বুধবার, নভেম্বর ২৭, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

কেশবপুরে ৪ দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলা সমাপ্ত

যশোরের কেশবপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ৪ দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলা বুধবার বিকালে সমাপ্ত হয়েছে। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মহাদেব চন্দ্র সানার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানূর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ আবু জার সিদ্দিকী (অতিরিক্ত দায়িত্ব) ও কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মনির হোসেন, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুল মান্নান, নার্সারী মালিক সমিতির সভাপতি উমাপদ বিশ্বাস প্রমুখ। সমাপনী অনুষ্ঠানে নার্সারী মালিকদের মাঝে পুরস্কার ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফলদ গাছের চারা বিতরণ করা হয়।

কেশবপুরে শ্রেষ্ঠ শিক্ষার্থী উদ্দীপনা পুরস্কার বিতরন ও শিক্ষক-অভিভাবক সমাবেশ
যশোরের কেশবপুর পাবলিক ময়দানে বুধবার সকালে সেকেন্ডারি এডুকেশন কোয়ালিটি অ্যান্ড অ্যাকসেস এনহান্সমেন্ট প্রজেক্ট (সেকায়েপ) ও উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার শ্রেষ্ঠ শিক্ষার্থী উদ্দীপনা পুরস্কার বিতরন ও শিক্ষক-অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অতিরিক্ত সচিব ও সেকায়েপের প্রকল্প পরিচালক ডঃ মাহামুদ-উল-হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় অতিরিক্ত কমিশনার (সার্বিক) মোহাম্মদ আশরাফ উদ্দিন, যশোর জেলা প্রশাসক আসরাফ উদ্দিন, কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার মিজানূর রহমান, পৌর মেয়র রফিকুল ইসলাম ও সুফলাকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সামাদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ রানা, উপজেলা ভাইস চেয়ারম্যান নাছিমা সাদেক, জেলা পরিষদের সদস্য আলহাজ্ব হাসান সাদেক, জেলা পরিষদের সদস্য সোহরাব হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলার ১৩২টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী মাঝে ৩২ লাখ ৩৭ হাজার টাকা, নির্বাচিত তিনটি শিক্ষা প্রতিষ্ঠানে সরকার পরিচালিত সেকায়েফ প্রকল্পের টাকা ও বই বিতরন করেন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক।

কেশবপুরে প্রবাসীর তালাক দেওয়ার স্ত্রীর পরিবারের বিরুদ্ধে প্রতারণা ও জালিযাতির অভিযোগ
যশোরের কেশবপুরে আমেরিকা প্রবাসীর তালাক দেওয়ার স্ত্রীর পরিবারের বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির অভিযোগে আদালতে মামলা হয়েছে।
যশোরের বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিট্রেট আমলী আদালতে মামলা সূত্রে জানাগেছে, কেশবপুর উপজেলার গড়ভাঙ্গা গ্রামের শের আলী গাজীর পূত্র আমেরিকা প্রবাসী জাহিদ হোসেন গাজীর সাথে চৌগাছা উপজেলার চাদপুর গ্রামের আলমগীর হোসেনের কন্যা টিনা মমতাজ মিমি এর সাথে ২০১৪ সালের ১৫ এপ্রিল বিবাহ হয়। বিবাহের পূর্বে মিমির সাথে একাধিক ছেলের প্রেম থাকায় তার অমতে জাহিদের সাথে কন্যার পিতা জোর পূর্বক বিবাহ দেয় যা বরপক্ষ জানত না। ৪ মাস ১০ দিন স্বামী-স্ত্রী হিসাবে বসবাসের পর জাহিদ হোসেন গাজী পুনরায় আমেরিকায় চলে যান। টিনা মমতাজ মিমি, তার পিতা আলমগীর হোসেন ও মা ময়না বেগমকে সাথে নিয়ে তার স্বামীর বাড়ি থেকে তার নিকট গচ্ছিত ৭ লাখ টাকা মূল্যের ১৫ ভরি স্বর্ণালংকার, ১ হাজার ইউ.এস ডলার ও মূল্যবান কাপড় নিয়ে চম্পট দেয়। টিনা মমতাজ মিমি তার পিতার বাড়িতে থেকে তার পূর্বের প্রেমিকের সাথে নিয়োমিত দেখা করতে থাকে। যার ফলে বাধ্য হয়ে জাহিদ তার স্ত্রী মিমকে তালাক দেয়। এতে মিম ও তার পরিবার ক্ষিপ্ত হয়ে ১৫-০৪-২০১৪ তারিখের পরিবর্তে ২২-১১-২০১৫ তারিখে বিবাহ দেখিয়ে বিজ্ঞ আমলী আদালত চৌগাছা যশোরে প্রবাসী জাহিদের ভাই ও নিকাহ রেজিষ্টারের নামে মামলা করে। যার নং সি.আর ১৯১/১৭। এদিকে মিথ্যা বিবাহের তারিখ দেখিয়ে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে ভূয়া নিকাহনামা সৃষ্টি করায় আমেরিকা প্রবাসী জাহিদ হোসেন গাজীর ভাই মোস্তাফিজুর রহমান চৌগাছা উপজেলার চাঁদপুর গ্রামের আলমগীর হোসেনের মেয়ে টিনা মমতাজ মিমি, মৃত আঃ রউফের ছেলে জাহাঙ্গীর হোসেন, মৃত আব্দুর রশিদের ছেলে আঃ রাজ্জাক ও ঝিনাইদাহ জেলার কালীগঞ্জ থানার নলডাঙ্গা গ্রামের মৃত হাজ্জাক লস্করের ছেলে এমদাদুল ইসলামের নামে গত ২৫ সেপ্টেম্বর যশোরের বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিট্রেট আমলী আদালতে মামলা করেছেন।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

বেনাপোলে নৌ-পরিবহন প্রতিমন্ত্রীর বৈঠক বর্জন করলো সাংবাদিকরা

বেনাপোল স্থলবন্দর আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের দ্বিতীয়তলায় নৌ-পরিবহন প্রতিমন্ত্রী ও স্থলবিস্তারিত পড়ুন

ঝিকরগাছায় বাস চাপায় মোটরসাইকেল আরোহী শিশুসহ দু’জন নিহত

যশোরে বাস চাপায় এক শিশু ও এক মোটসাইকেল আরোহীর মৃত্যুবিস্তারিত পড়ুন

  • কেশবপুরে বর্ণাঢ্য আয়োজনে মিনা দিবস পালিত
  • কেশবপুরে মটরসাইকেলসহ মাদক ব্যবসায়ী আটক
  • কেশবপুরে তৃণমূল সাংবাদিক দলের ত্রৈমাসিক সমন্বয় সভা
  • কেশবপুরে জয় সাহাকে পুনরায় ক্রীড়া সংস্থার সা.সম্পাদক করার দাবী
  • ঝিকরগাছার বাঁকড়ায় আ.লীগের বর্ধিত সভা
  • শার্শার হাড়িখালি আমবাগান থেকে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার
  • কেশবপুরে ভ্রাম্যমান আদালতে দুই মহিলা চোরকে কারাদন্ড
  • কেশবপুর উপজেলা দলিত পরিষদের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত
  • কেশবপুরের ভাল্যুকঘর মাদরারাস নিয়ে এক প্রভাষক ষড়যন্ত্রে লিপ্ত!
  • মারধর করায় বাচ্চা কোলে নিয়ে কেশবপুরে থানায় হনুমানের দল
  • বেনাপোল দিয়ে ইলিশমাছ ভারতে পাচারের সময় গ্রেফতার-২
  • বেনাপোল পোর্ট থানার ওসিকে পত্রিকা প্রতিনিধিদের ফুলেল শুভেচ্ছা