আরো খবর...
বেনাপোলে নিন্মমানের বিপুল পরিমান ভারতীয় চা পাতা জব্দ
বেনাপোল সীমান্ত থেকে নিন্মমানের ভারতীয় আড়াই টন চা পাতি উদ্ধার করেছে বিজিবি সদস্যরা।
সোমবার রাতে বেনাপোল আমড়াখালি নামক এলাকা থেকে এ চা পাতি আটক করা হয়। তবে এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি সদস্যরা।
৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লে.কর্ণেল আরিফুল হক জানান, গোপন খবরে জানতে পেরে বিজিবি সদস্যরা বেনাপোল আমড়াখালি এলাকায় অভিযান চালিয়ে আড়াই টন নিন্মমানের চা পাতা আটক করে। আটক চা পাতার মূল্য ৫ লাখ টাকা ।
আটককৃত চা পাতা বেনাপোল কাস্টমস শুল্ক গুদামে জমা দেয়া হয়েছে।
এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আস্থা রাখুন : কেন্দ্রীয় যুবলীগ নেতা আনোয়ার
বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির কৃষি বিষযক সম্পাদক (আগামী সংসদ নির্বাচনে যশোর-২ আসনের আওয়ামীলীগে দলীয় মনোনয়ন প্রত্যাশী) আনোয়ার হোসেন বলেছেন, দেশকে উন্নয়নের ধারায় চলমান রাখতে প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি অবিচল আস্থা রাখুন। তিনি বলেন, এ দেশের মানুষ কে শেখ হাসিনা আত্মার আপনজন মনে করেন ,তাই সর্বক্ষেত্রে উন্নয়নের চাকা সচল রাখতে সকল কে আবারো আগামীতে শেখ হাসিনা কে এ দেশের রাষ্ট্রীয় ক্ষমতায আনার আহবান জানান। বর্তমান সরকারের নানা উন্নয়ন কর্মকা- ও সাফল্য তৃণমূলের মানুষকে অবহিত করতে গতকাল মঙ্গলবার বিকেলে যশোরের ঝিকরগাছা উপজেলার গঙ্গানন্দপুর
হাইস্কুল ময়দানে আয়োজিত নাগরিক সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। স্থানীয় প্রবীন শিক্ষক আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন গঙ্গানন্দপুর ইউনিয়ন আওয়ামলিীগের সভাপতি আতাউর রহমান ঝন্টু, নাভারণ ইউনিয়নের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বুলি, ঝিকরগাছা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান, সহ-সভাপতি কামরুজ্জামান, যুগ্ম সম্পাদক সাজ্জাদুল আলম, যুবলীগ নেতা সাংবাদিক আবু সাঈদ, সজল, কামাল হোসেন, রহিম মৃধা, গোলাম হোসেন, মুক্তিযোদ্ধা আবদার হোসেন, চৌগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শরিফুল ইসলাম, ঝিকরগাছা ছাত্রলীগ নেতা কামরুজ্জামান মিন্টু, আল আমিন ও জাকির হোসেন প্রমুখ।
বেনাপোলে ভারতে পাচার হওয়া ৩ বাংলাদেশী কিশোর কে হস্তান্তর
ভালো কাজের প্রলোভনে ভারতে পাচার হওয়া ৩ বাংলাদেশি কিশোরকে তিন বছর পর ফেরত পাঠিয়েছেন ভারতীয় সীমান্তরক্ষী (বিএসএফ) বাহিনী সদস্যরা।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিকেল ৫টায় স্বদেশ প্রত্যাবর্তন প্রক্রিয়ায় তাদেরকে ভারতের পেট্রাপোল ক্যাম্পের বিএসএফ সদস্যরা বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের বর্ডার গার্ড (বিজিবি) সদস্যদের কাছে হস্তান্তর করে।
কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে বিজিবি বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির কাছে তাদের হস্তান্তর করেছে পরিবারের কাছে পৌঁছে দেওয়ার জন্য।
ফেরত আসা কিশোরেরা হলেন- সাতক্ষীরার ব্রজোপাটুলিয়া গ্রামের রসিদ গাজির ছেলে রায়হান (১৭), গোপালগঞ্জের কোটালিপাড়া গ্রামের সুনিল গাইনের ছেলে সবুজ গাইন (১৭) ও একই জেলার টুপিরিয়া গ্রামের গোবিন্দ শীলের ছেলে আনন্দ শীল (১৫)।
বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির যশোর অফিসের কাউন্সিলর নাহার জানান, সংসারে অভাব অনটনের কারণে তারা ভালো কাজের আশায় দালালের খপ্পড়ে পড়ে সীমান্ত পথে ভারতের দিল্লিতে যায়। এসময় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশ তাদেরকে আটক করে জেলে পাঠায়। সেখান থেকে একটি এনজিও সংস্থা তাদের ছাড়িয়ে নিজেদের আশ্রয়ে রাখে। পরে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যোগাযোগে স্বদেশ প্রত্যাবর্তনে দেশে ফিরে আসে।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ
১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন
বেনাপোলে নৌ-পরিবহন প্রতিমন্ত্রীর বৈঠক বর্জন করলো সাংবাদিকরা
বেনাপোল স্থলবন্দর আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের দ্বিতীয়তলায় নৌ-পরিবহন প্রতিমন্ত্রী ও স্থলবিস্তারিত পড়ুন
ঝিকরগাছায় বাস চাপায় মোটরসাইকেল আরোহী শিশুসহ দু’জন নিহত
যশোরে বাস চাপায় এক শিশু ও এক মোটসাইকেল আরোহীর মৃত্যুবিস্তারিত পড়ুন