সোমবার, জানুয়ারি ২০, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

রবিবার, এপ্রিল ৭, ২০১৯

বর্তমানে দিন হিসাবে দেখছেন

 

কবি শাহাবুদ্দীন’র কবিতা...

সোনালি সূর্য

সোনালি সূর্য কবি শাহাবুদ্দীন চেয়ে আছি দু’চোখ মেলে যেন তীর্থের কাক অনেক আকাঙ্খা ভর করেছে দু’চোখে হেমন্তের ফসলের মতো অফুরন্ত স্বপ্ন আকাশ খোঁজার বাসনায় ডানা মেলে অন্ধকারে পড়ে থাকা এক শঙ্খচিল অঙ্কুরের মতো জেগে ওঠে মনের মুকুরে দোল খেয়ে ওঠে ইচ্ছে নদীর ঢেউ গোলাপি আকাশ ছিঁড়ে উদ্ভাসিত হয় মেঘের বুকে প্রথম ভোরের উজ্জ্বলতা সৃষ্টির অনুপম আভায় জেগে উঠে প্রিয়তর সময়ের সেই মাহেন্দ্র ক্ষণ দূর নীলিমায় লৌকিক সূর্যের দিকে চেয়ে চাতক চোখবিস্তারিত পড়ুন