বিভিন্ন দেশের অদ্ভুত ও বিদঘুটে কিছু আইন-কানুন
বিভিন্ন দেশে অদ্ভুত কিছু নিয়ম-কানুন আছে। এগুলো জানলে চমকে যাবেন।
এসবও আবার আইনসিদ্ধ বিষয় হতে পারে? কোনো কোনো দেশে এমন একাধিক অদ্ভুত ও বিদঘুটে নিয়ম রয়েছে। এখানে বেশ কয়েকটি দেশের একটি করে চমকপ্রদ নিয়মের কথা জেনে নিন।
১. চীনে ‘টাইম ট্র্যাভেল’
২০১৫ সালে চীনের সরকার ‘টাইম ট্র্যাভেল’ বিষয়ক যাবতীয় সিনেমা আর টেলিভিশন শো নিষিদ্ধ ঘোষণা করে। সময় সংক্রান্ত কোনো যন্ত্র দিয়ে অতীতে ফিরে যাওয়ার কল্পবাহিনীতে ক্ষতি দেখতে পায় চীনের কর্তৃপক্ষ। তাদের ধারণা, এতে ঐতিহাসিক ঘটনাগুলো বিকৃতভাবে উপস্থাপিত হতে পারে। এ ছাড়া সিনেমায় দেখানো অতীতে ফিরে যাওয়ার মাধ্যমে যে ইতিহাস প্রদর্শিত হবে তার কারণে আসল ইতিহাসের প্রতি বিতৃষ্ণা চলে আসতে পারে মানুষের। তাই এ ধরনের সিনেমা ও টিভি অনুষ্ঠান প্রচার নিষিদ্ধ দেশটিতে।
২. তুর্কেমেনিস্তানে ঠোঁট মেলানো
দেশটির সাবেক প্রেসিডেন্ট সাপারমুরাত নিয়াজভ ২০০৫ সালে ঠোঁট মেলানোর কাজটিকে নিষিদ্ধ ঘোষণা করেন। এটা নাকি খাঁটি সংস্কৃতির পরিপন্থী।
এই নিষেধাজ্ঞা কেবল রাষ্ট্র বা টেলিভিশনের আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্যেই নয়, অপেরা বা ব্যালে ইত্যাদি ক্ষেত্রেও বলবৎ ছিল।
৩. সিঙ্গাপুরে ‘চিউইং গাম’
লায়ন সিটি চিউইং গাম আমদানি ও বিক্রি বন্ধ করে দেয়। ফলে স্থানীয়দের কাছে এটা এক বিরল বস্তু হয়ে ওঠে। তবে চিকিৎসার কাছে রোগীরা থেরাপি নিতে গাম কিনতে পারতেন ফার্মেসি কিংবা ডেন্টিস্টদের কাছ থেকে।
৪. উত্তর কোরিয়ায় নীল জিন্স
আমেরিকার পতাকার সঙ্গে রংয়ের মিল থাকাতে নীল জিন্স নিষিদ্ধ উত্তর কোরিয়ায়। শুধু তাই নয়, দেশটির একনায়ক কিং জং-উন পশ্চিমা যেকোনো জিনিস ধারণেও নিষেধাজ্ঞা আরোপ করেন।
৫. ভারতে অ্যালকোহলের বিজ্ঞাপন
১৯৯০ এর দশ থেকে ভারতে মদ ও সিগারেটের বিজ্ঞাপনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অথচ সেখানে যত্রতত্র মদ বিক্রি ও খাওয়ার জন্যে বার ও রেস্টুরেন্ট আছে। তবে সংশ্লিষ্ট অনেক প্রতিষ্ঠান ব্র্যান্ডের নাম ব্যবহার করে অন্যান্য জিনিস বিক্রির চেষ্টা করে।
৬. ব্রিটেনে পার্লামেন্ট ভবনে রং করা
পার্লামেন্ট ভবনে মৃত্যুবরণ করা অবৈধ ব্রিটেনে। এই অদ্ভুত নিয়মটা চালু রয়েছে সেখানে। আবার সেখানে ভবনের দেয়ালে রং করাও অবৈধ।
৭. দক্ষিণ কোরিয়া অনলাইন গেমিং
আসলে ভিডিও গেমসের আসক্তি থেকে তরুণ প্রজন্মকে বাঁচাতেই এই নিয়ম চালু করা হয়েছে। সেখানে অনলাইন গেমিং নিষিদ্ধ করা হয়েছে। নিয়মটি ‘সিন্ডেরেলা ল’ নামে সুপরিচিত। এর মাধ্যমে ১৬ বছরের কম বয়সীরা গেমিং ওয়েবসাইটে প্রবেশ করতে পারেন না।
৮. পাকিস্তানে ফেসবুক
২০১০ সারে পাকিস্তানে ফেসবুক ব্লক করে দেওয়া হয়। সেখানে ফেসবুকের মাধ্যমে হযরত মোহাম্মাদ (সা.) এর ছবি আঁকার প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে জনগণের তীব্র প্রতিক্রিয়ার ভিত্তিতেই ব্লক করা হয় ফেসবুক। আরো বন্ধ করা হয় ইউটিউব, উইকিপিডিয়া আর ফ্লিকার।
সূত্র : ইন্ডিয়া টাইমস
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ
পাকিস্তানে শক্তিশালী ভূমিকম্পে ১৯ জনের মৃত্যু
পাকিস্তানের উত্তরাঞ্চলে শক্তিশালী ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পের আঘাতে ১৯বিস্তারিত পড়ুন
২৪ ঘণ্টার মধ্যে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় হিক্কা
ধেয়ে আসছে প্রবল ঘূর্ণিঝড় হিক্কা। এর ফলে ঝড়ের পাশাপাশি ভারীবিস্তারিত পড়ুন
টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী
টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী। বাংলাদেশে টিকাদান কর্মসূচি একটিবিস্তারিত পড়ুন