বৃহস্পতিবার, নভেম্বর ২৮, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

অভিনেত্রী নুসরাত ফারিয়া

অভিনেত্রী নুসরাত ফারিয়া বেশকিছু দিন আগে টকিজকে আভাস দিয়েছিলেন, ছোট পর্দায় বড় চমক নিয়ে হাজির হচ্ছেন তিনি। অতঃপর জানা গেল, নুসরাতের সেই বড় চমক। ‘মা ভার্সেস বউ’ শিরোনামে ১০ পর্বের একটি অনুষ্ঠানে উপস্থাপনা করবেন তিনি। সবকিছু ঠিক থাকলে আগামী জানুয়ারিতে টিভি পর্দায় আবার নিজের পুরনো পরিচয়ে কথার যুদ্ধ শুরু করবেন এ অভিনেত্রী। সঙ্গে জানিয়ে দিলেন, এখনো মা-বউ হওয়ার অভিজ্ঞতা না থাকলেও অনুষ্ঠানটি সঞ্চালনা করতে এতটুকু ইতস্ততবোধ করেননি তিনি। অনেকটা সাহস আর চ্যালেঞ্জ নিয়েই গত প্রায় সাড়ে তিন মাস এ অনুষ্ঠান বিষয়ে গোপনে প্রস্তুতি নিয়েছেন। মূলত এ-সংক্রান্ত কথা বলতে বলতেই টকিজের সামনে এ অভিনেত্রী নিজেকে আবিষ্কার করান অন্য এক নুসরাতকে, যে নুসরাত সাধারণ থেকে কীভাবে আজকের অবস্থানে এসেছেন, যে নুসরাতকে মিডিয়ায় প্রতিষ্ঠিত হতে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। শূন্য থেকে শুরু করে নিজেকে প্রতিষ্ঠিত তারকায় পরিণত করার গল্পটিই এবার টকিজের পাঠকদের সামনে নির্দ্বিধায় প্রকাশ করলেন নুসরাত—

প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার হাত ধরে নুসরাত ফারিয়া যেদিন নায়িকা হিসেবে আবির্ভূত হলেন, সেদিন অনেকেই হয়তো অবাক হয়েছিলেন। তবে কেউ কী জানেন, স্বয়ং এ অভিনেত্রীও তখন বিস্মিত হয়েছিলেন? হয়তো না, তাহলে শুনুন— সিনেমার নায়িকা পরিচয়ে এর আগে ক্যামেরার সামনে না দাঁড়ালেও যে পরিমাণ সম্মানী প্রথম ছবিতেই পেয়েছিলেন, তা দেখে এ অভিনেত্রী নিজেই হতবিহ্বল হয়ে পড়েছিলেন। নুসরাত বলেন, ‘ক্যারিয়ারের প্রথম ছবিতে আমাকে অনেক সম্মানী দেয়া হয়েছিল, যা আশা করিনি। পরিমাণটা না-ই বললাম কিন্তু যা পেয়েছিলাম, তা এখনকার প্রথম শ্রেণীর নায়িকাদেরই সমান।’ এখন তো নিশ্চয়ই এর পরিমাণ ঢের বেড়ে গেছে? এর উত্তরে হয়তো আশা করেছিলেন, এ অভিনেত্রী হরহর করে বলে ফেলবেন, ‘অনেক বেশি সম্মানী।’ না সে রকম বিষয় ঘটানটি তিনি। বুদ্ধি খাটিয়ে বললেন, ‘সবকিছুরই একটা শুরু আছে। আমার মনে হয়, ধীরে ধীরে বড় হওয়া ভালো। তাই যেভাবে বাড়ছে, সেভাবেই খুশি আমি।’

সিনেমা পেশা না নেশা— বাংলাদেশের অভিনেতা-অভিনেত্রীদের কাছে, এমন প্রশ্ন করা মাত্রই বেশির ভাগের উত্তর থাকে সিনেমা তাদের নেশা, মানে টাকার জন্য তারা কাজ করেন না। নুসরাত ফারিয়াও কী সেই দলে? এ নিয়ে তার মন্তব্যটাই না হয় শুনুন, যারা বলে তাদের টাকার দরকার নেই, আমার কাছে তাদের বক্তব্য বোধগম্য নয়। টাকা ও সম্মান দুটোই জরুরি। জীবনে চলতে গেলে এ দুটি ছাড়া চলা সম্ভব নয়।’ তারপর? ‘যে যা-ই বলুক, লোভটা নিয়ন্ত্রণ করা জরুরি। নিজের প্যাশন ও ব্যক্তিসত্তার যে গুণ আছে, সেটার ভারসাম্য বজায় রাখাই গুরুত্বপূর্ণ।’ কেন? ‘টাকার পেছনে বেশি দৌড়ালে সব হারিয়ে ফেলতে হয়। আবার যদি বেশি সম্মানের জন্যও দৌড়াই, তাহলে সেটাও সমস্যা। তাই আমার টাকা ও সম্মান দুটোই লাগবে এবং দরকার’— সোজা কথায় বলেন নুসরাত।

গল্পচ্ছলে নুসরাত ফারিয়ার কাছ থেকে জানা গেল, গত কয়েক বছরের নায়িকাজীবন তার অনেক কিছুই বদলে দিয়েছে। নিজের অর্থে গাড়ি কিনেছেন, অ্যাপার্টমেন্ট কিনেছেন। চাইলেই পৃথিবীর সুন্দর জায়গাগুলো কয়েক দিনের পরিকল্পনায় ঘুরে আসতে পারেন, এমনকি পারেন অনেক মানুষের ছোট ছোট স্বপ্নও পূরণ করতে। এই সক্ষমতার সবই কী তিনি চোখের পলকে অর্জন করেছেন? যারা ভাবছেন সুন্দর পোশাক, সুন্দর মেকআপে শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে কথার ঝলকানি ছড়িয়েই নুসরাত আজকের এ অবস্থানে এসেছেন, সম্ভবত তাদের ভাবনাকেও নুসরাত ভুল বলে জানিয়ে দিলেন। টকিজকে তিনি বলেছেন, মিডিয়ায় আসার সময় তার কোনো মহলের সঙ্গে যোগাযোগ ছিল না। এমনকি জানতেনও না মিডিয়ায় টিকে থাকবেন কি না। তাহলে কীভাবে অসম্ভবকে সম্ভব করলেন তিনি? ‘একটা সময় এই আমাকে লড়তে হয়েছে প্রতিদিন। বাসা থেকে ব্যাগভর্তি কাপড় নিয়ে বের হয়ে কারওয়ান বাজারের টেলিভিশন চ্যানেলগুলোয় ছুটে বেড়াতে হয়েছে। তখন কেবলই আমি উচ্চ মাধ্যমিকে ভর্তি হয়েছি। এ সময়টায় চ্যানেলে উপস্থাপনা করার চেষ্টা করতাম। আমার সম্মানী ছিল সর্বোচ্চ ৮০০ টাকা। এমনও হয়েছে, প্রযোজক আমাকে ডেকে নিয়ে ৫০০ টাকা ধরিয়ে দিয়েছেন।’ নুসরাত এ-ও জানান, তার জীবনের প্রথম আয় ছিল বিটিভিতে বিতর্ক অনুষ্ঠানে অংশ নিয়ে, প্রতি মাসে ৫০০ টাকা সম্মানী পেতেন তিনি। সেই টাকা দিয়ে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতেন, উপহার কিনতেন প্রিয় মানুষের জন্য।

নুসরাত আরো জানান, এমনও হয়েছে বড় বড় তারকার সঙ্গে এক মঞ্চে উঠতে দেয়া হয়নি তাকে। বলা হয়েছে, দরজার বাইরে থাকতে। আজকের বড় তারকাদের অনেকেই নাকি তখন তার সঙ্গে দুর্ব্যবহার পর্যন্ত করেছেন। সবই তিনি ধৈর্য ধরে মানিয়ে নিয়েছেন। নুসরাত কথার একেবারে শেষদিকে বলেন, ‘আমি কিন্তু কোনোভাবে তা ভুলিনি। তার পরও মাটিতে পা রেখে এগিয়ে যাওয়ার চেষ্টা করি। এমনও হয়, আমাকে যে তারকারা অপমান করেছেন, যাদের সামনে পর্যন্ত দাঁড়াতে পারতাম না, তাদের সামনে দিয়েই আমাকে আজ প্রটোকল দিয়ে নিয়ে যাওয়া হয়। আমি এত কিছুর পরও তাদের সঙ্গে দেখা হলে বুকে বুক মিলিয়ে কথা বলি, হাসি। আমি বলব, এ আমার অর্জন।’

একই রকম সংবাদ সমূহ

এবার অভিনয়ে পরিচালক শিমুল সরকার

নজরুল ইসলাম তোফা:: পরিচালক শিমুল সরকার। সময়ের তরুণ জনপ্রিয় একজনবিস্তারিত পড়ুন

সালমানকে উৎসর্গ করে গাইলেন টুটুল

জনপ্রিয় রেডিও উপস্থাপক জহিরুল ইসলাম টুটুল শ্রোতা মহলে আরজে টুটুলবিস্তারিত পড়ুন

সন্তানকে নিয়ে নিউইয়র্কের পথে পথে তাহসান-মিথিলা

সন্তানকে নিয়ে নিউ ইয়র্কের পথে পথে তাহসান-মিথিলা। বিচ্ছেদ হলেও তাহসান-মিথিলাবিস্তারিত পড়ুন

  • অক্ষয়ের স্ত্রীর চরিত্রে বিশ্বসুন্দরী মানুষী
  • চিত্রনায়ক সালমান শাহ’র মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে রাজগঞ্জে সঙ্গীতানুষ্ঠান
  • সেই রানু মন্ডলকে নিয়ে যা বললেন লতা মঙ্গেশকর
  • ‘মাসুদ রানা’ সিনেমার নায়িকা শ্রদ্ধা কাপুর
  • অভিনেত্রী পূজাকে কুপিয়ে হত্যা করে ক্যাবচালক
  • স্বাধীনতা টেলিভিশনে মডেল তারকার চূড়ান্ত বাছাই পর্বে কলারোয়ার মেহেদি জনি
  • শারিরীক সম্পর্কের অভিযোগ, মুখ খুললেন নোবেল
  • ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা মোশারফ করিম-এর জন্মদিন
  • এই প্রথম বাংলাদেশি ছবিতে সানি লিওন!
  • নতুন প্রজন্মের মডেল মারিয়া গমেজ ও ফারাবির ‘অনুরণন’ গানের মিউজিক ভিডিও
  • প্রিয়াংকা চোপড়াকে `ভন্ড` বললেন পাকিস্তানি নারী
  • ফেসবুকে ভাইরাল গান বদলে দিল সেই ভবঘুরে রানুর জীবন