আরো খবর...
কালিগঞ্জে জাতীয় শ্রমিকলীগের বর্ধিত সভায় ওসি’কে দুষলেন নেতারা
বাংলাদেশ জাতীয় শ্রমিকলীগ সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা শাখার আয়োজনে শনিবার সকাল ১০ টায় অনুষ্ঠিত হয়েছে বর্ধিত সভা।
জাতীয় শ্রমিকলীগ উপজেলা শাখার সভাপতি শেখ শাহজালালের সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ ওয়াহেদুজ্জামান।
তিনি তার বক্তব্যে বলেন- জননেত্রী শেখ হাসিনা জনগনের কল্যানে কাজ করছেন। আমরা জীবন বাঁজী রেখে মুক্তিযুদ্ধ করে লাল সবুজের পতাকা উপহার দিয়েছি। আর সেই দেশের জনগনকে জিম্মি করে বড় লোক হচ্চে ওসি। এটা মেনে নেওয়া হবে না, মেনে নেওয়া যায়না। এ ঘুষখোর ওসির কারনে সরকারের দুর্নাম হচ্ছে।
জাতীয় শ্রমিকলীগের উপজেলা শাখার সাধারন সম্পাদক আব্দুস সবুরের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষকলীগের সভাপতি অধিবাস অধিকারী, সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক, দক্ষিন শ্রীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গবিন্দকুমার মন্ডল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গৌতম লস্কর, উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ শাওয়ান আহম্মেদ সোহাগ প্রমুখ।
বক্তারা আরও বলেন- জামাত শিবিরকে প্রশ্রয় দিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে পুলিশ। আতংকের মধ্যে সময় পার করছে আওয়ামী নেতাকর্মীরা। আজ মুক্তিযোদ্ধা প্রজম্মলীগের উপজেলা সভাপতিকে শত শত লোকের সামনে সন্ত্রাসীরা হামলা করলেও পুলিশ কাওকে আটক করতে পারেনি এটা দুঃখ জনক।
কালিগঞ্জে আহছানিয়া মিশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
কালিগঞ্জে আহছানিয়া মিশনের উদ্দ্যোগে শনিবার বেলা ১১টায় কালিগঞ্জ মোজাহার মেমোরিয়াল হাইস্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক সাধারণ সভা ও পবিত্র ওরছ শরীফ পালন উপলক্ষে পরামর্শ সভা।
কালিগঞ্জ আহছানিয়া মিশনের সভাপতি প্রভাষক সামছুল হুদা কবির খোকনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নূর হোসেন গাজীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মতলেবুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন আহ্ছানিয়া মিশন কালিগঞ্জ শাখার সহ-সভাপতি এটি এম ফজলুল হোসেন মনু, আব্দুল হামিদ, আব্দুল আজিজ মন্টু সহ আহ্ছানিয়া মিশন কালিগঞ্জ শাখার সদস্য ও নেতৃবৃন্দ।
আহছানিয়া মিশনের বার্ষিক সাধারন সভায় বিগত বছরের আয় ব্যায়ের হিসাব নিকাশ উপস্থাপন করা হয় এবং সুলতানুল আউলিয়া কুতুবুল আবতাব গওছে জামান আরেফ বিল্লাহ হজরত শাহা ছুফী আলহাজ্ব খানবাহাদুর আহ্ছানউল্লা (রঃ) এর ৫৪তম পবিত্র বার্ষিক ওরছ শরীফ অন্যান্য বছরের ন্যায় এ বছরও বিপুল উৎসাহ উদ্দীপনায় ধর্মীয় ভাবগাম্ভীজের মধ্যে দিয়ে পালনের লক্ষ্যে কালিগঞ্জ আহছানিয়া মিশনের পক্ষ থেকে পরামর্শ সভায় ব্যাপক প্রস্তুতি গ্রহন করা হয়।
কালিগঞ্জে ইউপি সদস্যের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশে অনুষ্ঠিত
কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
কালিগঞ্জে ইউপি সদস্য মীর সালমান রহমান ডালিমের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ২০ জানুয়ারী বিকাল ৪ টায় অনুষ্ঠিত হয়েছে সমাবেশ ও মানববন্ধন।
উপজেলার ফুলতলা মোড়ে কালিগঞ্জ-মুন্সিগঞ্জ মহাসড়কের উপরে মানববন্ধন ও সমাবেশে মৌতলা ইউপি সদস্য আকবর আলীর সভাপতিত্বে ও কৃষ্ণনগর ইউপি সদস্য নজরুল ইসলামের সঞ্চালনায় হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে বক্তব্য রাখেন কুশলিয়া ইউপি সদস্য শেখ রফিকুল বারী রফু, শেখ খাইরুল আলম, মহিলা সদস্য খোদেজা খাতুন, তারালী ইউপি সদস্য জেবুন্নাহার, ধলভাড়িয়া ইউপি সদস্য শিখা রাণী মন্ডল, রোকেয়া খাতুন, ভাড়াশিমলা ইউপি সদস্য আহম্মাদ আলী, তারালী ইউপি সদস্য সামছুজ্জামান প্রমুখ।
প্রতিবাদ সমাবেশে উপজেলার ১২ টি ইউনিয়নের ইউপি সদস্য, সদস্যা, বিভিন্ন রাজনৈতিক দল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও সুধিবৃন্দ অংশগ্রহন করেন।
সমাবেশে বক্তাগন অনতিবিলম্বে জনপ্রতিনিধি মীর সালমান রহমান ডালিমের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ সহ পুলিশের উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করে বক্তাগন আরো বলেন থানা অফিসার ইনচার্জ সুবীর দত্তের আচরণে দলীয় নেতাকর্মী সহ জনপ্রতিনিধিরা ক্ষুব্ধ, সাধারন জনগনকে তিনি হয়রানি করে চলেছেন।
কালিগঞ্জে ভূমি অফিসের আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হলো বার্ষিক বনভোজন
কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
কালিগঞ্জ উপজেলা ভূমি অফিসের আয়োজনে শনিবার বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হয়েছে বার্ষিক বনভোজন।
উপজেলার ঐতিহ্যবাহী বসন্তপুর ভূমি অফিস চত্তরে সকাল ১০ টায় অনুষ্ঠিত বার্ষিক বনভোজনের উদ্বোধন করেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ ওয়াহেদুজ্জামান।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূর আহম্মেদ মাছুমের সভাপতিত্বে দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগীতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, লটারী ড্র ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বিকাল ৫ টায় পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মাদারীপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলহাজ্ব সৈয়দ ফারুক আহম্মেদ।
কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, গোপালগঞ্জের কাঁশায়ানী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মুরাদ হোসেন, বাংলাদেশ সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, রিপোটার্স ক্লাবের সভাপতি নিয়াজ কওছার তুহিন, কালিগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গৌতম লস্কর, উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ শাওয়ান আহম্মেদ সোহাগ সহ উপজেলার সকল ভূমি সহকারী কর্মকর্তা, অফিস সহকারী ও সুধিবৃন্দ উপস্থিত ছিলেন।
কালিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক বনভোজনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
কালিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক বনভোজন প্রতি বছরের ন্যায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে পালনের লক্ষে শনিবার বেলা ১১ টায় প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে প্রস্ততি সভা।
বার্ষিক বনভোজন উদযাপন কমিটির আহবায়ক ও কালিগঞ্জ প্রেসক্লাবের কোষাধক্ষ্য কাজী মুজাহিদুল ইসলাম তরুনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সহ সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাধারন সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, সাংগঠনিক সম্পাদক ও বনভোজন উপ-কমিটির সদস্য এম হাফিজুর রহমান শিমুল, দপ্তর সম্পাদক ও বনভোজন উপ-কমিটির সদস্য মীর জাহাঙ্গীর হোসেন, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এস এম আহম্মাদ উল্যাহ বাচ্ছু, নির্বাহী সদস্য শেখ আবু হাবিব, বনভোজন উপ-কমিটির সদস্য শেখ মোদাচ্ছের হোসেন জান্টু প্রমুখ।
প্রস্তুতি সভায় বার্ষিক বনভোজনে দিনক্ষন ১১ ফেব্রুয়ারী নির্ধারন করা হয়।
এছাড়াও বনভোজনের সার্বিক সফলতার জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহন করা হয়।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ
১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন
‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ বা আয়না। এই আয়নায় সমাজেরবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৩, ইয়াবা-ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
সাতক্ষীরা জেলা ব্যাপী পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে মাদক মামলারবিস্তারিত পড়ুন