মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

তালায় ইউপি চেয়ারম্যানের কাছে স্ত্রীর মর্যাদার দাবিতে শাহিনা আক্তারের সংবাদ সম্মেলন

সাতক্ষীরার তালা উপজেলা সরুলিয়া ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মোঃ মতিয়ার রহমানের কাছে স্ত্রীর মর্যাদা চেয়ে ভরণপোষনের দাবি জানিয়েছেন অসহায় এক গৃহবধূ।
মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান, একই থানার শাঁকদহা গ্রামের মৃত শেখ মেছের আলীর মেয়ে মোছাঃ শাহিনা আক্তার।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শাহিনা আক্তার বলেন, পূর্বের স্বামী মোঃ ছিদ্দিকুর রহমান ও দুই সন্তানকে নিয়ে শান্তিতে থাকা অবস্থায় স্বামী-স্ত্রীর মধ্যে ভূল বোঝাবুঝির এক পর্যায় আমার স্বামী রাগান্বিত হয়ে আমাকে মৌখিক ভাবে তালাক প্রদান করেন। বিষয়টি সাবেক চেয়ারম্যান ও ৩ নং সরুলিয়া ইউনিয়ন আ’লীগের সভাপতি মোঃ মতিয়ার রহমানকে জানালে তিনি আমাদের স্বামী-স্ত্রীকে সঙ্গে নিয়ে পাটকেলঘাটা সিদ্দিকিয়া মাদ্রাসার বড় হুজুরের কাছে নিয়ে যান। ঘটনার বর্ণনা শুনে শরীয়াহ মোতাবেক তালাক হয়ে গেছে জানিয়ে হুজুর আমাকে হিল্লা বিয়ে দেয়ার কথা বললে চেয়ারম্যান মতিয়ার নিজেই আমাকে বিয়ের প্রস্তাব দেন।
এসময় আমি ও আমার স্বামী রাজি হয়ে চেয়ারম্যান মতিয়ারের সঙ্গে শরীয়াহ মোতাবেক বিয়ে করি। এই সুযোগ নিয়ে প্রতারক মতিয়ার আমাকে বলেন, তিন মাস তার সঙ্গে স্বামী-স্ত্রী রুপে কাটাতে হবে। তিন মাস পর আমি তোমাকে তালাক দিয়ে পূর্বের স্বামীর সঙ্গে বিয়ের সুযোগ করে দিব। কিন্তু তিন মাস পার হয়ে গেলেও নারী লোভী মতিয়ার আমাকে তালাক না দিয়ে তালবাহনা করতে থাকে। এসময় অনেক অনুনয়-বিনয় করলেও তিনি আমার কথা রাখেননি। উল্টো আমার পূর্বের স্বামীর নামে মিথ্যে মামলা দিয়ে তাকে এলাকা ছাড়া করেন। বাধ্য হয়ে আমি চেয়ারম্যানের কথামত চলতে থাকি। এভাবে ৪-৫ মাস চলার পর ২০১৩ সালের ২৫ফেব্রুয়ারী চেয়ারম্যান মটর সাইকেলে করে আমাকে সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকায় এক ম্যারেজ রেজিস্ট্রারের বাড়িতে নিয়ে যান। সেখানে নিয়ে আমাকে ও আমার দুই সন্তানের ভরণপোষনের দায়িত্ব এবং তাদের ভবিষ্যত করে দেয়ার প্রতিশ্রুতি দিয়ে ৫০ হাজার টাকা দেনমোহরে আমার সঙ্গে বিবাহ রেজিস্ট্রি করেন।
তিনি বলেন, এভাবে চলতে থাকার একপর্যায় ইউপি নির্বাচনের আগে থেকে হঠাৎ তিনি আমার সাথে যোগাযোগ না করায় আমি মোবাইলে রিং করলে তিনি আমাকে বলেন, নির্বাচনের পরে তোমাকে বাড়ি তুলে স্ত্রীর মর্যদা পূরুন করবো। নির্বাচনে চেয়ারম্যান পদে জয়লাভ করার কিছুদিন পর যোগাযোগ করলে তিনি হুমকি দিয়ে বলেন আমার মত মহিলার তার আর দরকার নেই এবং আর কোন দিন আমি যেন তার সঙ্গে যোগাযোগ না করি। একথা জানার পর গত ১ ফেব্রুয়ারী বেলা ১১ টার দিকে ইউপি অফিসে গিয়ে ভরণপোষন ও মর্যাদার কথা বললে তিনি আমাকে হুমকি ধামকি দিতে থাকেন। এসময় মেম্বর হাফিজুর ও মাহফুজার মধু তার উপর হামলা চালিয়ে শারীরিকভাবে তাকে লাঞ্চিত করে। পরে চেয়ারম্যান আমাকে ও আমার দুই সন্তানকে মিথ্যে মামলা জড়িয়ে হয়রানি করার হুমকি দেয়। এঘটনায় নিরাপত্তার দাবিতে আমি পাটকেলঘাটা থানায় একটি সাধারন ডায়েরি করি।
সংবাদ সম্মেলনে তিনি তালা উপজেলা পাটকেঘাটা থানার জুজখোলা গ্রামের মৃত এরফান আলী মোড়লের ছেলে ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমানের অত্যাচার নির্যাতনের প্রতিকারের পাশাপাশি স্ত্রীর মর্যদা ও ভরণপোষনের দাবি জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

তালায় শালতা নদীর পূনর্জীবনে করনীয় বিষয়ক জনসভা
তালায় শালতা নদীর পূনর্জীবনে করনীয় বিষয়ক এক জনসভা অনুষ্ঠিত হয়। সোমবার (২৩ অক্টোবর) সন্ধায় তালা উপজেলার হাজরাকাটী বাজারে শালতা নদীর পূনর্জীবনে করনীয় বিষয়ক এক জনসভা অনুষ্ঠিত হয়। শালতা অববাহিকা কমিটির আয়োজনে এবং বে-সরকারী সংস্থা উত্তরণ ও পানি কমিটির সহযোগিতায় অনুষ্ঠিত জনসভায় সভাপতিত্ব করেন খলিলনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সরদার ইমান আলি।
স্থানীয় ইউপি সদস্য আসম আব্দুর রব-এর পরিচালনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার আলাউদ্দীন জোয়ার্দ্দার,কেন্দ্রীয় পানি কমিটি নেতা অধ্যাপক হাসেম আলী ফকির, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক, তালার প্রেসক্লাবের সভাপতি ও খলিলনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু, খলিলনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তোফাজ্জেল হোসেন, তালা উপজেলা পানি কমিটির সভাপতি মোঃ ময়নুল ইসলাম, সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান, শালতা অববাহিকা কমিটির নেতা মোঃ শহিদুল্লাহ, লিয়াকাত হোসেন, চৌধুরী ওশিয়ার রহমান, উত্তরণ কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, দিলীপ কুমার সানা প্রমুখ। এ সময় শালতা নদী সংশ্লিষ্ট তালা, ডুমুরিয়া, পাইকগাছা উপজেলার নেতৃবৃন্দ,পানি কমিটির নেতৃবৃন্দ, উত্তরণ কর্মকর্তাবৃন্দ সাংবাদিকবৃন্দ ও শত শত এলাকাবাসী উপস্থিত ছিলেন।
সভায় ১৬ ও ১৭নং পোল্ডারভুক্ত শালতা অববাহিকার জলাবদ্ধতা ও পরিবেশ সমস্যা মোকাবেলায় জনগণের পরিকল্পনা নিয়ে আগামী ২৫ অক্টোবর শেখেরহাট বাজার, ২৮ অক্টোবর খলিলনগর বাজার, ৩০ অক্টোবর তালতলা স্লুইস গেট, ৪ নভেম্বর সুন্দরবুনিয়া বাজার এবং ৫ নভেম্বর হেতাইলবুনিয়া বাজারে জনসভা অনুষ্ঠিত হবার সিদ্ধান্ত গৃহিত হয়।

তালায় জাতীয় শ্রমিকলীগের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
আব্দুল জব্বার সরদারকে সভাপতি ও শফিউর রহমান ডানলপকে সাধারণ সম্পাদক মনোনিত করে শ্রমিকলীগের তালা উপজেলা কমিটি গঠিত হয়েছে। এ উপলক্ষ্যে সোমবার (২৩ অক্টোবর) সকালে তালা ডাকবাংলো চত্বরে জাতীয় শ্রমিকলীগ তালা উপজেলা শাখার আয়োজনে দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলন উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা শ্রমিকলীগের সভাপতি ছাইফুল করিম সাবু। সম্মেলন বাস্তবায়ন কমিটির আহবায়ক আব্দুল জব্বার সরদারের সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান।
উপজেলা জাতিয় শ্রমিকলীগের সদস্য সচিব মোঃ শফিউর রহমান ডানলপের পরিচালনায় বিশেষ অতিথি উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আ’লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, সাতক্ষীরা জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ফিরোজ আহমেদ, তালা উপজেলা আ’লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও তালা উপজেলা পরিষদের চেয়ারম্যন ঘোষ সনৎ কুমার, তালা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নেছা খানম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক এম এ খালেক।
বিশেষ বক্তার বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জাতীয় শ্রমিকলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক আব্দুল্যাহ সরদার, সাতক্ষীরা জেলার আ’লীগের উপ-প্রচার সম্পাদক ও তালা প্রেসক্লাবের সভাপতি প্রণব ঘোষ বাবলু, তালা সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি সরদার জাকির হোসেন, সাতক্ষীরা জেলা কৃষকলীগের সভাপতি বিশ্বজিৎ সাধু, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক এবং জেলা পরিষদের সদস্য মীর জাকির হোসেন, জেলা পরিষদের সদস্য এবং উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম হিল্লোল, তালা উপজেলা ছাত্রলীগের সভাপতি ও তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরদার মশিয়ার রহমান প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে

সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ বা আয়না। এই আয়নায় সমাজেরবিস্তারিত পড়ুন

তালায় ইউএনও’র প্রেরণায় গার্লস হাইস্কুলে ডেইলি স্টার কর্নার চালু

তালা উপজেলা নির্বাহী অফিসার ইউএনও’র অনুপ্রেরণায় শহীদ আলী আহম্মেদ বালিকাবিস্তারিত পড়ুন

  • আশাশুনিতে পূর্বের বিয়ের তথ্য গোপন করে আবারো অন্যত্র বিয়ে দেয়ার অভিযোগ!
  • তালায় পেশা হারিয়ে বেকারত্বে ভুগছেন কপোতাক্ষ পাড়ের জেলে সম্প্রদায়
  • তালায় পূজা উদযাপন পরিষদের নেতাকে জড়িয়ে কুৎসা রটনার অভিযোগ!
  • তালায় সাবেক ব্যাংক কর্মকর্তার মৃত্যু
  • তালায় ইসলামী ব্যাংক স্কুল ব্যাংকিং ক্যাম্পইন অনুষ্ঠিত
  • তালায় প্রতিপক্ষের দায়ের কোপে একজন আহত॥ সাতক্ষীরা হাসপাতালে ভর্তি
  • পরিকল্পিত মামলায় তালার বারবার নির্বাচিত ইউপি সদস্য নিমাই সানা পালিয়ে বেড়াচ্ছেন!
  • বৃষ্টি হলেই ছাদ চুইয়ে পানি পড়ে তালার তেঁতুলিয়া শাহী জামে মসজিদে
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৩, ইয়াবা-ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • পাটকেলঘাটা মডেল হিসাবে জেলায় কাজ করবে: সাতক্ষীরা জেলা প্রশাসক
  • তালার জিয়ালা গ্রামকে শহরে রূপান্তরের ঘোষণা জেলা প্রশাসকের
  • তালায় ডেঙ্গু প্রতিরোধে মতবিনিময় সভা