শ্রমিকদের আধিপত্য বিস্তার নিয়ে রনক্ষেত্র বেনাপোল

বেনাপোলে শ্রমিকদের মধ্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রনক্ষেত্রে পরিনত হয় বেনাপোল বন্দর নগরী। মুহুর মুহুর বোমা ও গুলির শব্দে আতংকিত হয়েপড়ে নগরবাসী। দু‘দল শ্রমিকের ধাওয়া পাল্টা ধাওয়া ও মুখোমুখি সংঘর্ষে দুজন শ্রমিক মারাত্মক ভাবে আহত হয়েছে। সংঘর্ষ চলাকালে মুহুর্তের মধ্য দোকানপাট ও গাড়ীঘোড়া বন্ধ হয়ে যায়। রাস্তাঘাট জনশুন্য হয়েপড়ে। আহতদের উদ্ধার করে নাভারন বুরুজবাগান হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বন্দর এলাকায় এখনো টানটান উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ক্ষমতাশীন দলের এমপি এবং মেয়র সমর্থিত শ্রমিকদের মধ্য দীর্ঘদিন ধরে বন্দরের কতৃত্ব নিয়ে বিরোধ চলে আসছিল। বেনাপোল বন্দরের শ্রমিকদের দুটি গ্রুপকে নিয়ন্ত্রণ করত দুপক্ষের দুজন নেতা। মঙ্গলবার ২৩ জানুয়ারী সকাল ১০টার দিকে পূর্ব ঘোষণা ছাড়াই এমপি সমর্থিত লোকজন অতর্কিত হামলা চালিয়ে মেয়র সমর্থিত শ্রমিকদের অফিস ভাংচুর ও তাদের বন্দর এলাকা থেকে তাড়িয়ে দেয়। পরবর্তীতে মুখে কাপড় বেধে মেয়র সমর্থিত শ্রমিকরা পুনরায় তাদের অফিস দখল করতে আসে ।এসময় তুমুল সংঘর্ষের সৃষ্টি হয়। বোমার শব্দে পুরো এলাকা কেপেওঠে। দুপক্ষই পিস্তল নিয়ে ছুটোছুটি শুরু করে।
এর পরপরই দুপুর ১টার দিকে শার্শা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান ও যুবলীগের সভাপতি অহেদুজ্জামানের বাড়িতে মেয়র সমর্থিত শ্রমিকরা কয়েকটি বোমা বিষ্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। এসময় তারা হাত বোমা ও গুলি ছুড়ে বন্দর এলাকায়ও আতঙ্ক সৃষ্টি করে।ঘটনার সময় বন্দর এলাকার সকল প্রকার যানচলাচল, দোকানপাট, অফিস, কাস্টম ও বন্দরের সকল কার্যক্রম বন্ধ হয়ে যায়। অবরুদ্ধ হয়ে পড়ে আশপাশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। পরে এমপি সমর্থিত শ্রমিকদের ধাওয়ার মুখে মেয়র সমর্থিত শ্রমিকরা পালিয়ে যায়।
এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) ফিরোজ আহম্মেদ বলেন, এঘটনায় কোন পক্ষই কোন মামলা করেনি এবং বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)


একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

বেনাপোলে নৌ-পরিবহন প্রতিমন্ত্রীর বৈঠক বর্জন করলো সাংবাদিকরা
বেনাপোল স্থলবন্দর আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের দ্বিতীয়তলায় নৌ-পরিবহন প্রতিমন্ত্রী ও স্থলবিস্তারিত পড়ুন

ঝিকরগাছায় বাস চাপায় মোটরসাইকেল আরোহী শিশুসহ দু’জন নিহত
যশোরে বাস চাপায় এক শিশু ও এক মোটসাইকেল আরোহীর মৃত্যুবিস্তারিত পড়ুন