শার্শার আরো খবর...
বেনাপোলে দ্বিতীয় দিনেও উত্তেজনা, দুই সাংবাদিক আহত
বেনাপোল এখনো শান্ত হয়নি। মঙ্গলবারের পর বুধবার (২৪ জানুয়ারী) সকাল থেকে দফায় দফায় মেয়র সমর্থিত ও এমপি সমর্থিত শ্রমিকদের মধ্য সংঘর্ষ চলেছে। চলেছে ধাওয়া-পাল্টা ধাওয়া। সেই সাথে বোমা ফাটিয়ে ত্রাস সৃষ্টি করার অভিযোগও উঠেছে এলাকায়। সংঘর্ষের সময় ছবি তুলতে গিয়ে শ্রমিকদের হামলায় ইনডিপেনডেন্ট টিভির যশোর প্রতিনিধি জিয়াউল হক ও ফটো সাংবাদিক শরিফ গুরুতর আহত হয়েছেন।
যশোরের পুুলিশ সুপার সালাউদ্দীন সিকদার তাদের উদ্ধার করে ফায়ার সার্ভিসের এ্যাম্বুলেন্সে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
বেনাপোল বন্দরের হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৮৯২ এর ইজারা নিয়েছেন এমপি সমর্থিত বেনাপোল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহিদ। তিনি ১ টাকা কমিয়ে ১৬টাকা ৫০পয়সা শ্রমিকদের মুজুরি ধার্য করেছেন।
অন্যদিকে মেয়র সমর্থিত হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর সাধারণ সম্পাদক রাশেদ দাবী করেছেন পূর্বের নির্ধারিত ১৭ টাকা ৫০ পয়সার নিচে তার ইউনিয়নের শ্রমিকরা কাজ করবে না।
এ নিয়ে বুধবার সকালে আবার বন্দরে উত্তেজনার সৃষ্টি হয়। প্রথমে মেয়র সমর্থিত ৯২৫ এর শ্রমিকরা বেনাপোল বন্দরে মিছিল করে, এরপর এমপি সমর্থিত ৮৯২ ইউনিয়নের শ্রমিকরা মিছিল বের করার সময় ছবি তুলতে গেলে ইনডিপেনডেন্ট টিভির যশোর প্রতিনিধি জিয়াউল হক ও ফটো সাংবাদিক শরিফকে পিটিয়ে জখম করে। পরে স্থানীয় জনগন তাদের উদ্ধার করে রজনী হাসপাতালে ভর্তি করে।
শরিফ জানান- আমরা ছবি তুলতে গেলে অতকিত ভাবে আমাদের উপর হামলা চালানো হয়। তারা বলেন আমাদের হাসপাতালে ঘিরে রাখে শ্রমিকরা। এবং একের পর এক বোমা মারতে থাকে। পরে পুুলিশ তাদের উদ্ধারকরে হাসপাতালে পাঠায়। বন্দরে এখনো পর্যন্ত উত্তেজনা বিরাজ করছে। যেকোন সময় প্রানহানির ঘটনা ঘটতে পারে।
বেনাপোলে তাবলীগ জামাতের মুসল্লির লাশ উদ্ধার
যশোরের বেনাপোলের সাদীপুর গ্রামের একটি মসজিদের ভেতর তাবলীগ জামাতের এক সাথীভাই আত্মহত্যা করেছে।
বেনাপোল পোট থানার পুুলিশ জানায় সাদীপুর গ্রামের পূর্বপাড়া বায়তুল নুর জামে মসজিদে বুধবার ২৪ জানুয়ারী ভোরে নাসির হোসেন (২২) নামে তাবলীগ জামায়াতের এক সাথীর লাশ উদ্ধার করা হয়। ঐ সাথীভাই গলায় মাপলা পেচিয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিক তদন্তে জানাগেছে। কি কারনে আত্মহত্যা করেছে সে তা জানতে পারেনি পুলিশ।
নাসির হোসেন কুমিল্লা জেলার দেবিদার থানার নবীয়া বাদ গ্রামের কামরুল হাসানের ছেলে।
তাবলীগ জামায়াতের আমীর বাবুল হোসেন জানান তারা মঙ্গলবার (২৩ জানুয়ারি) রাত ১০ টার সময় সাদীপুর গ্রামের বায়তুল নুর জামে মসজিদে কুমিল্লা থেকে তাবলীগ জামায়াতের ১৫ সদস্যের একটি দল নিয়ে আসে এবং ঐ মসজিদে আশ্রয় নেয়। নামাজ কালাম শেষে রাতের খাবার খেয়ে তারা সবাই ঘুমিয়ে পড়ে। ফজরের নামাজের জন্য সবাই উঠে দেখে তাদের সাথী নাসির নিজের মাপলার পেচিয়ে আত্মহত্যা করেছে। ওই সময় এলাকা বাসির সহযোগিতায় থানায় খবর দিলে পুলিশ সকাল ৯ টার সময় ঘটনাস্থলে এসে লাশ থানায় নিয়ে যায়।
বেনাপোল পোর্ট থানার এসআই মনির হোসেন জানান খবর পেয়ে তারা স্থানীয় সাদীপুর বায়তুল নুর জামে মসজিদ থেকে তাবলীগ জামায়াতের এক সাথীর লাশ উদ্ধার করেছেন। তবে এটা হত্যা না আত্মহত্যা তা তদন্ত না করে বলা যাবেনা।
শিক্ষার্থীদের ডিম খাওয়ানো হচ্ছে
যশোরের শার্শা উপজেলা পশুসম্পদ অধিদপ্তরের আর্থিক সহায়তায় ৭ নং কায়বা ইউনিয়নে সরকারি প্রথমিক বিদ্যালয়ে শিশুদের মাঝে পুষ্টিসল্পতা দুরিকরনে ডিম খাওয়ানো শুরু হয়েছে।
বুধবার ২৪জানুয়ারী দুপুরে চালিতাবাড়ীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ২৪১ জন শিশুকে ডিম খাওয়ানো হয়।
কায়বা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান ফিরোজ আহমেদ টিংকু শিশুদের ডিম খাওয়ানোর মাধ্যমে পুষ্টিসল্পতা দুরিকরনে পুষ্টিসল্পতা প্রকল্পের আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন। এসময় উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, সচীব আবু জাফর, মেম্বর সহিদুল ইসলাম ময়না, মেম্বর আলমগীর কবীর বদু, মেম্বর রফিকুল ইসলাম, মেম্বর নাসির উদ্দীন, কায়বা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণসম্পাদক মিল্টন হাসান, চালিতাবাড়ীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে প্রাণী সম্পদ মন্ত্রনালয়ের উদ্যোগে সারাদেশের ন্যায় শার্শা উপজেলাতেও একর্মসুচী হাতে নেয়া হয়েছে। উপজেলা প্রাণী সম্পদ বিভাগ পুষ্টিসল্পতা দুরিকরন প্রকল্প পরিক্ষামুলক ভারে শুরু করেছে। পর্যায়ক্রমে সকল স্কুলে এপ্রকল্প চালুকরা হবে বলে জানাগেছে।
বাগআঁচড়ার বসতপুরে চেয়ারম্যান বকুলের মতবিনিময়
বর্তমান সরকারের উন্নয়ন মূলক কাজ জনসম্মুখে তুলেধরার লক্ষে বুধবার ২৪ জানুয়ারী বিকালে শার্শার বাগআঁচড়ার বসতপুর কলোনী প্রাথমিক বিদ্যালয় চত্বরে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সরকারের উন্নয়ন মূলক কাজের চিত্র তুলে ধরে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাগআঁচড়া
ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান ইলিয়াছ কবির বকুল।
স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি রাজ আলী মিয়ার সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি ইয়াকুব হোসেন বিশ্বাস, যুগ্ন-
সাধারণ সম্পাদক ডাঃ শাখওয়াত হোসেন, আওয়ামীলীগ নেতা মিজানুর রহমান মন্ডল, আব্দুল খালেক, খতিব ধাবক, ওসমান গণি মুকুল, আসাদুল ইসলাম মেম্বর, মোজাম গাজী মেম্বর, আব্দুল হান্নান মেম্বর, আশরাফ আলী আশু মেম্বর, আলমঙ্গীর কবির মেম্বর, জিয়া মেম্বর, আলী আহম্মদ মেম্বর, ইউনিয়ন
যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হাসান তুতুল, যুবলীগ নেতা মহিদুল ইসলাম, আকবার আলী, মিজান, কলেজ ছাত্রলীগের সভাপতি অহিদ হাসান, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আহসান হাবীব পল্টু, সাধারণ সম্পাদক মেহেদী হাসান অপু ও যুগ্ন-সাধারণ সম্পাদক আসলাম সরদার বাপ্পি প্রমুখ।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ
১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন
বেনাপোলে নৌ-পরিবহন প্রতিমন্ত্রীর বৈঠক বর্জন করলো সাংবাদিকরা
বেনাপোল স্থলবন্দর আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের দ্বিতীয়তলায় নৌ-পরিবহন প্রতিমন্ত্রী ও স্থলবিস্তারিত পড়ুন
ঝিকরগাছায় বাস চাপায় মোটরসাইকেল আরোহী শিশুসহ দু’জন নিহত
যশোরে বাস চাপায় এক শিশু ও এক মোটসাইকেল আরোহীর মৃত্যুবিস্তারিত পড়ুন