সোমবার, জানুয়ারি ২০, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

(Untitled)

যশোরের বেনাপোলে স্বামীর হাতে গর্ভবতী স্ত্রী খুন হয়েছে।

স্থানীয়রা জানায় বেনাপোলের বড়আঁচড়া গ্রমেের নাজমুল হোসেন (২৫) তার সাত মাসের গর্ভবতী স্ত্রী সারমিনা খাতুন (২০) কে শ্বাসরোধ করে হত্যাকরে।

সারমিনা বেনাপোল পোর্ট থানার বড়ঁআচড়া গ্রামের শফি সর্দার এর মেয়ে। পরকীয়া প্রেমে বাধা দেয়ার কারনে সারমিনা কে খুন করা হয় বলে জানা গেছে। নাজমুল একই থানার বাড়আঁচড়া টার্মিনাল পাড়ার আক্তার হোসেনের ছেলে। নিহত শারমিনের স্বজনেরা জানায়,দীর্ঘ৭ বছর আগে বেনাপোল বাড়আঁচড়া গ্রামের আক্তার হোসেনের ছেলে নাজমুল এর সঙ্গে শফি সর্দারের মেয়ে শারমিন খাতুনের বিয়ে হয়।

বিয়ের পর থেকে স্বামী নাজমুলের পরকিয়ার বাধা দেয়ায় স্ত্রীকে সে ব্যাপক নির্যাতন করতো।

এনিয়ে পারিবারিক ভাবে ও গ্রাম্য শালিসে বহুবার মিমাংসা করা হয়েছে।

এর মধ্যে শারমিন খাতুন ৪ বছরের কন্যা সন্তানের মা হলেও তার উপর নির্যাতনের মাত্রা বেড়ে যায়। বাচ্চার মুখের দিকে তাকিয়ে শরমিন তার স্বামীর অনেক নির্যাতন সয্য করতো। নির্যাতনে কারণে বাপের বাড়ীতে ১বছর আগে চলে আসে সারমিনা, আবারো স্ত্রী শারমিনের কাছে ক্ষমা চেয়ে বাড়িতে নিয়ে যায় নাজমুল।কিন্তু পরকিয়ার লালসা থাকার কারণে আবারো তার উপর ব্যাপক নির্যাতন চালায়।

একপর্যায়ে ঈদের আগের দিন শনিবার(১৬জুন)রাতে তাকে গলাটিপে হত্যাকরে লাশ আড়ার সাথে ঝুলিয়ে রাখে। সকাল ৫টার দিকে প্রতিবেশীরা ঘরের আড়ার সাথে উড়না দিয়ে ঝুলানো লাশ উদ্ধার করে পুলিশে খবর দেয়।নিহতের বাবা জানান,সারমিনা তাদের এক মাত্র মেয়ে ।তার সুখের জন্য পর্যাপ্ত পরিমানে অর্থ সামগ্রী দেওয়া হয়েছে।এবং তার ছোট বাচ্চার দিকে তাকিয়ে আবার স্বামীর বাড়ীতে পাঠিয়ে দেয়া হয়েছিলো।কিন্তু শেষ পর্যন্ত ওরা সারমিনাকে মেরে আড়ায় টাঙিয়ে রাখে।নিহতের ভাই বলেন, আমার বোনকে মেরে টাঙিয়ে রাখা হয়েছে তার দেহে আঘাতের চিহ্ন রয়েছে।সে বলেন তার বোনকে খুন করা হয়েছে।

এ ব্যাপারে লাশের সুরতহাল কারী উপ পরিদর্শক এস আই মনির বলেন লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে মর্গে পাঠানো হয়েছে।

এব্যাপারে পোর্ট থানায় মামলা করা হয়েছে।ঘটনার পর থেকেই ঘাতক নাজমুল তার পরিবারের লোকেরা বাড়ী থেকে পালিয়ে গেছে।

শার্শায় বিদ্যুৎপৃষ্টে ১ জনের মৃত্য

যশোরের শার্শা উপজেলার দাউদখালী গ্রামে বিদ্যুৎপৃষ্ট হয়ে একজন মারা গেছে।

শুক্রবার (১৫জুন) সকালে শার্শার দাউদখালী গ্রামের মৃত আব্দুল লতিফ মোল্যার ছেলে আজিজুল হক(৫৮) বিদ্যুৎ পৃষ্ট হয়ে মারায়ায়।

দাউদখালী গ্রামের আব্দুল কাদের সাংবাদিকদের জানান বিদ্যুৎলাইনের ১১হাজাচর ভোল্টেজের তারের সাথে আজিজুল হকের বাড়ীর বিদ্যুৎ সংযোগ লাইন এক হয়ে গিয়ে সমস্ত বাড়ী বিদ্যুতায়িত হয়ে যায়।আজিজুল প্রতিদিনের ন্যায় সকাল ৮ টার দিকে মাঠে যাওয়ার সময় গ্রীলের ফাক দিয়ে কাস্তে বের করতে যেয়ে বিদ্যুৎপৃষ্ট হয় এবং ঘটনাস্থলেই মারাযায়।

এব্যাপারে শার্শা থানায় অপমৃত্যু মামলা হয়েছে বলে পারিবারিক সুত্র থেকে জানানো হয়েছে।

স্থানীযরা জানায় ঘটনাটি কায়বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান ফিরোজ আহমেদ টিংকুকে জানানো হলে তিনি শার্শা থানার অফিসার ইনচার্জ এম মশিউর রহমানকে অবহিত করেন।এবং তানার অনুমতি নিয়েই লাশ দাফন করা হয়।তবে প্রথম দিকে বিষয়টি গোপনরেখে হৃদরোগে মারাগেছে বলে প্রচারকরা হয়।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

বেনাপোলে নৌ-পরিবহন প্রতিমন্ত্রীর বৈঠক বর্জন করলো সাংবাদিকরা

বেনাপোল স্থলবন্দর আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের দ্বিতীয়তলায় নৌ-পরিবহন প্রতিমন্ত্রী ও স্থলবিস্তারিত পড়ুন

ঝিকরগাছায় বাস চাপায় মোটরসাইকেল আরোহী শিশুসহ দু’জন নিহত

যশোরে বাস চাপায় এক শিশু ও এক মোটসাইকেল আরোহীর মৃত্যুবিস্তারিত পড়ুন

  • কেশবপুরে বর্ণাঢ্য আয়োজনে মিনা দিবস পালিত
  • কেশবপুরে মটরসাইকেলসহ মাদক ব্যবসায়ী আটক
  • কেশবপুরে তৃণমূল সাংবাদিক দলের ত্রৈমাসিক সমন্বয় সভা
  • কেশবপুরে জয় সাহাকে পুনরায় ক্রীড়া সংস্থার সা.সম্পাদক করার দাবী
  • ঝিকরগাছার বাঁকড়ায় আ.লীগের বর্ধিত সভা
  • শার্শার হাড়িখালি আমবাগান থেকে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার
  • কেশবপুরে ভ্রাম্যমান আদালতে দুই মহিলা চোরকে কারাদন্ড
  • কেশবপুর উপজেলা দলিত পরিষদের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত
  • কেশবপুরের ভাল্যুকঘর মাদরারাস নিয়ে এক প্রভাষক ষড়যন্ত্রে লিপ্ত!
  • মারধর করায় বাচ্চা কোলে নিয়ে কেশবপুরে থানায় হনুমানের দল
  • বেনাপোল দিয়ে ইলিশমাছ ভারতে পাচারের সময় গ্রেফতার-২
  • বেনাপোল পোর্ট থানার ওসিকে পত্রিকা প্রতিনিধিদের ফুলেল শুভেচ্ছা