বুধবার, নভেম্বর ২৭, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

কলারোয়ায় যুবলীগ নেতা জর্জ আলীর ৪র্থ শাহাদৎ বার্ষিকীতে পৃথক স্মরণসভা

খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন, স্মরণসভা ও দোয়া মাহফিলের মধ্যদিয়ে জামায়াত-শিবিরের হাতে নির্মম ভাবে নিহত কলারোয়ার যুবলীগ নেতা জর্জ আলির ৪র্থ শাহাদৎ বার্ষিকী পালিত হয়েছে।
বুধবার কলারোয়া উপজেলার জয়নগর ইউনিয়ন আওয়ামীলীগ ও ইউনিয়ন যুবলীগ পৃথকভাবে ওই কর্মসূচীর আয়োজন করে।

জয়নগর ইউনিয়ন আ.লীগ
জয়নগর ইউনিয়ন আ.লীগের সভাপতি মাস্টার আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন- সাবেক সংসদ সদস্য ও জেলা আ.লীগের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার আলহাজ্ব শেখ মুজিবুর রহমান।
তিনি তার বক্তব্যে বলেন- ‘চিহ্নিত জামায়াত-শিবির ও বিএনপির সন্ত্রাসীদের আর এই জনপদে ত্রাসের রাজত্ব কায়েম করতে দেয়া হবে না। যারা জর্জ আলিকে বাড়ি থেকে ধরে নিয়ে জবাই করে হত্যা করেছে তাদের সবাইকে ফাঁসির কাঠগড়ায় দাঁড় করানো হবে।’
তিনি জর্জ আলী হত্যা মামলার সকল আমীদের শাস্তি নিশ্চিত করা হবে বলে উল্লেখ করে বলেন- ‘আ.লীগসহ তৃনমূলে অবস্থান করা স্বাধীনতার স্বপক্ষের একজনের গায়েও যদি আঘাত আসে তার দাতভাঙা জবাব দেয়া হবে। ধমের্র নামে সংখ্যালঘুসহ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী কোন ব্যক্তির জমায়াত শিবিরের কোন নির্যাতন আর সহ্য করা হবে না।’
মুক্তিযুদ্ধের সব শক্তিতে এক হয়ে কাজ করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানিয়ে উপস্থিত জনতার উদ্দেশ্যে তিনি বলেন- ‘নাশকাতা বিরোধী সকল প্রচেষ্টাকে রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম, দলটির জেলা সাংগঠনিক সম্পাদক ও সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, জেলা আ.লীগের যুগ্ম সম্পাদক ফিরোজ কামাল শুভ্র, জেলা আ.লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও কলারোয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আরাফাত হোসেন, জেলা পরিষদ সদস্য আলহাজ্ব আমজাদ হোসেন, জেলা যুগ্ম সম্পাদক আশিক শাহাবাজ খান ও কলারোয়া পৌর আ.লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম।

অনুষ্ঠানে আ.লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আ. জব্বার, যোষেফ সরদার, সামসুর রহমান, শাহাজাহান আলী, শিক্ষক আবু দাউদ, শফিকুর রহমান মালী, রিতা খাতুন, বিশাখা রাণী সাহা, মাহফুজার মোড়ল, ইউপি সদস্য মিজানুর রহমান, টিটু, আমিরুল ইসলাম, তফুরা, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আশিকুর রহমান মুন্না, উপজেলা সড়ক পরিবহন শ্রমিকলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির বাবলু, আ.লীগ নেতা শফিউল আযম, যুবলীগ নেতা মিজানুর রহমান, কবি আলফাজ উদ্দিন, ইউনিয়ন আ.লীগের সাংগঠনিক সম্পাদক বজলুর রশিদ, মাস্টার মোত্তালিব খা, ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক তাপন কুমার পাল প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউনিয়ন আলীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান শেখ ফিরোজ আহম্মদ।

বক্তারা বলেন- ‘মানবতা বিরোধী অপরাধে জামায়াত নেতা কাদের মোল্যার ফাঁসির রায় কার্যকর হওয়ার পর পরই কলারোয়া উপজেলার জয়নগর ইউনিয়নে জামায়াত-শিবিরের ক্যাডারা এলাকায় ব্যাপক তান্ডবলীলা শুরু করে। তারা সড়কের পাশের গাছ ও সর্বসাধারনের চলাচলের রাস্তা কেটে এলাকাটিকে বিচ্ছিন্ন করে ফেলে। সেসময় সহিংসতা মামলার আসামি পুলিশের হাতে আটক জয়নগর ইউনিয়ন জামায়াতের প্রচার সম্পাদক আলতাফ হোসেনকে ছাড়িয়ে নিতে তারা সরসকাটি পুলিশ ক্যাম্প ঘেরাও করে। অবরুদ্ধ করে ফেলে সকল পুলিশ সদস্যকে। একপর্যায় রাত দেড়টার দিকে জয়নগর ইউনিয়ন যুবলীগের সভাপতি মেহেদী হাসান জর্জ আলিকে তার বাসা থেকে ধরে নিয়ে ক্ষেত্রপাড়া খালের ধারে নিয়ে নৃশংসভাবে জবাই করে হত্যা করে।’

জয়নগর ইউনিয়ন আ.লীগ দিবসটি উদযাপন উপলক্ষে বুধবার সকাল ৭টায় কোরান খানি, দুপুর ১২টায় সরসকাটি বাজারে খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন, বেলা ১টায় সরসকাটি দাখিল মাদরাসা মাঠে নিহত যুবলীগ নেতা মেহেদী হাসান জর্জ অলির আত্মার মাকফেরত কামনায় দোয়া মাহফিল ও স্মরণ সভা করে।

জয়নগর ইউনিয়ন যুবলীগ
জয়নগর ইউনিয়ন যুবলীগের উদ্যোগে সরসকাটিতে জর্জ আলীর শাহাদাত বার্ষিকীতে শোক সভা পালন করেছে।
শোকসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সৈনিকলীগের কেন্দ্রীয় সহ.সভাপতি ও জেলা আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক সরদার মুজিব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান সম মোরশেদ আলী ভিপি, আ.লীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যান ভুট্টোলাল গাইন, উপজেলা যুবলীগের সভাপতি কাজী আসাদুজ্জামান সাহাজাদা ও পৌর আ.লীগের সভাপতি আজিজুল ইসলাম।
জয়নগর ইউনিয়ন যুবলীগের সভাপতি হাসানুজ্জমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বঙ্গবন্ধু সৈনিকলীগের সভাপতি রুবেল মল্লিক, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন রাসেল, আ.লীগ নেতা বিপ্রো সাহা, ইউপি সদস্য রেজাউল বিশ্বাস, লাভলু, সালমান, জাহাঙ্গীর, রিপন, শেখ আছাদ, ইমাদুল ইসলাম প্রমুখ।
ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন শোক সভা সঞ্চালনা করেন।

একই রকম সংবাদ সমূহ

ট্রাম্পের হয়ে প্রচারণা চালানো মোদি’র তা ভারতের পররাষ্ট্রনীতির পরিপন্থী

২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ডবিস্তারিত পড়ুন

ছাত্রদলের কাউন্সিল: ৮ভোটে হেরে গেলেন কেশবপুরের সেই শ্রাবণ

জাতীয়তাবাদী ছাত্রদলের কাউন্সিলে সভাপতি পদে মাত্র ৮ ভোটে হেরে গেছেনবিস্তারিত পড়ুন

ছাত্রদলের নতুন সভাপতি খোকন, সম্পাদক শ্যামল

কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে নতুন নেতৃত্ব পেল বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদল।বিস্তারিত পড়ুন

  • প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৭টি পদক লাভ
  • ড. কালাম ‘এক্সিলেন্স এওয়ার্ড’ গ্রহণ করেই দেশবাসীকে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী
  • শোভন-রাব্বানী বাদ, ছাত্রলীগের নেতৃত্বে জয় ও লেখক
  • শোভন-রাব্বানীকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • তৃণমূল থেকে সংগঠনকে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী
  • কয়েক ঘণ্টার মধ্যে শোভন-রাব্বানির ভাগ্য নির্ধারণ
  • পরিকল্পিতভাবে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে হবে : প্রধানমন্ত্রী
  • বিএনপি অর্থ-সম্পদ অর্জনে বেশি ব্যস্ত ছিল: প্রধানমন্ত্রী
  • বিশ্বের শীর্ষ নারী নেতৃত্বের তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা
  • আগুন নিয়ে খেলতে বারণ করলেন শামীম ওসমান
  • ৮ সেপ্টেম্বর থেকে বিদ্রোহী প্রার্থীদের চিঠি দেয়া হবে : ওবায়দুল কাদের
  • মইনুল হোসেন ফের কারাগারে