চত্তরে জেলা তথ্য অফিসের আয়োজনে সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে এসব কথা বলেন বক্তরা। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ আল আসাদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আব্দুল গণি। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সহকারী সচিব ও র‌্যাব সদর দপ্তরের সিনিয়র ম্যাজিস্ট্রেট আকবর হোসেন, জেলা যুবউন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক রফিকুল ইসলাম, দেবহাটা থানার অফিসার ইনচার্জ কাজী কামাল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম।

অনুষ্ঠানে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার ও জেলা তথ্য অফিসের মনিরুজ্জামানের সঞ্চলনায় জেলা তথ্য কর্মকর্তা মোজাম্মেল হক, জেলা পরিষদের সদস্য আলহাজ্ব আল-ফেরদাউস আলফা, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুল ওহাব, দেবহাটা রিপোর্টাস ক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিজয় ঘোষ, পারুলিয়া ইউনিয়নের ইউপি সদস্যদের মধ্যে সালাউদ্দীন সারাফি, শহিদুল্লাহ গাজী, ইয়ামিন মোড়ল, ফারুক হোসেন, বানু আল কাদেরী, নারগিছ বেগম, হামিদা পারভীনসহ বিভিন্ন শ্রেণি-পেশার অসংখ্য মানুষ উপস্থিত ছিলেন। আলোচনা অনুষ্ঠান শেষে সরকারের উন্নয়ন বিষয়ক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে

সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ বা আয়না। এই আয়নায় সমাজেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৩, ইয়াবা-ফেন্সিডিল-গাঁজা উদ্ধার

সাতক্ষীরা জেলা ব্যাপী পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে মাদক মামলারবিস্তারিত পড়ুন

  • দেবহাটায় বন্ধু কল্যান থ্রী হুইলার সমিতির মাসিক সভা
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ৩৭, গাঁজা উদ্ধার
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ২৪ ।। ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা উদ্ধার
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৯ ।। ইয়াবা-ফেন্সিডিল উদ্ধার
  • দেবহাটায় ভ্যান চালক ও তার পরিবারকে মারপিটের অভিযোগ
  • পরিশ্রম আর ইচ্ছাশক্তিতে গ্যারেজে কাজে করে পড়ালেখা কলারোয়ার মোশাররফের
  • দেবহাটায় সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল চালক মর্মান্তিক আহত
  • সাতক্ষীরায় জেলা ব্যাপী গ্রেফতার ১৯ ।। ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • দেবহাটায় জমি-জায়গা নিয়ে ব্যবসায়ীকে মিথ্যা হয়রানির অভিযোগ
  • ‘ক্লিন সাতক্ষীরা, গ্রীন সাতক্ষীরা’র যাত্রা শুরু : জেলা প্রশাসকের সংবাদ সম্মেলন
  • দেবহাটায় খাল থেকে যুবতীর লাশ উদ্ধার
  • ‘সকলে সচেতন হলে ডেঙ্গু প্রতিরোধ সম্ভব’ : দেবহাটার ইউএনও সাজিয়া আফরিন