মঙ্গলবার, জানুয়ারি ২১, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

আরো খবর...

মাত্র পাঁচদিন আগে বিয়ে হয়েছিল মেয়েটির

মণিরামপুরে ঝরনা খাতুন (১৯) নামে এক নববধূর রহস্যজনক মৃত্যু হয়েছে।
রোববার সকালে স্বজনরা তার ঝুলন্ত লাশ উদ্ধার করেন। এই ঘটনায় সকাল থেকে স্থানীয়রা ঝরনার স্বামী রাজু মোল্যাসহ তার দুই ননদ খাদিজা ও চম্পাকে ধরে ঘরে তালাবদ্ধ করে রাখেন।
ঘটনাটি ঘটেছে উপজেলার কাশিমনগর গ্রামের উত্তর পাড়ায়। ঝরনা ওই পাড়ার সাহেব আলীর মেজ মেয়ে। সাতদিন আগে ঝর্নার বিয়ে হয়েছিল।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে সরেজমিন গিয়ে রাজু ও তার দুই বোনকে ঘরে তালাবদ্ধ অবস্থায় পাওয়া যায়। পরে পুলিশ এলে স্থানীয়রা তাদের ছেড়ে দেন বলে জানা গেছে।
গত সোমবার (১৫ জানুয়ারি) নড়াইলের ভদ্রবিলা গ্রামের শহিদ মোল্যার ছেলে রাজু মোল্যার সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় ঝর্নার। গত শুক্রবার দুপুরে স্বামী ও দুই ননদকে সঙ্গে নিয়ে বাপের বাড়িতে বেড়াতে এসেছিলেন ঝরনা।

এদিকে, এই ঘটনায় রোববার সকালে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। খবর পেয়ে থানার এসআই এনামুল ঘটনাস্থলে যান।

ঝরনার মা ফাতেমা বেগম বলেন, রাতে খাওয়ার পর মেয়ে ও জামাই একই ঘরে ঘুুমাতে যায়। সকাল সাড়ে সাতটার দিকে জামাই রাজুর চিৎকার শুনতে পাই। পরে সে (রাজু) দরজা খুললে ঘরের আড়ার সাথে মেয়েকে ওড়না জড়িয়ে ঝুলে থাকতে দেখি। এরপর লাশ নামিয়ে ঘরের বারান্দায় রাখা হয়।

ঝর্নার স্বামী রাজু মোল্যা বলেন, ‘শনিবার বিকেলে আমি কয়েক শালার (শ্যালক) সাথে বাইরে ঘুরতে যাওয়ার সময় বাঁধা দেয় আমার স্ত্রী। রাতে বাড়ি ফেরার পর ঝরনা আমার সাথে ঝগড়া শুরু করে। তাকে থামাতে গিয়ে আমার শাশুড়ি ঝর্নার গালে চড় মারে। এরপর রাতে খাবার খেয়ে দুইজনে ঘুমাতে যাই। ও (ঝরনা) যে মনের মধ্যে রাগ পুষে রেখেছে তা বুঝতে পারিনি। সকালে জেগে দেখি ঝরনা ঘরের আড়ার সাথে ঝুলছে।’

এদিকে মৃতার ভগ্নিপতি আল-আমিনসহ স্থানীয়দের ধারণা, রাতে ঝরনাকে শ্বাসরোধ করে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখা হয়েছে। স্ত্রী গলায় ফাঁস দিয়ে মারা যাবেন আর একই ঘরে থাকা স্বামী টের পাবেন না- তা হতে পারে না। এরমধ্যে রহস্য আছে।
ঝরনার মা ফাতেমা খাতুন বলেন, আমার মেয়ে খুবই রাগী ছিল। তাকে চড় মারার কারণে আমার ওপর রাগ করে সে আত্মহত্যা করেছে। জামাইয়ের কোনো দোষ নেই।

স্থানীয় ইউপি চেয়ারম্যান জিএম আহাদ আলী বলেন, বিষয়টি আমার কাছে পজেটিভ মনে হচ্ছে না।

মণিরামপুর থানার এসআই এনামুল ঘটনাস্থল থেকে জানান, এই ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

ঝরনার স্বামী ও দুই ননদ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আমি ঘটনাস্থলে এসে কাউকে আটকে রাখতে দেখিনি।

মণিরামপুরে পিকআপের ধাক্কায় মৃত্যু
যশোরের মণিরামপুরে মাছবাহী পিকআপের ধাক্কায় জাবির হোসেন (৪০) নামে এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

রোববার বেলা সাড়ে ১২টার দিকে যশোর-সাতক্ষীরা আঞ্চলিক মহাসড়কের চালকিডাঙ্গা বাজারে এই দুর্ঘটনা ঘটে।

নিহত জাবির আলী উপজেলার হুরগাতী গ্রামের সাবেক ইউপি সদস্য আব্দুল গফুরের ছেলে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা লাশ উদ্ধার করে থানা পুলিশের কাছে হস্তান্তর করেছেন। পুলিশ পিকআপটি আটক করেছে। বিকেলে এই খবর লেখা পর্যন্ত লাশ ও পিকআপটি থানা হেফাজতে ছিল।

মণিরামপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাউদ্দিন মিয়া ও স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক জানান, বেলা ১২টা ১৫ মিনিটের দিকে মণিরামপুরে বাজার করে বাইসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন জাবির। চালকিডাঙ্গা বাজারে পৌঁছুলে যশোরগামী একটি মাছের পিকআপ পেছন থেকে তাকে ধাক্কা দেয়। এতে পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলে মারা যান জাবির।

সালাউদ্দিন মিয়া বলেন, ঘটনার পরপরই আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। লাশ উদ্ধার করে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
মণিরামপুর থানার এসআই জাহাঙ্গীর আলম বলেন, দুর্ঘটনার জন্য দায়ী পিকআপটি আটক করা গেছে। কিন্তু চালক পলাতক রয়েছে। লাশ আমাদের হেফাজতে আছে। মৃতের স্বজনরা মামলা করতে চাচ্ছেন না। তারা জেলা প্রশাসকের অনুমতি আনতে গেছেন। অনুমতি মিললে লাশ হস্তান্তর করা হবে।

অনুমতি না মিললে থানায় মামলা হবে বলে জানান এসআই জাহাঙ্গীর আলম।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

বেনাপোলে নৌ-পরিবহন প্রতিমন্ত্রীর বৈঠক বর্জন করলো সাংবাদিকরা

বেনাপোল স্থলবন্দর আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের দ্বিতীয়তলায় নৌ-পরিবহন প্রতিমন্ত্রী ও স্থলবিস্তারিত পড়ুন

ঝিকরগাছায় বাস চাপায় মোটরসাইকেল আরোহী শিশুসহ দু’জন নিহত

যশোরে বাস চাপায় এক শিশু ও এক মোটসাইকেল আরোহীর মৃত্যুবিস্তারিত পড়ুন

  • কেশবপুরে বর্ণাঢ্য আয়োজনে মিনা দিবস পালিত
  • কেশবপুরে মটরসাইকেলসহ মাদক ব্যবসায়ী আটক
  • কেশবপুরে তৃণমূল সাংবাদিক দলের ত্রৈমাসিক সমন্বয় সভা
  • কেশবপুরে জয় সাহাকে পুনরায় ক্রীড়া সংস্থার সা.সম্পাদক করার দাবী
  • ঝিকরগাছার বাঁকড়ায় আ.লীগের বর্ধিত সভা
  • শার্শার হাড়িখালি আমবাগান থেকে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার
  • কেশবপুরে ভ্রাম্যমান আদালতে দুই মহিলা চোরকে কারাদন্ড
  • কেশবপুর উপজেলা দলিত পরিষদের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত
  • কেশবপুরের ভাল্যুকঘর মাদরারাস নিয়ে এক প্রভাষক ষড়যন্ত্রে লিপ্ত!
  • মারধর করায় বাচ্চা কোলে নিয়ে কেশবপুরে থানায় হনুমানের দল
  • বেনাপোল দিয়ে ইলিশমাছ ভারতে পাচারের সময় গ্রেফতার-২
  • বেনাপোল পোর্ট থানার ওসিকে পত্রিকা প্রতিনিধিদের ফুলেল শুভেচ্ছা