আরো খবর...
তালার সুভাষিনী ডিগ্রী কলেজে কম্পিউটার ল্যাবের উদ্বোধন
তালার তেঁতুলিয়ার সুভাষিনী ডিগ্রী কলেজ’র কম্পিউটার ল্যাবের উদ্বোধন করা হয়েছে।
৮ জানুয়ারী সোমবার সকালে কলেজের পরিচালনা পর্ষদ ও তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু অতিথি হিসেবে উপস্থিত থেকে ল্যাবের উদ্বোধন করেন।
অধ্যক্ষ কামরুল ইসলাম সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রভাষক প্রণব ঘোষ বাবলু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,প্রভাষক হাফিজুর রহমান,প্রভাষক আকবার আলী,প্রভাষক আমজাদ হোসেন,সাঈদুর রহমান প্রমুখ।
প্রসঙ্গত, শিক্ষা মন্ত্রনালয় হতে ইতোমধ্যে সুভাষিনী ডিগ্রী কলেজে আই.সি.টি ভবন ও ৩০টি কম্পিউটার প্রদান করা হয়েছে।
বিভিন্ন সংকটে তলানিতে ঠেকেছে তালা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মাণ
শিক্ষক সংকট থেকে শুরু করে নানা প্রতিবন্ধকতায় মুখ থুবড়ে পড়েছে তালার ঐতিহ্যবাহী বিদে সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। প্রধান শিক্ষকসহ বিদ্যাপীঠটির ১৭ জন শিক্ষকের স্থলে প্রায় অর্ধেক দিয়ে পাঠদান দিতে রীতিমত ভোগান্তিতে পড়তে হচ্ছে শিক্ষকসহ সংশ্লিষ্ট শিক্ষার্থীদের। এছাড়া শিক্ষকদের অনেকের বিরুদ্ধে রয়েছে ছাত্রদের সাথে অসৌজন্যমূলক আচরণসহ নানা অনিয়মের অভিযোগ। শ্রেণী কক্ষের বাইরে নিজস্ব কোচিং সেন্টার পরিচালনা করায় ছাত্রদের সাথে এমন বৈষম্য বলে মনে করছেন অভিভাবকসহ ভূক্তভোগী শিক্ষার্থীরা। তবে শিক্ষকরা তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে বলছেন,সরকার থেকে তাদের এমন কোন নির্দেশনা এখন পর্যন্ত হাতে এসে পৌছেনি।
এমন অবস্থায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এলাকাবাসী।
অভিভাবকদের অনেকে আবার মুখ ফিরিয়ে নিচ্ছেন বিদ্যাপীঠটি থেকে।
জানা গেছে- বিদ্যালয়টি ১৮৮৮ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠা পরবর্তী অত্যন্ত সুনামের সাথে তৃণমূলের শিক্ষা বিস্তারে এগিয়ে যাচ্ছিল। তবে বিভিন্ন সময়ে নানাবিধ সংকট তাদের সে অগ্র যাত্রাকে ব্যাপকভাবে বাঁধাগ্রস্থ করছে। সূত্র জানায়,বেশ কিছুদিন যাবৎ বিদ্যালয়টি চলছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে। আছে শিক্ষক সংকটও। প্রায় সাড়ে ৫শ’ শিক্ষার্থীদের সুষ্ঠু পাঠদানে সেখানে ১৭ জন শিক্ষকের পদ থাকলেও কর্মরত রয়েছেন মাত্র ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৮ জন। এমন অবস্থায় ব্যাপক সংখ্যক শিক্ষার্থীদের পাঠদানে রীতিমত বিড়ম্বনার মুখে পড়তে হচ্ছে। নানা সংকটে সেখানকার পড়া-লেখার মাণও চলে গেছে নি¤œ দিকে। সর্বশেষ জেএসসি পরীক্ষায় বিদ্যালয়টি থেকে সর্বমোট ৮০ জন পরীক্ষা দিলেও পাশ করেছে ৭৬ জন। তবে মেধা তালিকায় স্থান পেয়েছে অত্যন্ত কম সংখ্যক ছাত্র। ফলাফলে দেখা যায়,এবার জিপিএ-৫ পেয়েছে ৭ জন,এ গ্রেড পেয়েছে ৩১ জন,এ- পেয়েছে ২৭ জন, বাদ-বাকীরা কোন মতে পাশ করেছে।
এদিকে শিক্ষা মাণের এমন ক্রমাবনতিতে অভিভাবক মহলে বিরাজ করছে চরম অসন্তোষ। ভবিষ্যতে এমন অবস্থা চলতে থাকলে ছাত্রদের ধরে রাখা কষ্টকর হবে বলেও আশংকা করছেন কেউ কেউ।
অভিযোগে জানাযায়,বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুধাংশু কুমার ও মোঃ মঈনুল ইসলাম সেখানে চাকুরির পাশাপাশি বাড়তি আয়ের জন্য দ্যিালয়ের শিক্ষার্থীদের নিয়ে আলাদা কোচিং করাচ্ছেন। আর সমস্যাটা মূলত সেখানেই। নিজ কোচিংয়ের ছেলেদের বাড়তি সুবিধা প্রদানের পাশাপাশি বিভিন্ন পরীক্ষায় নম্বর বৈষম্যের ঘটনাও ঘটছে। কোচিংমুখী থাকার জন্য একদিকে যেমন নির্দিষ্ট পুথিগত বিদ্যার মধ্যে সীমাবদ্ধ রেখে তাদের সরকারের সৃজনশীল শিক্ষা ব্যবস্থাকে বাঁধাগ্রস্থ করছে অন্যদিকে কোমলমতি শিক্ষার্থীদের মানষিক প্রতিবন্ধিতার দিকে ঠেলে দিচ্ছে।
এব্যাপারে অভিযুক্ত শিক্ষকদের নিকট জানতে চাইলে তারা এপ্রতিনিধিকে বলেন,তারা কোচিং করালেও নম্বর বৈষম্যের বিষয়টি ভূল। তাছাড়া সরকারিভাবে তাদের কোচিং করানোর বিষয়ে সঠিক কোন নির্দেশনা এখন পর্যন্ত তাদের হাতে হাতে এসে পৌছেনি।
এ ব্যাপারে বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গৌর পদ নন্দী এবছর শিক্ষার মাণ খনিকটা খারাপ হয়েছে বলে স্বীকার করে জানান,যেখানে অর্থনৈতিক বিষয় সম্পৃক্ত থাকে সেখানে বৈষম্য থেকে শুরু করে ছোট-খাট ত্রুটি-বিচ্যুতি থাকতেই পারে। তাছাড়া শিক্ষক স্বল্পতার বিষয়ে তারা সংশ্লিষ্ট উর্দ্ধতন কতৃপক্ষকে অবহিত করেছেন। খুব শিঘ্রী সকল সমস্যার সমাধান হবে বলেও জানান তিনি।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ
১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন
‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ বা আয়না। এই আয়নায় সমাজেরবিস্তারিত পড়ুন
তালায় ইউএনও’র প্রেরণায় গার্লস হাইস্কুলে ডেইলি স্টার কর্নার চালু
তালা উপজেলা নির্বাহী অফিসার ইউএনও’র অনুপ্রেরণায় শহীদ আলী আহম্মেদ বালিকাবিস্তারিত পড়ুন