বুধবার, নভেম্বর ২৭, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

দেবহাটায় পৃথক অভিযানে ৫০০ বোতল ফেনসিডিল জব্দ, আটক ১

দেবহাটায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ৫০০ বোতল ফেনসিডিল আটক করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা ২টা ৪৫ ঘটিকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে বিভাগীয় উপ-পরিদর্শক বিজয় কুমার মজুমদার ও সহকারী উপ-পরিচালক মদন মোহন সাহার নের্তৃত্বে সখিপুর গ্রামের রজব আলী গাজীর পুত্র আমির হোসেন (২১) এর বাড়ি থেকে ৪০০ বোতল ফেনসিডিল সহ তাকে আটক করা হয়। জব্দ কৃত ফেনসিডিলের মুল্য ২,৮০,০০০ টাকা। এসময় আমির হোসেনকে হাতে নাতে গ্রেফতার করা গেলেও একই গ্রামের মৃত মিয়ারাজ গাজীর পুত্র আমিরুল ইসলাম পালিয়ে যায়।

অপর অভিযানে বিকাল ৪টার সময় বিভাগীয় পরিদর্শক লাকিয়া খানমের নের্তৃত্বে নারিকেলী গ্রামের মৃত আহম্মদ সরদারের পুত্র সবুর সরদারের ঘর থেকে ১০০ বোতল জব্দ করা হয়। এসময় সবুর সরদার ও সখিপুর গ্রামের আবু বক্কারের পুত্র আশরাফ আলী দ্রুত পালিয়ে যায়। জব্দ কৃত ফেনসিডিলের মুল্য ৭০,০০০ টাকা।
এ বিষয়ে দেবহাটা থানায় মামলা দায়েরের করা হয়েছে। মামলা নং- ১২ ও ১৩।

দেবহাটায় শহীদ আবু রায়হান স্মৃতি ত্রি-বার্ষিকী ক্রিকেট খেলার উদ্বোধন
দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শহীদ আবু রায়হান স্মৃতি রক্ষার্থে পারুলিয়া যুব সমাজের উদ্যোগে ত্রি-বার্ষিকী আঞ্চলিক ক্রিকেট লীগের উদ্বোধন হয়েছে। শুক্রবার বিকাল ৩ টায় পারুলিয়া যুব সমাজ কর্তৃক আয়োজিত ত্রি-বার্ষিকী “শহীদ আবু রায়হান” স্মৃতি আঞ্চলিক ক্রিকেট লীগের উদ্বোধনী খেলা দক্ষিণ পারুলিয়া স্পোর্টিং ক্লাব মাঠে অনুষ্ঠিত হয়। উদ্বোধন অনুষ্ঠানটি পারুলিয়া যুব সমাজের আহবায়ক মোঃ আফছার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পারুলিয়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম। খেলার উদ্বোধন করেন জেলা পরিষদের সদস্য আলহাজ্ব আল ফেরদাউস আলফা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পারুলিয়া স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিন্নুর, সাতক্ষীরা জেলা কাঁকড়া ব্যবসায়ী সমিতি লিঃ এর সাধারন সম্পাদক ও সাবেক ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম। উদ্বোধনীয় খেলায় পারুলিয়া মোল্লাপাড়া টসে জিতে নির্ধারিত ১৪ ওভারে ১৯৮ রান করে ৬ উইকেট হারিয়ে তার জবাবে খেজুরবাড়ীয়া দক্ষিণপাড়া ১৩ ওভারে ৭২ রানে অল আউট হয়। খেলার ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন আব্দুল আলিম। তিনি ৭৪ রান ও ২ উইকেট নেন। উল্লেখ্য যে, ধারাবাহিক ভাবে ২৩ টি পর্বে ত্রি-বার্ষিকী ক্রিকেট খেলাটি অনুষ্ঠিত হবে।

দেবহাটায় মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের মহান বিজয় দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
দেবহাটায় মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের উদ্যোগে মহান বিজয় দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৪টায় পারুলিয়া গরুর হাটস্থ উপজেলা কার্যালয়ে উপজেলা মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের আয়োজনে অনুষ্ঠিত হয়। প্রস্তুতি সভায় উপজেলা মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের সভাপতি হাফিজুল ইসলামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন জেলা শাখার সাধারণ সম্পাদক সৈয়দ হাসান ইমাম। অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা শাখার সহ-সভাপতি সফিকুল ইসলাম, যুগ্ন-সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম ও জামিলা পারভীন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম, মহিলা সম্পাদিকা ও ইউপি সদস্য নুরবানু কাদেরী, কোষাধ্যক্ষ আব্দুল মালেক, মিজানুর রহমান, রজব আলী, সবুজ হোসেন বাবু প্রমূখ। এসময় ৬ ডিসেম্বর দেবহাটা হানাদার মুক্তদিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উৎযাপন করার লক্ষ্যে বিভিন্ন প্রস্তুতি গ্রহন করা হয়। একই সাথে বক্তরা বলেন, জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালি করতে মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের প্রত্যেকটি সংগঠন কাজ করে যাবে। এমনকি আগামী জাতীয় নির্বাচনে শেখ হাসিনা যাদেরকে নৌকার মাঝি হিসাবে নির্ধারণ করবেন তাদেকে সমার্থন করে নৌকার জয় নিশ্চিত করতে কাজ করবে।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে

সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ বা আয়না। এই আয়নায় সমাজেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৩, ইয়াবা-ফেন্সিডিল-গাঁজা উদ্ধার

সাতক্ষীরা জেলা ব্যাপী পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে মাদক মামলারবিস্তারিত পড়ুন

  • দেবহাটায় বন্ধু কল্যান থ্রী হুইলার সমিতির মাসিক সভা
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ৩৭, গাঁজা উদ্ধার
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ২৪ ।। ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা উদ্ধার
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৯ ।। ইয়াবা-ফেন্সিডিল উদ্ধার
  • দেবহাটায় ভ্যান চালক ও তার পরিবারকে মারপিটের অভিযোগ
  • পরিশ্রম আর ইচ্ছাশক্তিতে গ্যারেজে কাজে করে পড়ালেখা কলারোয়ার মোশাররফের
  • দেবহাটায় সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল চালক মর্মান্তিক আহত
  • সাতক্ষীরায় জেলা ব্যাপী গ্রেফতার ১৯ ।। ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • দেবহাটায় জমি-জায়গা নিয়ে ব্যবসায়ীকে মিথ্যা হয়রানির অভিযোগ
  • ‘ক্লিন সাতক্ষীরা, গ্রীন সাতক্ষীরা’র যাত্রা শুরু : জেলা প্রশাসকের সংবাদ সম্মেলন
  • দেবহাটায় খাল থেকে যুবতীর লাশ উদ্ধার
  • ‘সকলে সচেতন হলে ডেঙ্গু প্রতিরোধ সম্ভব’ : দেবহাটার ইউএনও সাজিয়া আফরিন