নেতাকর্মীদের সংশোধন হওয়ার আহ্বান এবং আওয়ামী লীগে সন্ত্রাসী, চাঁদাবাজের স্থান নেই: ওবায়দুল কাদের
আওয়ামী লীগ সাধারন সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন আওয়ামী লীগে কোন সন্ত্রাসী, চাঁদাবাজ ও সাম্প্রদায়িক অপশক্তির স্থান হবে না। নেতাকর্মীদের সংশোধন হওয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ক্ষমতায় যখন না থাকবেন তখন ৫ হাজার পাওয়ারের বাতি জ্বালিয়েও তাদের খোঁজ পাওয়া যাবে না।
আজ মঙ্গলবার সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে আওয়ামী লীগ আয়োজিত এক প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন মন্ত্রী। এসময় তিনি আওয়ামী লীগের নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন করেন।
ওবায়দুল কাদের বলেন, নির্বাচনে সুস্থ প্রতিযোগিতা থাকবে, কোন অসুস্থ প্রতিদ্বন্দ্বিতা হবে না। জনগনের ভোটেই নেতাদের মনোনয়ন দেয়া হবে। বিলবোর্ড, ব্যানার, পোস্টার, লিফলেট দেখিয়ে প্রার্থী মনোনয়ন দেওয়া হবে না বলে উল্লেখ করেন তিনি।
জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সাংসদ মুনসুর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিনিধি সভায় তিনি প্রশ্ন তোলেন, যখন হিন্দুদের বাড়িঘরে হামলা হল তখন আওয়ামী লীগ নেতারা কোথায় ছিলেন। তাদেরকে জনগনের কাছে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, দলের নিবেদিত প্রয়াত নেতাকর্মীদের শ্রদ্ধা করুন এবং শারীরিকভাবে অসুস্থ নেতাকর্মীদের সহায়তায় এগিয়ে আসুন।
মন্ত্রী আরও বলেন, বিএনপি বিভিন্ন দেশে ৫০০ কোটি টাকা মানি লন্ডারিংয়ের সাথে জড়িত বলে খোদ আমেরিকা জানিয়েছে। বিশ্বের কয়েকটি দেশে এই টাকা পাচার করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি। ওবায়দুল কাদের বলেন, আমরা দৃশ্যমান পদ্মা সেতুকে তুলে ধরতে পারবো। কিন্তু বিএনপি কি তুলতে পারবে এমন প্রশ্ন রেখে তিনি বলেন, তাদের গায়ে রয়েছে দূর্নীতির দুর্গন্ধ।
ওবায়দুল কাদের বলেন, আপনারা ব্যক্তির পক্ষে নয়, আওয়ামী লীগ ও নৌকার পক্ষে প্রচার অভিযান শুরু করুন। এ প্রচারাভিযানের পর নেত্রী কাকে মনোনয়ন দেবেন সেটা তিনি বুঝে নেবেন। যিনি জনমত তৈরীতে কাজ করে যাচ্ছেন তিনিই মনোনয়ন পাবেন বলে উল্লেখ করেন তিনি। তিনি আরও বলেন, এবারের নির্বাচনে মনোনয়ন হবে জনমতের ভিত্তিতে।
বিএনপির উদ্দেশ্যে তিনি আরও বলেন, মরহুম জিয়াউর রহমান মৃত্যুকালে ভাঙা স্যুটকেস ও ছেড়া গেঞ্জি রেখে গিয়েছিলেন বলে তারা প্রচার করে। প্রকৃতপক্ষে এয়ারপোর্টের মাধ্যমে ৩০০ স্যুটকেসভর্তি টাকা তারা বিদেশে পাচার করেছে।
বক্তৃতার এক পর্যায়ে তিনি মঞ্চ থেকে নেতাকর্মীদের নামিয়ে দিয়ে বলেন, যত সমস্যা এই মঞ্চে, জনগনের মধ্যে কোন সমস্যা নেই। তাদেরকে ভাল হবার পরামর্শ দিয়ে বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনকালে আমি বহু নিরীহ নেতাকর্মীর কাছ থেকে টেলিফোন পেয়েছি। আপনারা সেসব চেহারা চেনেন। তিনি ঢাকায় যেয়ে চেহারা দেখানোর চেয়ে জনগনের কাছে যেয়ে চেহারা দেখাবার পরামর্শ দেন।
ওবায়দুল কাদের আরও বলেন, অসৎ নেতৃত্ব দিয়ে দল চলবে না। এসব অসৎ নেতৃত্ব দলের শত্রু মন্তব্য করে তিনি বলেন, তারা ঘরে থাকলে বাইরের শত্রুর প্রয়োজন হবে না। তিনি সৎ নেতৃত্ব দিয়ে সংগঠনের কাজ চালাবার আহ্বান জানান। নির্বাচনে যাদের মনোনয়ন দেয়া হবে তাদের পক্ষেই কাজ করতে হবে এমন পরামর্শ দিয়ে তিনি বলেন, আওয়ামী লীগে অনেক আগাছা পরগাছা রয়েছে। দলে এইসব আগাছা পরগাছার দরকার নেই। তিনি বলেন, দল ভারী ও পকেট ভারী করার জন্য অসাধু নেতাকর্মীকে দলে টানবেন না। তোরন, গেট, ব্যানার, বিলবোর্ডে নাম ও ছবি ঝুলিয়ে এমনকি ৫ হাজার মোটরসাইকেল নিয়ে মিছিল করেও মনোনয়ন পাওয়া যাবে না মন্তব্য করে তিনি বলেন, ‘কাগজে লেখা নাম মুছে যাবে, পাথরে লেখা নাম মুখে যাবে, হৃদয়ে লেখা নাম রয়ে যাবে’। তিনি জনগনের হৃদয় জয় করার আহবান জানান।
প্রতিনিধি সভায় আরও বক্তব্য রাখেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. আফম রুহুল হক, সংসদ সদস্য মীর মোশতাক আহমেদ রবি, সংসদ সদস্য জগলুল হায়দর, আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য এসএম কামাল হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অধ্যাপক আবু আহমেদ প্রমুখ।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ
সেই ৩৫ বস্তা টাকা জ্বালানী বানালেন স্থানীয়রা
বগুড়ার শাহজাহানপুরে রাস্তার পাশে পাওয়া বস্তা ভর্তি কুচি কুচি করাবিস্তারিত পড়ুন
টাকার স্তূপ নিয়ে হুলুস্থুল, যুবকের কাণ্ড মুহূর্তে ভাইরাল
বগুড়ার শাজাহানপুরের জালশুকা এলাকার খাউড়া ব্রিজের পূর্ব দিকের সড়ক ওবিস্তারিত পড়ুন
বগুড়ায় রাস্তার পাশে ৩৫ বস্তা ছেঁড়া টাকা!
বগুড়ার শাজাহানপুর উপজেলার জালশুকা গ্রামের খাওড়া ব্রিজের কাছ থেকে ৩৫বিস্তারিত পড়ুন