যশোর-বেনাপোল সড়ক সম্প্রসারণ: মালিকানা দ্বন্দ্বে ঝুলে আছে গাছ কাটা
যশোর-বেনাপোল মহাসড়কের (যশোর রোড) ৩৮ কিলোমিটার সম্প্রসারণ প্রকল্প বাস্তবায়ননে ২ হাজার ৩৩২টি ছোট বড় গাছ কাটার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে জেলা পরিষদ ও সড়ক জনপথ বিভাগের মালিকানা দ্বন্দ্বে সিদ্ধান্ত বাস্তবায়নে ধীরগতি হচ্ছে।
আন্ত:মন্ত্রণালয়ের সিদ্ধান্তে গাছের প্রকৃত মালিক নিধারিত হবে। ৩২৮ কোটি টাকার প্রকল্পের দরপত্র মূল্যায়ন চলছে। আগামী ফেব্রুয়ারি মাসেই কাজ শুরু করতে আগ্রহী সড়ক ও জনপথ বিভাগ। যদিও ঐতিহ্যবাহী যশোর রোডের গাছগুলো কাটা নিয়ে আপত্তি আছে যশোরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের। তারপরও উন্নয়নের স্বার্থে জনপ্রতিনিধি ও আমলরা গাছ কাটতে একমত হয়েছেন।
জানা যায়, বর্তমানে যশোর- বেনাপোল মহাসড়ক একসময় ‘যশোর রোড’ হিসেবে পরিচিত ছিল। ১৮৪০ সালে জমিদার কালী পোদ্দারের মা ছায়ায় ছায়ায় গঙ্গা স্নানে যাবেন; এজন্য রাস্তার দুই ধারে তিনি বিদেশ থেকে অতি বর্ধনশীল রেইন্ট্রি গাছের চারা এনে রোপণ করেন। সেই গাছ গুলোই যশোর বেনাপোল সড়কে এখনো ছায়া দিচ্ছে। দেশ ভাগের পর ৮০ কিলোমিটার যশোর রোডের ৩৮ কিলোমিটার পড়ে বাংলাদেশ অংশে। বাকী ৪২ কিলোমিটার পড়ে ভারতের অংশে । মহান মুক্তিযুদ্ধের সময় বহু শরনার্থি এই মহাসড়ক পেরিয়ে ভারতে আশ্রয় নিয়েছিল।
মুক্তিযুদ্ধের সময় বিখ্যাত কবি অ্যালেন গ্রিন্সবার্গ ‘সেপ্টেম্বর অন যশোর রোড’ কবিতা লেখেন। ঐতিহ্যের দিক থেকে মহাসড়কের গাছগুলো ইতিহাসের স্বাক্ষী। গাছগুলো কেটে মহাসড়ক সম্প্রসারণ নিয়ে যশোরবাসীর মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া ছিল। একজন সংসদ সদস্য সংসদে ভাষণ দিয়ে গাছগুলো রেখে সড়ক সম্প্রসারণের প্রস্তাব দেন।
সর্বশেষ গত ৬ জানুয়ারি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে যশোর-বেনাপোল সড়ক যথাযথমানে নির্মাণ ও প্রশস্তকরণের সুবিধার্থে রাস্তার দুই পাশের গাছসমূহ অপসারণ বিষয়ে মত বিনিময় সভায় তিনজন সংসদ সদস্য, জেলা পরিষদ চেয়ারম্যান জনপ্রতিনিধি ও সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা সর্বসম্মতিক্রমে ২হাজর ৩৩২টি গাছ কেটে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন।
যশোর সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা যায়, ২০১৭ সালের ২১ মার্চ একনেকের সভায় ৩২৮কোটি টাকা ৯০ লাখ ৫৫ হাজার টাকা ব্যয়ে যশোর-বেনাপোল জাতীয় সড়কের (দড়াটানা-বেনাপোল পর্যন্ত) ৩৮দশমিক ২ কিলোমিটার সড়ক যথাযথমানে প্রশস্তকরণ প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্পের নকশা অনুযায়ী ‘মহাসড়কের প্রস্থ ৭দশমিক ৩মিটার থেকে বৃদ্ধি করে ১০দশমিক ৩ মিটার করা হবে। একই সঙ্গে সড়কের উভয় পাশে ১মিটার করে মাটির জায়গা রাখা হবে। এতে সড়কের প্রস্থ দাঁড়াবে ১২দশমিক ৩মিটার। এই প্রকল্প বাস্তবায়ন করতে হলে মহাসড়কের উভয় পাশের মোট ২ হাজার ৩১২টি গাছ কাটতে হবে বলে সভায় জানানো হয়।
যশোর জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল দাবি করেন- যশোর-খুলনা, যশোর- বেনাপোল ও যশোর-ঝিনাইদহ মহাসড়কের জমি যশোর জেলা পরিষদের মালিকানাধীন। ব্রিটিশ, পাকিস্তান আমলে সড়কের যাবতীয় উন্নয়ন কাজ, বৃক্ষরোপণ ও সংরক্ষনের দায়িত্ব জেলা পরিষদ পালন করে আসছে। জেলা পরিষদ কখনো ওই মহাসড়কের জমি কিংবা গাছ হস্তান্তর করেনি। ফলে সওজের মালিকানা দাবি করার সুযোগ নেই। রাস্তার পাশের গাছ কেটে মহাসড়ক সম্প্রাসরণ করতে হবে এটা সময়ের দাবি। এ দাবিতে জেলা পরিষদও একমত। গাছ অপসারনের জন্য গাছ কাটতে সওজ চিঠি দিলেই আমরা কাজ শুরু করে দেব।
সড়ক ও জনপথ বিভাগ (সওজ) সূত্র জানায়- পরিবেশের ভারসাম্যের বিবেচনায় সংশ্লিষ্ট মন্ত্রণালয় এ মহাসড়কের ঐতিহ্যবাহী শতবর্ষী প্রাচীন গাছ না কাটার সিদ্ধান্ত নেয়। কিন্তু সময়ের দাবিতে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে। ৬ জানুয়ারি গাছ কাটার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলম বলেন, যশোর- বেনাপোল মহাসড়কের গাছগুলো সড়ক ও জনপথ বিভাগের। কিন্তু জিলা পরিষদও মালিকানা দাবি করছে। এ ব্যাপারে অচিরেই আন্তঃমন্ত্রণালয়ের সভায় গাছের মালিকানা নির্ধারণ করা হবে। গাছের মালিকানা যাদের হবে, তারা গাছ কেটে নিবেন।
তিনি আরও বলেন- প্রকল্পের দরপত্র মূল্যায়ন প্রক্রিয়া চলছে। শিগগির কাজ শুরু করতে পারবো বলে আশাবাদী।
এদিকে গাছগুলো সংরক্ষণ করে রাস্তা প্রশস্ত করণের দাবি জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। সোমবার পার্টির যশোর জেলা কমিটির এক সভায় এ দাবি জানানো হয়।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ
১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন
বেনাপোলে নৌ-পরিবহন প্রতিমন্ত্রীর বৈঠক বর্জন করলো সাংবাদিকরা
বেনাপোল স্থলবন্দর আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের দ্বিতীয়তলায় নৌ-পরিবহন প্রতিমন্ত্রী ও স্থলবিস্তারিত পড়ুন
ঝিকরগাছায় বাস চাপায় মোটরসাইকেল আরোহী শিশুসহ দু’জন নিহত
যশোরে বাস চাপায় এক শিশু ও এক মোটসাইকেল আরোহীর মৃত্যুবিস্তারিত পড়ুন