উৎসব মুখর পরিবেশে তালা উপজেলা ৪০৩ শিক্ষা প্রতিষ্ঠানে ৬ লাখ ৫১ হাজার বই বিতরণ
উৎসব মুখর পরিবেশে সাতক্ষীরার তালা উপজেলার ৪০৩টি শিক্ষা প্রতিষ্ঠানের অনুকূলে একযোগে ৬ লাখ ৫১হাজার ৮১০ খানা বই (১ জানুয়ারি) সোমবার সকালে বিতরণ করা হয়েছে।
এরমধ্যে মাধ্যমিক স্কুল, এবতেদায়ী (সতন্ত্র), মাদ্রাসা ও ভোকেশনাল মিলে মাধ্যমিক পর্যায়ে ১২৩ টি শিক্ষা প্রতিষ্ঠানে ৪ লাখ ৮২হাজার ৯শত খানা এবং প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডার গার্টেন মিলে মোট ২৮০ শিক্ষা প্রতিষ্ঠানে ১ লাখ ৬৮হাজার ৯১০ খানা বই বিতরণ করা হয়েছে।
নতুন বছরের প্রথম দিনে একাধিক স্কুলে উপস্থিত থেকে বই বিতরন করেন তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা নির্বাহী অফিসার ফরিদ হোসেন, তালা থানার অফিসার ইনচার্জ মোঃ হাসান হাফিজুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আতিয়ার রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অহিদুল ইসলাম, তালা মহিলা কলেজের অধ্যক্ষ মো. আব্দুর রহমান, প্রাক্তন প্রধান শিক্ষক এমএ কাসেম, তালা প্রেসক্লাবের সভাপতি ও সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদক প্রণব ঘোষ বাবলু, তালা সদর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি সরদার জাকির হোসেন, তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের সভাপতি সরদার মশিয়ার রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়া বই উৎসবের দিনে স্ব স্ব প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক, শিক্ষক মন্ডলী, ম্যানেজিং কমিটি, জনপ্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ বিদ্যালয়ে উপস্থিত থেকে বই বিতরন কালে উপস্থিত ছিলেন।
তালা প্রেসক্লাবে কম্পিউটার ও পানির ট্যাংকি প্রদান করলো উত্তরণ
সাতক্ষীরার তালা প্রেসক্লাবে একটি কম্পিউটার ও পানির ট্যাংকি প্রদান করেছে বে-সরকারী উন্নয়ন সংস্থা উত্তরণ। রবিবার (৩১ ডিসেম্বর) রাতে তালা প্রেসক্লাব কার্যালয়ে উত্তরণ পরিচালকের পক্ষে উক্ত কম্পিউটার ও পানির ট্যাংকি তুলে দেন উত্তরণের প্রোগ্রাম সমন্বয়কারী মোঃ কাইয়ুম আজাদ। এ সময় তালা প্রেসক্লাবের উপদেষ্টা এমএ হাকিম, প্রেসক্লাব সভাপতি প্রণব ঘোষ বাবলু, সাধারণ সম্পাদক সরদার মশিয়ার রহমান, সিনিয়র সহ-সভাপতি গাজী জাহিদুর রহমান, কোষাধ্যক্ষ এমএ ফয়সাল, সহ-সম্পাদক সব্যসাচী মজুমদার বাপ্পী, ক্রীড়া সম্পাদক মোঃ রোকনুজ্জামান টিপু, প্রচার সম্পাদক কাজী আরিফুল হক ভুলু, ক্লাবের সদস্য গাজী সুলতান আহমদ, প্রভাষক নজরুল ইসলাম, অর্জুন বিশ্বাস, খলিলুর রহমান লিথু, মোঃ জাহাঙ্গীর হোসেন, সেকেন্দার আবু জাফর বাবু, মোঃ রবিউল ইসলাম, কাজী লিয়াকত হোসেন, সুমন রায় গনেশ, এস,কে রায়হান প্রমুখ উপস্থিত ছিলেন।
খুলনা প্রেসক্লাবের নব নির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের অভিনন্দন
সাতক্ষীরা প্রেসক্লাবের নব নির্বাচিত সভাপতি ফারুক আহমেদ ও সাধারণ সম্পাদক মল্লিক সুধাংশুসহ নির্বাচিত সকল নেতৃবৃন্দকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়ে বিবৃতি প্রদান করেছেন তালা প্রেসক্লাবের নেতৃবৃন্দ। নেতৃবৃন্দরা হলেন তালা প্রেসক্লাবের উপদেষ্টা এমএ হাকিম, শাহাদাৎ হোসেন, আব্দুস সালাম, প্রেসক্লাব সভাপতি প্রণব ঘোষ বাবলু, সাধারণ সম্পাদক সরদার মশিয়ার রহমান, সিনিয়র সহ-সভাপতি গাজী জাহিদুর রহমান, সহ-সভাপতি নজরুল ইসলাম, যুগ্ন-সম্পাদক তপন চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম হায়দার, কোষাধ্যক্ষ এমএ ফয়সাল, সহ-সম্পাদক সব্যসাচী মজুমদার বাপ্পী, দপ্তর সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, ক্রীড়া সম্পাদক মোঃ রোকনুজ্জামান টিপু, প্রচার সম্পাদক কাজী আরিফুল হক ভুলু, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক জিএম গোলাম রসুল, ক্লাবের সদস্য গাজী সুলতান আহমদ, মোঃ আব্দুল জব্বার, প্রভাষক নজরুল ইসলাম, প্রভাষক ইয়াছিন আলী, অর্জুন বিশ্বাস, মোঃ নূর ইসলাম,ফিরোজা রহমান শিমু, মোঃ ইলিয়াস হোসেন, খলিলুর রহমান লিথু, মোঃ জাহাঙ্গীর হোসেন, আছাদুজ্জামান রাজু, আজমল হোসেন জুয়েল, আকবর হোসেন, সেকেন্দার আবু জাফর বাবু, মোঃ খলিলুর রহমান, কামরুজ্জামান মিঠু, সুমন রায় গনেশ, মোঃ রবিউল ইসলাম, মোঃ তাজমুল ইসলাম, মিজানুর রহমান, কাজী লিয়াকত হোসেন, এস,কে রায়হান প্রমুখ।
তালার শুভাষিনী মাধ্যমিক বিদ্যালয়ের অভাবনীয় সাফল্য অর্জন
তালা উপজেলার তেঁতলিয়া ইউনিয়নের শুভাষিনী মাধ্যমিক বিদ্যালয় জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা- ২০১৭ সনে এক অভাবনীয় সাফল্য অর্জন করেছে। এ বিদ্যালয় হতে ৬৭ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে ৬৩ জন পাশ করেছে। পাশের হার ৯৫% এবং গোল্ডেন ‘এ’ প্লাস পেয়েছে ২ জন, জিপিএ-৫ পেয়েছে ১০ জন। যা শুভাষিনী কেন্দ্রের সেরা ফলাফল।
প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সেখ রেজাউল ইসলাম জানান, বিদ্যালয়ের দক্ষ পরিচালনা পরিষদ ও দক্ষ শিক্ষক মন্ডলীর সার্বিক সহযোগীতায় এই ফলাফল অর্জন করা সম্ভব হয়েছে। এই ফলাফল অব্যহত রাখার জন্য তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।
বিদ্যালয়ের পাশের হার ৯৫% হওয়ায় এবং সকল পরীক্ষার্থী ভালো ফলাফল করায় শুভাষিনী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম সহ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ স্কুলের সকল শিক্ষকদের অভিনন্দন জানিয়েছেন।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ
১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন
‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ বা আয়না। এই আয়নায় সমাজেরবিস্তারিত পড়ুন
তালায় ইউএনও’র প্রেরণায় গার্লস হাইস্কুলে ডেইলি স্টার কর্নার চালু
তালা উপজেলা নির্বাহী অফিসার ইউএনও’র অনুপ্রেরণায় শহীদ আলী আহম্মেদ বালিকাবিস্তারিত পড়ুন